Ajker Patrika

আবারও সাকিবকে নিয়ে প্রশ্ন, এবার কী উত্তর দিলেন শান্ত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৮
চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: আইসিসি
চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। ভারতের বিপক্ষে সেই টেস্টের পর নানা ঘটনা পরিক্রমায় বাংলাদেশের জার্সিতে সাকিবের ফেরাটা অসম্ভবই হয়ে পড়েছে। তবু সাকিবের প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে বারবার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে জিতিয়েছিলেন সাকিব। এই ম্যাচেই অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছিলেন সাকিব। বহুল আলোচিত এই ম্যাচ জিতেই চ্যাম্পিয়নস ট্রফির টিকিটটা চলে আসে বাংলাদেশের হাতের মুঠোয়। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এই তারকা অলরাউন্ডারকে ছাড়াই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে জিজ্ঞেস করা হলে পাল্টা প্রশ্ন ছুড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরুর আগে আজ শান্তর কাছে প্রশ্ন, চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘জ্বি না।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিক, মাহমুদউল্লাহ দুজনেই অবসর নিয়েছেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফির পর আইসিসির পরবর্তী ওয়ানডে ইভেন্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেই সময় মাহমুদউল্লাহ ও মুশফিকের বয়স হবে ৪১ ও ৪০ বছর। ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি তো আরও পরের কথা। ততদিনে হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে চলে যাবেন দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার।

চ্যাম্পিয়নস ট্রফিই কি মাহমুদউল্লাহ-মুশফিকের শেষ আইসিসি ইভেন্ট কি না, আজ সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে এসেছে সেই প্রশ্ন। শান্ত বলেন, ‘রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কথা যেটা বললেন আমি মনে করছি না সেভাবে চিন্তা করছেন (সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট কি না)। এখনো তারা খেলাটা উপভোগ করছেন। এই টুর্নামেন্ট শেষ হওয়ার বোঝা যাবে, ভবিষ্যতে কী হবে। তবে আমি আশা করি, তাদের অভিজ্ঞতা এখানে দেখাবেন।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অন্যতম এক অভিজ্ঞ দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ৬ ক্রিকেটারই আছেন এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দলে। ১৫ ক্রিকেটারের ওয়ানডে ম্যাচের গড় হিসেব করলে সেটা হয় ৬৭.৬৭। দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি শান্ত-মুশফিকরা খেলবেন নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত