নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে শাস্তি পেতে হয়েছে। ঘরোয়ো ক্রিকেটে ক্রিকেটারদের এমন আচরণ চিন্তায় ফেলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তিনি। ১৫জুন বোর্ড সভার আগেই কেন এমন হচ্ছে সেটি তাঁকে জানাতে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি।
কাল ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে এলবিডব্লুর আবেদন সাড়া না দেওয়ায় মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারে আবারও মেজাজ হারিয়ে স্টাম্প তুলে আছাড় মারেন এই অলরাউন্ডার। এই অপরাধে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবশ্য ঘরোয় ক্রিকেটে ক্রিকেটারদের আচরণবিধি ভাঙার ঘটনা এর আগেও দেখা গেছে।
বারবার কেন এমন হচ্ছে সেটাই জানতে চেয়েছেন বিসিবি সভাপতি। আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমি এবং জালাল ইউনুস (বিসিবি পরিচালক) ভাই বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। উনি (বিসিবি সভাপতি) পুরো বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। কী কারণে এমনটা হলো জানতে চেয়েছেন। বোর্ড সভার আগেই এটা তদন্ত করতে বলেছেন।’
কেন সাকিব মেজাজ হারালেন সেটির অনুসন্ধানে এর মধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিপিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হবে বলে জানান সিসিডিএম প্রধান। কাজী ইনাম বলেছেন, ‘আমরা একটা কমিটি গঠন করেছি। কমিটিতে আমি, জালাল ইউনুস ভাই, নাঈমুর রহমান দুর্জয়, পরিচালক শেখ সোহেল ভাই ও আমাদের প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন। আমরা দুদিনের মধ্যে সকল ক্লাবের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে বসব।’
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে শাস্তি পেতে হয়েছে। ঘরোয়ো ক্রিকেটে ক্রিকেটারদের এমন আচরণ চিন্তায় ফেলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তিনি। ১৫জুন বোর্ড সভার আগেই কেন এমন হচ্ছে সেটি তাঁকে জানাতে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি।
কাল ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে এলবিডব্লুর আবেদন সাড়া না দেওয়ায় মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারে আবারও মেজাজ হারিয়ে স্টাম্প তুলে আছাড় মারেন এই অলরাউন্ডার। এই অপরাধে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবশ্য ঘরোয় ক্রিকেটে ক্রিকেটারদের আচরণবিধি ভাঙার ঘটনা এর আগেও দেখা গেছে।
বারবার কেন এমন হচ্ছে সেটাই জানতে চেয়েছেন বিসিবি সভাপতি। আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমি এবং জালাল ইউনুস (বিসিবি পরিচালক) ভাই বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। উনি (বিসিবি সভাপতি) পুরো বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। কী কারণে এমনটা হলো জানতে চেয়েছেন। বোর্ড সভার আগেই এটা তদন্ত করতে বলেছেন।’
কেন সাকিব মেজাজ হারালেন সেটির অনুসন্ধানে এর মধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিপিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হবে বলে জানান সিসিডিএম প্রধান। কাজী ইনাম বলেছেন, ‘আমরা একটা কমিটি গঠন করেছি। কমিটিতে আমি, জালাল ইউনুস ভাই, নাঈমুর রহমান দুর্জয়, পরিচালক শেখ সোহেল ভাই ও আমাদের প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন। আমরা দুদিনের মধ্যে সকল ক্লাবের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে বসব।’
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল-পিএসএল। অবশেষে ১৭ মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
৩ ঘণ্টা আগে