Ajker Patrika

হংকংকে উড়িয়ে হেসেখেলে সেমিতে পাকিস্তান 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৫: ২০
হংকংকে উড়িয়ে হেসেখেলে সেমিতে পাকিস্তান 

এশিয়ান গেমস ক্রিকেটে আজ দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে দুইরকম। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত-নেপাল ম্যাচ হয়েছিল হাইস্কোরিং। পরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হয়েছে কিছুটা একপেশে। হংকংকে ৬৮ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। 

১৬১ রানের লক্ষ্যে শুরুতেই উইকেট হারায় হংকং। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হংকং ওপেনার মুহাম্মদ খানকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস। ১.৫ ওভারে হংকংয়ের স্কোর তখন ১ উইকেটে ১০ রান। এরপর উইকেটে আসেন বাবর হায়াত। হংকংয়ের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে অধিনায়ক নিজাকাত খান ও শিব মাথুরের সঙ্গে ১৯ রান ও ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন বাবর। 

তবে বাবর ফেরার পরই পথ হারায় হংকং। ৫৪ থেকে ৯২-৩৮ রান তুলতে শেষ ৮ উইকেট হারায় তারা। ১৮.৫ ওভারেই তারা অলআউট হয়ে যায়। পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন খুশদিল শাহ। ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কাসিম আকরাম, সুফিয়ান মুকিম ও মিনহাস। 
 
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হংকং অধিনায়ক নিজাকাত। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন আমির জামাল। ১৬ বলের ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মেরেছেন। হংকংয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ গজনফার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত