Ajker Patrika

আকরামের আচরণ ‘অশোভন’ লাগছে রমিজের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

দুই দিন আগে ইঙ্গিতে ওয়াসিম আকরামের সমালোচনা করেছিলেন রমিজ রাজা। এবার আর আকার-ইঙ্গিতে নয় সরাসরি সাবেক সতীর্থকে আক্রমণ করে বসলেন তিনি। গতকালকের ম্যাচে আকরামের করা আচরণকে অশোভন বলে জানিয়েছেন তিনি। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বাজে পারফরম্যান্সের কারণে আকরামের সমালোচনা করে আসছেন রমিজ। এবারো দলটির পারফরম্যান্স ভালো নয়। পাঁচ ম্যাচে মাত্র ১ জয় পেয়েছে তারা। দলের সর্বশেষ হারটা এসেছে গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে। 

ম্যাচে কাছে এসে তরী ডুবে যায় করাচি কিংসের। মাত্র ৩ রানে হেরে যাওয়ায় বোলিং পরামর্শক আকরাম নিজের হতাশা ধরে রাখতে পারেননি। তাই হার নিশ্চিত হতেই ড্রেসিংরুমের সোফায় বসে থাকা কিংবদন্তি প্রথমে একটু পেছনে ছেড়ে দেন নিজের শরীরকে। এরপর ক্ষোভ ও হতাশায় সামনে থাকা সোফায় ফুটবলারদের মতো লাথি মারেন তিনি। এমন দৃশ্য টিভি স্ক্রিনে ধরায় পরায় মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর এই আচরণ নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। তবে চাঁছাছোলা মন্তব্যটি করেছেন পাকিস্তানের সাবেক বোর্ড সভাপতি। 

রমিজ বলেছেন, ‘তুমি বাইরে থেকে কোনো কিছু করতে পারবে না। তুমি যাদের নির্বাচন করেছ তোমাকে সেসব খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এসব বিষয় ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে হবে। এমন অঙ্গভঙ্গি শুধু হতাশা বাড়ায়।’ 

এরপরেই সাবেক সতীর্থর আচরণ নিয়ে খোঁচা দেন রমিজ। সাবেক পিসিবি প্রধান বলেছেন, ‘এটি (সোফায় লাথি মারার দৃশ্য) দেখতে ভালো দেখায় না। যদি তোমার মেজাজ ধরে রাখতে না পারো, বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তাহলে জনসম্মুখে না থাকাই ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত