আজকের পত্রিকা ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। দুই টেস্টের দুটিতেই হেরেছে বাজেভাবে। ভুলে যাওয়ার মতো সিরিজটি শেষ হতে না হতেই এবার ক্রিকেটারদের সামনে আফগান সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে ৬ নভেম্বর শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন এই সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চান তাওহীদ হৃদয়।
সবকিছু ঠিক থাকলে আমিরাতের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় বাংলাদেশ দলের একাংশের উড়াল দেওয়ার কথা। সিরিজ খেলতে যাওয়ার আগে সিরিজ নিয়ে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের মিডল অর্ডার ব্যাটার হৃদয়। সেখানেই তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয়, অতীত নিয়ে ভাবার কিছু নেই।’
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতে তুলনামূলকভাবে শক্তিশালী বাংলাদেশ। তাই আফগান সিরিজে ভালো শুরুর আশা হৃদয়ের, ‘আশা রাখি ভালোভাবেই শুরু করতে পারব। আমরা বরাবরই এ ফরম্যাটে ভালো খেলে থাকি। আমরা ভালোভাবে শুরু করতে চাই। আমাদের দলের যে সামর্থ্য, সে অনুযায়ী খেলতে পারি ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’
কিন্তু সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাটা বাংলাদেশ ক্রিকেট দলের পুরোনো রোগ। তা ছাড়া সীমিত ওভারে আফগানরাও ভালো ক্রিকেট খেলে থাকে। উল্টো পরিসংখ্যান বলছে, দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানরাই হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে এসে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে দেশে ফিরেছিল তারা।
তবে নিজেদের ওপর আস্থা রাখছেন হৃদয়, ‘আমরা দিনটা কীভাবে শুরু করব, ওটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আগে শারজাহতে খেলিনি। তবে আমাদের দলের বেশির ভাগ ক্রিকেটারই ওখানে খেলেছে। তাদের জন্য কাজটা কঠিন হবে না।’ ৬ নভেম্বর শুরু হতে যাওয়ার সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। দুই টেস্টের দুটিতেই হেরেছে বাজেভাবে। ভুলে যাওয়ার মতো সিরিজটি শেষ হতে না হতেই এবার ক্রিকেটারদের সামনে আফগান সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে ৬ নভেম্বর শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন এই সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চান তাওহীদ হৃদয়।
সবকিছু ঠিক থাকলে আমিরাতের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় বাংলাদেশ দলের একাংশের উড়াল দেওয়ার কথা। সিরিজ খেলতে যাওয়ার আগে সিরিজ নিয়ে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের মিডল অর্ডার ব্যাটার হৃদয়। সেখানেই তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয়, অতীত নিয়ে ভাবার কিছু নেই।’
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতে তুলনামূলকভাবে শক্তিশালী বাংলাদেশ। তাই আফগান সিরিজে ভালো শুরুর আশা হৃদয়ের, ‘আশা রাখি ভালোভাবেই শুরু করতে পারব। আমরা বরাবরই এ ফরম্যাটে ভালো খেলে থাকি। আমরা ভালোভাবে শুরু করতে চাই। আমাদের দলের যে সামর্থ্য, সে অনুযায়ী খেলতে পারি ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’
কিন্তু সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাটা বাংলাদেশ ক্রিকেট দলের পুরোনো রোগ। তা ছাড়া সীমিত ওভারে আফগানরাও ভালো ক্রিকেট খেলে থাকে। উল্টো পরিসংখ্যান বলছে, দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানরাই হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে এসে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে দেশে ফিরেছিল তারা।
তবে নিজেদের ওপর আস্থা রাখছেন হৃদয়, ‘আমরা দিনটা কীভাবে শুরু করব, ওটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আগে শারজাহতে খেলিনি। তবে আমাদের দলের বেশির ভাগ ক্রিকেটারই ওখানে খেলেছে। তাদের জন্য কাজটা কঠিন হবে না।’ ৬ নভেম্বর শুরু হতে যাওয়ার সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৪ ঘণ্টা আগে