চট্টগ্রামে গত মাসে বাংলাদেশকে এক লজ্জার রেকর্ড উপহার দিয়েছিল আফগানিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান করার পথে ওপেনিংয়ে ২৫৬ রানের জুটি গড়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বড় ব্যবধানে জিতেছিল তারা।
এটিই ছিল ওপেনিংয়ে আফগানদের সর্বোচ্চ জুটি। আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে কিম্বারলিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত ২৮২ রানের জুটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা।
আফগানদের সর্বোচ্চ ওপেনিং জুটিতে একটুর জন্য প্রতিপক্ষের জায়গায় বসতে যাচ্ছিল পাকিস্তানের নাম। তবে সেটি আর হলো না। আজ হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ২২৭ রানের জুটি গড়ে আফগানিস্তান। যা তাদের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি। ব্যাটার সেই গুরবাজ ও ইব্রাহিম।
গুরবাজ সেঞ্চুরি পেলেও ইনিংসের ৩৯.৫ ওভারে ব্যক্তিগত ৮০ রানে ফেরেন ইব্রাহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ১ উইকেটে ২৫৫ রান করেছে আফগানিস্তান। ১৫০ বলে ১৫১ রানে অপরাজিত গুরবাজ। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ২১ বছর বয়সী ব্যাটারের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসও।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। তার প্রতিশোধ নিতেই যেন শুরু থেকে ফুঁসে উঠেন গুরবাজ-ইব্রাহিম।
চট্টগ্রামে গত মাসে বাংলাদেশকে এক লজ্জার রেকর্ড উপহার দিয়েছিল আফগানিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান করার পথে ওপেনিংয়ে ২৫৬ রানের জুটি গড়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বড় ব্যবধানে জিতেছিল তারা।
এটিই ছিল ওপেনিংয়ে আফগানদের সর্বোচ্চ জুটি। আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে কিম্বারলিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত ২৮২ রানের জুটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা।
আফগানদের সর্বোচ্চ ওপেনিং জুটিতে একটুর জন্য প্রতিপক্ষের জায়গায় বসতে যাচ্ছিল পাকিস্তানের নাম। তবে সেটি আর হলো না। আজ হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ২২৭ রানের জুটি গড়ে আফগানিস্তান। যা তাদের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি। ব্যাটার সেই গুরবাজ ও ইব্রাহিম।
গুরবাজ সেঞ্চুরি পেলেও ইনিংসের ৩৯.৫ ওভারে ব্যক্তিগত ৮০ রানে ফেরেন ইব্রাহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ১ উইকেটে ২৫৫ রান করেছে আফগানিস্তান। ১৫০ বলে ১৫১ রানে অপরাজিত গুরবাজ। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ২১ বছর বয়সী ব্যাটারের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসও।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। তার প্রতিশোধ নিতেই যেন শুরু থেকে ফুঁসে উঠেন গুরবাজ-ইব্রাহিম।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে