এশিয়ান গেমস ক্রিকেটে আজ দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে দুইরকম। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত-নেপাল ম্যাচ হয়েছিল হাইস্কোরিং। পরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হয়েছে কিছুটা একপেশে। হংকংকে ৬৮ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
১৬১ রানের লক্ষ্যে শুরুতেই উইকেট হারায় হংকং। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হংকং ওপেনার মুহাম্মদ খানকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস। ১.৫ ওভারে হংকংয়ের স্কোর তখন ১ উইকেটে ১০ রান। এরপর উইকেটে আসেন বাবর হায়াত। হংকংয়ের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে অধিনায়ক নিজাকাত খান ও শিব মাথুরের সঙ্গে ১৯ রান ও ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন বাবর।
তবে বাবর ফেরার পরই পথ হারায় হংকং। ৫৪ থেকে ৯২-৩৮ রান তুলতে শেষ ৮ উইকেট হারায় তারা। ১৮.৫ ওভারেই তারা অলআউট হয়ে যায়। পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন খুশদিল শাহ। ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কাসিম আকরাম, সুফিয়ান মুকিম ও মিনহাস।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হংকং অধিনায়ক নিজাকাত। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন আমির জামাল। ১৬ বলের ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মেরেছেন। হংকংয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ গজনফার।
এশিয়ান গেমস ক্রিকেটে আজ দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে দুইরকম। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত-নেপাল ম্যাচ হয়েছিল হাইস্কোরিং। পরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হয়েছে কিছুটা একপেশে। হংকংকে ৬৮ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
১৬১ রানের লক্ষ্যে শুরুতেই উইকেট হারায় হংকং। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হংকং ওপেনার মুহাম্মদ খানকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস। ১.৫ ওভারে হংকংয়ের স্কোর তখন ১ উইকেটে ১০ রান। এরপর উইকেটে আসেন বাবর হায়াত। হংকংয়ের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে অধিনায়ক নিজাকাত খান ও শিব মাথুরের সঙ্গে ১৯ রান ও ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন বাবর।
তবে বাবর ফেরার পরই পথ হারায় হংকং। ৫৪ থেকে ৯২-৩৮ রান তুলতে শেষ ৮ উইকেট হারায় তারা। ১৮.৫ ওভারেই তারা অলআউট হয়ে যায়। পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন খুশদিল শাহ। ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কাসিম আকরাম, সুফিয়ান মুকিম ও মিনহাস।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হংকং অধিনায়ক নিজাকাত। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন আমির জামাল। ১৬ বলের ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মেরেছেন। হংকংয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ গজনফার।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৫ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১১ ঘণ্টা আগে