নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ অবিশ্বাস্য এক জয়ই রিশাদ হোসেন-তানজিদ হাসান তামিমদের শাইনপুকুর ক্রিকেট ক্লাব পেয়েছে। নিজেরা ২০০ এর নিচে রান করেছে ঠিকই। তবে শাইনপুকুরের দুর্দান্ত বোলিংয়ে সিটি ক্লাবকে ১০০ এর আগেই গুটিয়ে দিয়েছে সিটি ক্লাব। অন্যদিকে সেঞ্চুরির আক্ষেপ ঘোচালেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটার আবদুল মজিদ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ বৃষ্টির কারণে শাইনপুকুর-সিটি ক্লাব ম্যাচ শুরু হয় সকাল ১১টায়। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪০ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিটি ক্লাবের অধিনায়ক শাহরিয়ার কমল। প্রথমে ব্যাটিং পাওয়া শাইনপুকুর ৩৮.৩ ওভারে অলআউট হয়েছে ১৭৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন খালিদ হাসান। সিটি ক্লাবের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ ইফরান হোসেন। ১৭৭ রান তাড়া করতে নেমে সিটি ক্লাবের দুই ওপেনার হাসানুজ্জামান ও সাদিকুর রহমান ঝোড়ো শুরু করেন। ৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে দলটি। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন শাইনপুকুর স্পিনার নাঈম আহমেদ। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রান করেন হাসানুজ্জামান।
উদ্বোধনী জুটি ভাঙার মাধ্যমেই মূলত সিটি ক্লাবের ইনিংসে ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২৮ ওভারে ৮৪ রানে অলআউট হয় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন সাদিকুর। ২৮ বলের ইনিংসে ৭ চার মারেন তিনি। শাইনপুকুরের ৯২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম। ৫ ওভার বোলিংয়ে ১৯ রানে নেন ৩ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন শাইনপুকুরের এই স্পিনার। রিশাদ ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মারলেও বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত। ৩ ওভার বোলিংয়ে ২ রান খরচ করে নেন ২ উইকেট। ১ ওভার মেডেনও দেন তিনি। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেন। তবে শাইনপুকুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
শাইনপুকুরের বিপক্ষে আগের ম্যাচে ৫ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি মজিদ। সেই মজিদ আজ সেঞ্চুরির আক্ষেপ ঘুচিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বৃষ্টির কারণে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স-পারটেক্স ম্যাচ হয়েছে ৪৩ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেটে ২২৪ রান করেছে পারটেক্স। রান তাড়া করতে নেমে ব্রাদার্সের দুই ওপেনার রহমতউল্লাহ আলী ও মজিদ ১০.২ ওভারে ৭৬ রান যোগ করেন। ১১ তম ওভারের তৃতীয় বলে রহমতউল্লাহকে ফেরান তোফায়েল আহমেদ। ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় রহমতউল্লাহ করেন ২৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্সের স্কোর হয়ে যায় ২৬.৪ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান। একপ্রান্ত আগলে খেলতে থাকা মজিদ ৯৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪১.৪ ওভারে ৬ উইকেটে ২২৫ রান করে ব্রাদার্স। ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মজিদ। ১০২ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন ব্রাদার্স ওপেনার।
বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ হয়েছে ৪৩ ওভারের। টস জিতে প্রথমে ব্যাটিং করা গাজী টায়ার্স ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করেছে। ওপেনার মহব্বত হোসেন রোমান ৪৭ বলে করেন ৬৩ রান। মেরেছেন ৭ ছক্কা ও ৩ চার। রান তাড়া করতে নেমে ৩৮.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। গাজী টায়ার্সের ৭১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ওপেনার রোমান।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ অবিশ্বাস্য এক জয়ই রিশাদ হোসেন-তানজিদ হাসান তামিমদের শাইনপুকুর ক্রিকেট ক্লাব পেয়েছে। নিজেরা ২০০ এর নিচে রান করেছে ঠিকই। তবে শাইনপুকুরের দুর্দান্ত বোলিংয়ে সিটি ক্লাবকে ১০০ এর আগেই গুটিয়ে দিয়েছে সিটি ক্লাব। অন্যদিকে সেঞ্চুরির আক্ষেপ ঘোচালেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটার আবদুল মজিদ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ বৃষ্টির কারণে শাইনপুকুর-সিটি ক্লাব ম্যাচ শুরু হয় সকাল ১১টায়। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪০ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিটি ক্লাবের অধিনায়ক শাহরিয়ার কমল। প্রথমে ব্যাটিং পাওয়া শাইনপুকুর ৩৮.৩ ওভারে অলআউট হয়েছে ১৭৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন খালিদ হাসান। সিটি ক্লাবের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ ইফরান হোসেন। ১৭৭ রান তাড়া করতে নেমে সিটি ক্লাবের দুই ওপেনার হাসানুজ্জামান ও সাদিকুর রহমান ঝোড়ো শুরু করেন। ৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে দলটি। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন শাইনপুকুর স্পিনার নাঈম আহমেদ। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রান করেন হাসানুজ্জামান।
উদ্বোধনী জুটি ভাঙার মাধ্যমেই মূলত সিটি ক্লাবের ইনিংসে ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২৮ ওভারে ৮৪ রানে অলআউট হয় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন সাদিকুর। ২৮ বলের ইনিংসে ৭ চার মারেন তিনি। শাইনপুকুরের ৯২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম। ৫ ওভার বোলিংয়ে ১৯ রানে নেন ৩ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন শাইনপুকুরের এই স্পিনার। রিশাদ ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মারলেও বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত। ৩ ওভার বোলিংয়ে ২ রান খরচ করে নেন ২ উইকেট। ১ ওভার মেডেনও দেন তিনি। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেন। তবে শাইনপুকুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
শাইনপুকুরের বিপক্ষে আগের ম্যাচে ৫ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি মজিদ। সেই মজিদ আজ সেঞ্চুরির আক্ষেপ ঘুচিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বৃষ্টির কারণে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স-পারটেক্স ম্যাচ হয়েছে ৪৩ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেটে ২২৪ রান করেছে পারটেক্স। রান তাড়া করতে নেমে ব্রাদার্সের দুই ওপেনার রহমতউল্লাহ আলী ও মজিদ ১০.২ ওভারে ৭৬ রান যোগ করেন। ১১ তম ওভারের তৃতীয় বলে রহমতউল্লাহকে ফেরান তোফায়েল আহমেদ। ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় রহমতউল্লাহ করেন ২৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্সের স্কোর হয়ে যায় ২৬.৪ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান। একপ্রান্ত আগলে খেলতে থাকা মজিদ ৯৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪১.৪ ওভারে ৬ উইকেটে ২২৫ রান করে ব্রাদার্স। ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মজিদ। ১০২ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন ব্রাদার্স ওপেনার।
বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ হয়েছে ৪৩ ওভারের। টস জিতে প্রথমে ব্যাটিং করা গাজী টায়ার্স ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করেছে। ওপেনার মহব্বত হোসেন রোমান ৪৭ বলে করেন ৬৩ রান। মেরেছেন ৭ ছক্কা ও ৩ চার। রান তাড়া করতে নেমে ৩৮.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। গাজী টায়ার্সের ৭১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ওপেনার রোমান।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে