Ajker Patrika

পাকিস্তানকে শিক্ষা দিতে ওপেনিংয়ে রেকর্ড জুটি আফগানদের

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৯: ৩৮
পাকিস্তানকে শিক্ষা দিতে ওপেনিংয়ে রেকর্ড জুটি আফগানদের

চট্টগ্রামে গত মাসে বাংলাদেশকে এক লজ্জার রেকর্ড উপহার দিয়েছিল আফগানিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান করার পথে ওপেনিংয়ে ২৫৬ রানের জুটি গড়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বড় ব্যবধানে জিতেছিল তারা। 

এটিই ছিল ওপেনিংয়ে আফগানদের সর্বোচ্চ জুটি। আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে কিম্বারলিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত ২৮২ রানের জুটি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। 

আফগানদের সর্বোচ্চ ওপেনিং জুটিতে একটুর জন্য প্রতিপক্ষের জায়গায় বসতে যাচ্ছিল পাকিস্তানের নাম। তবে সেটি আর হলো না। আজ হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ২২৭ রানের জুটি গড়ে আফগানিস্তান। যা তাদের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি। ব্যাটার সেই গুরবাজ ও ইব্রাহিম। 

গুরবাজ সেঞ্চুরি পেলেও ইনিংসের ৩৯.৫ ওভারে ব্যক্তিগত ৮০ রানে ফেরেন ইব্রাহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ১ উইকেটে ২৫৫ রান করেছে আফগানিস্তান। ১৫০ বলে ১৫১ রানে অপরাজিত গুরবাজ। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ২১ বছর বয়সী ব্যাটারের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসও। 

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছিল আফগানরা। তার প্রতিশোধ নিতেই যেন শুরু থেকে ফুঁসে উঠেন গুরবাজ-ইব্রাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত