অবিশ্বাস্য এক ইতিহাস গড়লেন দারিয়ুস ভিসের। সামোয়ার এই ব্যাটার কী করেছেন শুনলে চোখ কপালে উঠে যাবে। যে কীর্তি নেই বিশ্বের সেরা সব ব্যাটারের, সেটিই করে দেখিয়েছেন তিনি। ১ ওভারে নিয়েছেন ৩৯ রান!
ভিসের এই কীর্তি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপ-আঞ্চলিক পূর্ব এশিয়া-প্যাসিফ বাছাইপর্ব ইভেন্টে। আজ সামোয়ার আপিয়ায় গার্ডেন ওভালের ২ নম্বর মাঠে ভানুয়াতু পেসার নালিন নিপিকোর করা ১৫তম ওভারে ৬ বলে ৬টি ছয় মারেন তিনি। সেই ওভারে তিনটি নো বল দেন নিপিকো। সেই সুযোগ কাজে লাগিয়ে ওভারটিতে ৩৯ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ভিসের।
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ ওভারে এর চেয়ে বেশি রান নিতে পারেননি কেউ। এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ৬ ছয়ে ৩৬ রান নিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে যা ইতিহাস হয়ে আছে। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং এ বছর নেপালের দীপেন্দ্র সিং এইরিও ৬ বলে ৩৬ রানের কীর্তি গড়েন। এ ছাড়া ৬ ছক্কা না মারলেও ১ ওভারে ৩৬ রান নেওয়ার কীর্তি আছে ভারতের রোহিত শর্মা-রিংকু সিংয়ের। আফগানিস্তানের বিপক্ষে এ বছরই করিম জানাতের ওভারে দুজনে মিলে ৫ ছয় মেরে এই কীর্তি গড়েন। একই কীর্তি আছে নিকোলাস পুরানেরও (২০২৪)।
নিপিকোর প্রথম তিন বলে ছয় হাঁকান ভিসের। পরের বল নো হয়। ফ্রি হিট থেকে আবারও ৬ মেরে দলের রান শতকের ঘরে নিয়ে যান তিনি। পঞ্চম বলটি ডট হয়। শেষ বলটিতে আবারও নো বল দিয়ে বসেন নিপিকো। সেই বল করতে গিয়ে আবারও নো বল হওয়ার পাশাপাশি ছয়ও। বৈধভাবে ষষ্ঠ বলটিতে আবার ছয় মারেন ভিসের। শেষ বলটিতে নিপিকো দিয়েছেন ১৪ রান!
ভিসের ম্যাচটিতে ৬২ বলে ৫ চার ও ১৪ ছয়ে করেছেন ১৩২ রান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে সামোয়া পায় ১৭৪ রানের সংগ্রহ। যদিও শেষ ৮ বলে ৫ উইকেট হারায় তারা। ওপেনিংয়ে নেমে ১ ওভারে ৩৯ রান দেওয়াটা পুষিয়ে দিতে চেষ্টা করেছিলেন নিপিকো। তবে ফেরেন ২৫ বলে ৭৩ রান করে। লক্ষ্য তাড়ায় ভানুয়াতুও থামে ৯ উইকেটে ১৬৪ রানে। সামোয়া জিতেছে ১০ রানে।
অবিশ্বাস্য এক ইতিহাস গড়লেন দারিয়ুস ভিসের। সামোয়ার এই ব্যাটার কী করেছেন শুনলে চোখ কপালে উঠে যাবে। যে কীর্তি নেই বিশ্বের সেরা সব ব্যাটারের, সেটিই করে দেখিয়েছেন তিনি। ১ ওভারে নিয়েছেন ৩৯ রান!
ভিসের এই কীর্তি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপ-আঞ্চলিক পূর্ব এশিয়া-প্যাসিফ বাছাইপর্ব ইভেন্টে। আজ সামোয়ার আপিয়ায় গার্ডেন ওভালের ২ নম্বর মাঠে ভানুয়াতু পেসার নালিন নিপিকোর করা ১৫তম ওভারে ৬ বলে ৬টি ছয় মারেন তিনি। সেই ওভারে তিনটি নো বল দেন নিপিকো। সেই সুযোগ কাজে লাগিয়ে ওভারটিতে ৩৯ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ভিসের।
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ ওভারে এর চেয়ে বেশি রান নিতে পারেননি কেউ। এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ৬ ছয়ে ৩৬ রান নিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে যা ইতিহাস হয়ে আছে। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং এ বছর নেপালের দীপেন্দ্র সিং এইরিও ৬ বলে ৩৬ রানের কীর্তি গড়েন। এ ছাড়া ৬ ছক্কা না মারলেও ১ ওভারে ৩৬ রান নেওয়ার কীর্তি আছে ভারতের রোহিত শর্মা-রিংকু সিংয়ের। আফগানিস্তানের বিপক্ষে এ বছরই করিম জানাতের ওভারে দুজনে মিলে ৫ ছয় মেরে এই কীর্তি গড়েন। একই কীর্তি আছে নিকোলাস পুরানেরও (২০২৪)।
নিপিকোর প্রথম তিন বলে ছয় হাঁকান ভিসের। পরের বল নো হয়। ফ্রি হিট থেকে আবারও ৬ মেরে দলের রান শতকের ঘরে নিয়ে যান তিনি। পঞ্চম বলটি ডট হয়। শেষ বলটিতে আবারও নো বল দিয়ে বসেন নিপিকো। সেই বল করতে গিয়ে আবারও নো বল হওয়ার পাশাপাশি ছয়ও। বৈধভাবে ষষ্ঠ বলটিতে আবার ছয় মারেন ভিসের। শেষ বলটিতে নিপিকো দিয়েছেন ১৪ রান!
ভিসের ম্যাচটিতে ৬২ বলে ৫ চার ও ১৪ ছয়ে করেছেন ১৩২ রান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে সামোয়া পায় ১৭৪ রানের সংগ্রহ। যদিও শেষ ৮ বলে ৫ উইকেট হারায় তারা। ওপেনিংয়ে নেমে ১ ওভারে ৩৯ রান দেওয়াটা পুষিয়ে দিতে চেষ্টা করেছিলেন নিপিকো। তবে ফেরেন ২৫ বলে ৭৩ রান করে। লক্ষ্য তাড়ায় ভানুয়াতুও থামে ৯ উইকেটে ১৬৪ রানে। সামোয়া জিতেছে ১০ রানে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
৭ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
৭ ঘণ্টা আগেরেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৮ ঘণ্টা আগে