Ajker Patrika

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে যা জানালেন তামিম

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০: ২১
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে যা জানালেন তামিম

প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছে তামিম ইকবালের। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেই ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছে। 

শুধু অধিনায়কত্ব করেই নিজের কাজ শেষ করেননি তামিম। দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান নিয়ে প্রথমবারের মতো বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন। মাঠে ফেরাটা দুর্দান্ত হওয়ায় তাই কৌতূহল জেগেছে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তিনি। 

সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর বাংলাদেশের ক্রিকেটে অনেক ঘটনাই ঘটে গেছে। ফেরার বিষয়ে মাঝে তাঁর সঙ্গে বসার কথা ছিল বিসিবির। তবে দুই পক্ষের সেই আলোচনা এখনো হয়নি। তাই বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে, নতুন প্রধান নির্বাচকের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না। 

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম বলেছেন, ‘না, আমার সঙ্গে তাঁর (নতুন প্রধান নির্বাচক) কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলতে অ্যাভেইলেবল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত...আমার সঙ্গে বসার কথা ছিল। তবে আমাদের একটা যোগাযোগ আছে। কাল সকালে আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, ফেরার পর আমরা বসব।’ 

ফেরার বিষয়ে বৈঠকে নিজের বিষয়গুলো পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন অবস্থায় আছি, হয়তো আর দুই বছর খেলতে পারব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে। এখনো যেহেতু ওনাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি, তাই কোনো কিছু এই সংবাদ সম্মেলনে বলা ঠিক হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত