ক্রীড়া ডেস্ক
পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
কামিন্সের সঙ্গে সতীর্থরা অবশ্য একমত হননি, তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। সম্প্রতি ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে আলোচনায় ছিলেন কামিন্স, নাথান লায়ন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড।
সেই অনুষ্ঠানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিতে চান তাঁরা। কামিন্স ছাড়া প্রত্যেকেই একজন করে ভারতীয় ক্রিকেটার বেছে নিয়েছেন। শুধু কামিন্সই বললেন, ‘কাউকে জায়গা দিতে চাই না।’
নাথান লায়ন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের সঙ্গে বিরাট কোহলিকে নিয়েছেন মিডল অর্ডারে। এই অফস্পিনার বললেন, ‘আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।’
মিচেল মার্শ পাঁচ নম্বরের জন্য রাখলেন ঋষভ পান্তকে। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ঋষভ পান্তকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে ও আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।’
ওপেনিংয়ে ট্রাভিস হেড বেছে নিলেন আক্রমণাত্মক রোহিত শর্মাকে। এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্যভাবে ভাবতে ভালোবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।’
বোলিংয়ে পেসার স্কট বোল্যান্ড রাখলেন জসপ্রীত বুমরাকে। এই পেসার বলেছেন, ‘আমি জসপ্রীত বুমরাকে বেছে নেব। তিন সংস্করণেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন সে।’
পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
কামিন্সের সঙ্গে সতীর্থরা অবশ্য একমত হননি, তাঁরা পছন্দমতো ভারতীয় ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন। সম্প্রতি ফক্স ক্রিকেটে এক অনুষ্ঠানে আলোচনায় ছিলেন কামিন্স, নাথান লায়ন, মিচেল মার্শ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড।
সেই অনুষ্ঠানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়া দলে কোন ভারতীয় ক্রিকেটারকে জায়গা দিতে চান তাঁরা। কামিন্স ছাড়া প্রত্যেকেই একজন করে ভারতীয় ক্রিকেটার বেছে নিয়েছেন। শুধু কামিন্সই বললেন, ‘কাউকে জায়গা দিতে চাই না।’
নাথান লায়ন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের সঙ্গে বিরাট কোহলিকে নিয়েছেন মিডল অর্ডারে। এই অফস্পিনার বললেন, ‘আমাদের দলে (স্টিভ) স্মিথ, মার্নাস (লাবুশেন) রয়েছে। এর সঙ্গে বিরাট (কোহলি) যোগ দিলে খুব শক্তিশালী ব্যাটিং লাইন-আপ হবে।’
মিচেল মার্শ পাঁচ নম্বরের জন্য রাখলেন ঋষভ পান্তকে। এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি ঋষভ পান্তকে বেছে নেব। পাঁচ নম্বরে ও ব্যাট করবে। খুব নরম মনের, তরুণ ক্রিকেটার। দিল্লিতে ও আমার অধিনায়ক ছিল। ঋষভ কী করতে পারে আমরা সকলেই জানি।’
ওপেনিংয়ে ট্রাভিস হেড বেছে নিলেন আক্রমণাত্মক রোহিত শর্মাকে। এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘রোহিত এখন আগ্রাসী ব্যাটিং করছে তাই না। ওর আগ্রাসী মানসিকতাই আমি চাই। হয়তো আপনারা ভেবেছিলেন আমি বিরাটের নাম নেব। তবে আমি অন্যভাবে ভাবতে ভালোবাসি। তাই ওপেনে রোহিতকে নেব।’
বোলিংয়ে পেসার স্কট বোল্যান্ড রাখলেন জসপ্রীত বুমরাকে। এই পেসার বলেছেন, ‘আমি জসপ্রীত বুমরাকে বেছে নেব। তিন সংস্করণেই সে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন সে।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে