Ajker Patrika

কিশোরদের মতোও খেলতে পারছে না স্টোকস-বাটলাররা, বলছেন কুক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ০৩
কিশোরদের মতোও খেলতে পারছে না স্টোকস-বাটলাররা, বলছেন কুক

অ্যাডিলেড টেস্টেও হারের পথে ইংল্যান্ড। দলের এই অবস্থা থেকে ড্র কিংবা জয় জো রুটের দলের জন্য প্রায় অসম্ভব। দলের এই অবস্থার অন্যতম বড় কারণ ব্যাটিং ব্যর্থতা। ব্রিজবেন টেস্টেও ব্যাটিং ব্যর্থতার মূল্য দিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিং লাইন আপের এমন পারফরম্যান্সে হতাশ সাবেক ইংলিশ টেস্ট অধিনায়ক আলিস্টার কুক। 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৩ রানের জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ২৩৬ রানে। অস্ট্রেলিয়া ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩০ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। চতুর্থ ইনিংসে ৪৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ টপ অর্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের দরকার ৩১৬ রান। 

ইংল্যান্ড ব্যাটারদের এমন দুর্দশা দেখে চুপ থাকতে পারেনি কুক। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী সাবেক এই ব্যাটার কটাক্ষ করেছেন জস বাটলার-বেন স্টোকসদের। কুক তাদের উদ্দেশ্য করে বলেন, ১৩ বছর বয়সে ক্রিকেটে যে পাঠ শেখানো হয় সেটাও শিখছে না ইংল্যান্ডের ব্যাটারা। 

দলের এই পারফরম্যান্স মানতেন পারছেন না কুক। সাবেক ইংলিশ ওপেনার বললেন, ‘এটা নিঃসন্দেহে খেলোয়াড় ও কোচদের জন্য রীতিমতো হতাশাজনক। এ ভাবে উইকেট হারানোটা মানা যায় না। ব্যাটিং কোচেরা বলে থাকেন, যদি একটি উইকেট পড়ে যায়, সে ক্ষেত্রে নতুন করে ইনিংস মেরামত করতে হবে। ১৩ বছর বয়সীদের জন্য টিম মিটিংয়ে যা বলা হয়, দুর্ভাগ্যবশত সেই পাঠও ওরা (জো রুটের দল) ঠিকমতো শিখছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত