নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছে বিসিবির বিশেষ কমিটি। বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও তদন্ত ইস্যুতে বসে তারা। যদিও বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ রিপোর্টে কী উঠে এল, সেটি প্রকাশ করেনি বিসিবি।
কিন্তু এরই মধ্যে গুঞ্জন ডালপালা মেলেছে, বিশ্বকাপ ব্যর্থতার দায় আছে দুই ক্রিকেট বোর্ড পরিচালকেরও। যেখানে ইঙ্গিত করা হচ্ছে সুজনকেও। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার অবশ্য তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার পক্ষে। তবে বোর্ড যদি আড়ালেও সমাধান করতে চায়, তাতেও সমস্যা নেই তাঁর।
আজ মিরপুরে আবাহনীর অনুশীলনের পর সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় রিপোর্টে যেটাই এসেছে জনসমক্ষে প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে, তা সমাধান হবে। যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে। সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট টিম গেম। একজনের জন্য কিছু হয়, তা বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।’
বিশ্বকাপের সময় তামিম ইকবালকে নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। বিভিন্ন ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন বিশ্বকাপ না খেলার। তবে তামিমকে বাদ দেওয়ার পেছনে নাকি কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকা ছিল বলে তদন্ত রিপোর্টে উঠে আসে। হাথুরুসিংহে চাননি তামিম বিশ্বকাপ দলে থাকুক।
এ ব্যাপারে সুজন বলেন, ‘তদন্ত প্রতিবেদন তো বিসিবি প্রকাশ করেনি। কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই দেবে (প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ)। আমি জানি না তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না। যাঁরা তদন্ত করেছেন তাঁরা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিত, তারপর বোঝা যাবে কি সত্যি কি মিথ্যা।’
১১ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। আজ অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দলটির প্রধান কোচ হিসেবে আছেন সুজন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পারটেক্সের বিপক্ষে খেলবে তাঁর দল।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছে বিসিবির বিশেষ কমিটি। বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও তদন্ত ইস্যুতে বসে তারা। যদিও বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ রিপোর্টে কী উঠে এল, সেটি প্রকাশ করেনি বিসিবি।
কিন্তু এরই মধ্যে গুঞ্জন ডালপালা মেলেছে, বিশ্বকাপ ব্যর্থতার দায় আছে দুই ক্রিকেট বোর্ড পরিচালকেরও। যেখানে ইঙ্গিত করা হচ্ছে সুজনকেও। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার অবশ্য তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার পক্ষে। তবে বোর্ড যদি আড়ালেও সমাধান করতে চায়, তাতেও সমস্যা নেই তাঁর।
আজ মিরপুরে আবাহনীর অনুশীলনের পর সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় রিপোর্টে যেটাই এসেছে জনসমক্ষে প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে, তা সমাধান হবে। যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে। সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট টিম গেম। একজনের জন্য কিছু হয়, তা বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।’
বিশ্বকাপের সময় তামিম ইকবালকে নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। বিভিন্ন ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন বিশ্বকাপ না খেলার। তবে তামিমকে বাদ দেওয়ার পেছনে নাকি কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকা ছিল বলে তদন্ত রিপোর্টে উঠে আসে। হাথুরুসিংহে চাননি তামিম বিশ্বকাপ দলে থাকুক।
এ ব্যাপারে সুজন বলেন, ‘তদন্ত প্রতিবেদন তো বিসিবি প্রকাশ করেনি। কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই দেবে (প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ)। আমি জানি না তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না। যাঁরা তদন্ত করেছেন তাঁরা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিত, তারপর বোঝা যাবে কি সত্যি কি মিথ্যা।’
১১ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। আজ অনুশীলন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দলটির প্রধান কোচ হিসেবে আছেন সুজন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পারটেক্সের বিপক্ষে খেলবে তাঁর দল।
কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
৩ ঘণ্টা আগে