ক্রীড়া ডেস্ক
পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
কামিন্সের সঙ্গে সতীর্থরা অবশ্য একমত হননি, তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। সম্প্রতি ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে আলোচনায় ছিলেন কামিন্স, নাথান লায়ন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড।
সেই অনুষ্ঠানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিতে চান তাঁরা। কামিন্স ছাড়া প্রত্যেকেই একজন করে ভারতীয় ক্রিকেটার বেছে নিয়েছেন। শুধু কামিন্সই বললেন, ‘কাউকে জায়গা দিতে চাই না।’
নাথান লায়ন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের সঙ্গে বিরাট কোহলিকে নিয়েছেন মিডল অর্ডারে। এই অফস্পিনার বললেন, ‘আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।’
মিচেল মার্শ পাঁচ নম্বরের জন্য রাখলেন ঋষভ পান্তকে। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ঋষভ পান্তকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে ও আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।’
ওপেনিংয়ে ট্রাভিস হেড বেছে নিলেন আক্রমণাত্মক রোহিত শর্মাকে। এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্যভাবে ভাবতে ভালোবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।’
বোলিংয়ে পেসার স্কট বোল্যান্ড রাখলেন জসপ্রীত বুমরাকে। এই পেসার বলেছেন, ‘আমি জসপ্রীত বুমরাকে বেছে নেব। তিন সংস্করণেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন সে।’
পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
কামিন্সের সঙ্গে সতীর্থরা অবশ্য একমত হননি, তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। সম্প্রতি ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে আলোচনায় ছিলেন কামিন্স, নাথান লায়ন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড।
সেই অনুষ্ঠানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিতে চান তাঁরা। কামিন্স ছাড়া প্রত্যেকেই একজন করে ভারতীয় ক্রিকেটার বেছে নিয়েছেন। শুধু কামিন্সই বললেন, ‘কাউকে জায়গা দিতে চাই না।’
নাথান লায়ন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের সঙ্গে বিরাট কোহলিকে নিয়েছেন মিডল অর্ডারে। এই অফস্পিনার বললেন, ‘আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।’
মিচেল মার্শ পাঁচ নম্বরের জন্য রাখলেন ঋষভ পান্তকে। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ঋষভ পান্তকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে ও আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।’
ওপেনিংয়ে ট্রাভিস হেড বেছে নিলেন আক্রমণাত্মক রোহিত শর্মাকে। এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্যভাবে ভাবতে ভালোবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।’
বোলিংয়ে পেসার স্কট বোল্যান্ড রাখলেন জসপ্রীত বুমরাকে। এই পেসার বলেছেন, ‘আমি জসপ্রীত বুমরাকে বেছে নেব। তিন সংস্করণেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন সে।’
পাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৯ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
২ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
২ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
৩ ঘণ্টা আগে