Ajker Patrika

আশা জাগিয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না পাকিস্তান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২২: ৪১
অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও জিততে পারল না পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার বিপক্ষে আশা জাগিয়েও জিততে পারল না পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা।

ব্রিসবেনের গ্যাবায় পরশু বৈরি আবহাওয়ার কারণে ৭ ওভারে নেমে আসা প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের কোনো বিকল্পই ছিল না পাকিস্তানের জন্য। আজকের ম্যাচে কোনো ওভারও পর্যন্ত কমেনি। ২০ ওভারের ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকেরা এগিয়ে ২-০ ব্যবধানে। হোবার্টে পরশু বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি।

১৪৮ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান নেয় পাকিস্তান। তবে ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও ১২ রানেই ভেঙে গেছে পাকিস্তানের উদ্বোধনী। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাবরকে ফেরান হ্যাভিয়ের বার্টলেট। পরের ওভারে ড্রেসিংরুমের পথ ধরেন সাহিবজাদা ফারহান। বাবর (৩), ফারহান (৫) দুই ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২.৫ ওভারে ২ উইকেটে ১৭ রান। তৃতীয় উইকেটে উসমান খান-রিজওয়ান ২৭ রানের জুটি গড়লেও খেলে ফেলেন ৩৯ বল। দশম ওভারের দ্বিতীয় বলে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পেনসার জনসন। ২৬ বলে ১ চারে ১৬ রান করেন রিজওয়ান। ঠিক তার পরের বলেই আগা সালমানকে (০) ফেরান জনসন।

টানা দুই বলে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৩ ওভারে ৪ উইকেটে ৪৪ রান। এরপর দুই খান মিলে অস্ট্রেলিয়াকে খানখান করার কাজ শুরু করেন উসমান খান ও ইরফান খান। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৫৮ রানের জুটি গড়েন উসমান ও ইরফান। তবে জনসনের যে আজ ওভারে জোড়া উইকেট নেওয়ার নেশা পেয়ে বসেছিল। ১৬তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে উসমান ও আব্বাস আফ্রিদির উইকেট নিয়েছেন জনসন। ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন উসমান। ধস নামার শুরু করে এখান থেকেই। ৪ উইকেটে ১০২ থেকে মুহূর্তেই ৮ উইকেটে ১০৭ রানে পরিণত হয় পাকিস্তান। ১৭তম ওভারে অ্যাডাম জাম্পা ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে। শাহিন, নাসিম দুই ব্যাটারই বোল্ড হয়েছেন।

ইরফান খান একপ্রান্তে ২৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেও সেটা পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার জনসন। ৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।

সিডনিতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ম্যাথু শর্ট ও জেক ফ্রেজার ম্যাকগার্ক তাণ্ডব শুরু করেন পাকিস্তানি বোলারদের ওপর। ২১ বলে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করে ফেলে অজিরা।

চতুর্থ ওভারের চতুর্থ বলে ম্যাকগার্ককে ফিরিয়ে বিধ্বংসী উদ্বোধনী জুটি ভাঙেন হারিস রউফ। এখান থেকেই রান তোলার গতি কমতে থাকে অজিদের। একই সঙ্গে পাল্লা দিয়ে ক্যাচ মিস করতে থাকে পাকিস্তান। তবু অজিরা আশানুরূপ স্কোর করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন শর্ট। ১৭ বলের ইনিংসে ২টি করে চার ও ছক্কা মারেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ ৪ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত