নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে শাস্তি পেতে হয়েছে। ঘরোয়ো ক্রিকেটে ক্রিকেটারদের এমন আচরণ চিন্তায় ফেলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তিনি। ১৫জুন বোর্ড সভার আগেই কেন এমন হচ্ছে সেটি তাঁকে জানাতে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি।
কাল ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে এলবিডব্লুর আবেদন সাড়া না দেওয়ায় মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারে আবারও মেজাজ হারিয়ে স্টাম্প তুলে আছাড় মারেন এই অলরাউন্ডার। এই অপরাধে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবশ্য ঘরোয় ক্রিকেটে ক্রিকেটারদের আচরণবিধি ভাঙার ঘটনা এর আগেও দেখা গেছে।
বারবার কেন এমন হচ্ছে সেটাই জানতে চেয়েছেন বিসিবি সভাপতি। আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমি এবং জালাল ইউনুস (বিসিবি পরিচালক) ভাই বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। উনি (বিসিবি সভাপতি) পুরো বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। কী কারণে এমনটা হলো জানতে চেয়েছেন। বোর্ড সভার আগেই এটা তদন্ত করতে বলেছেন।’
কেন সাকিব মেজাজ হারালেন সেটির অনুসন্ধানে এর মধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিপিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হবে বলে জানান সিসিডিএম প্রধান। কাজী ইনাম বলেছেন, ‘আমরা একটা কমিটি গঠন করেছি। কমিটিতে আমি, জালাল ইউনুস ভাই, নাঈমুর রহমান দুর্জয়, পরিচালক শেখ সোহেল ভাই ও আমাদের প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন। আমরা দুদিনের মধ্যে সকল ক্লাবের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে বসব।’
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে শাস্তি পেতে হয়েছে। ঘরোয়ো ক্রিকেটে ক্রিকেটারদের এমন আচরণ চিন্তায় ফেলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তিনি। ১৫জুন বোর্ড সভার আগেই কেন এমন হচ্ছে সেটি তাঁকে জানাতে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি।
কাল ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে এলবিডব্লুর আবেদন সাড়া না দেওয়ায় মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারে আবারও মেজাজ হারিয়ে স্টাম্প তুলে আছাড় মারেন এই অলরাউন্ডার। এই অপরাধে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবশ্য ঘরোয় ক্রিকেটে ক্রিকেটারদের আচরণবিধি ভাঙার ঘটনা এর আগেও দেখা গেছে।
বারবার কেন এমন হচ্ছে সেটাই জানতে চেয়েছেন বিসিবি সভাপতি। আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমি এবং জালাল ইউনুস (বিসিবি পরিচালক) ভাই বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। উনি (বিসিবি সভাপতি) পুরো বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। কী কারণে এমনটা হলো জানতে চেয়েছেন। বোর্ড সভার আগেই এটা তদন্ত করতে বলেছেন।’
কেন সাকিব মেজাজ হারালেন সেটির অনুসন্ধানে এর মধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিপিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হবে বলে জানান সিসিডিএম প্রধান। কাজী ইনাম বলেছেন, ‘আমরা একটা কমিটি গঠন করেছি। কমিটিতে আমি, জালাল ইউনুস ভাই, নাঈমুর রহমান দুর্জয়, পরিচালক শেখ সোহেল ভাই ও আমাদের প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন। আমরা দুদিনের মধ্যে সকল ক্লাবের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে বসব।’
লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ধীরেসুস্থে করে বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম টিকতে পারেননি বেশিক্ষণ। লিটন দাসও তাড়াহুড়ো করেননি। থিতু হওয়ার জন্য দ্রুতই গিয়ার বদলান তিনি। তাঁর টানা দ্বিতীয় ফিফটিতে দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ।
১৮ মিনিট আগে১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতেই এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দেন দুর্দান্ত শুরু। ধারাটা ধরে রাখেন শেষ ওভার পর্যন্ত। যদিও হংকংকে অল আউট করতে পারেনি লিটন দাসের দল। রানের লাগাম টেন
২ ঘণ্টা আগে১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতে এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
৩ ঘণ্টা আগে‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে