Ajker Patrika

ক্রিকেটারদের এমন আচরণে চিন্তিত পাপন

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটারদের এমন আচরণে চিন্তিত পাপন

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে শাস্তি পেতে হয়েছে। ঘরোয়ো ক্রিকেটে ক্রিকেটারদের এমন আচরণ চিন্তায় ফেলেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন তিনি। ১৫জুন বোর্ড সভার আগেই কেন এমন হচ্ছে সেটি তাঁকে জানাতে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি।

কাল ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে এলবিডব্লুর আবেদন সাড়া না দেওয়ায় মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারে আবারও মেজাজ হারিয়ে স্টাম্প তুলে আছাড় মারেন এই অলরাউন্ডার। এই অপরাধে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবশ্য ঘরোয় ক্রিকেটে ক্রিকেটারদের আচরণবিধি ভাঙার ঘটনা এর আগেও দেখা গেছে।

বারবার কেন এমন হচ্ছে সেটাই জানতে চেয়েছেন বিসিবি সভাপতি। আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমি এবং জালাল ইউনুস (বিসিবি পরিচালক) ভাই বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলেছি। উনি (বিসিবি সভাপতি) পুরো বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। কী কারণে এমনটা হলো জানতে চেয়েছেন। বোর্ড সভার আগেই এটা তদন্ত করতে বলেছেন।’

কেন সাকিব মেজাজ হারালেন সেটির অনুসন্ধানে এর মধ্যেই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিপিএলে অংশ নেওয়া ক্লাবগুলোর কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হবে বলে জানান সিসিডিএম প্রধান। কাজী ইনাম বলেছেন, ‘আমরা একটা কমিটি গঠন করেছি। কমিটিতে আমি, জালাল ইউনুস ভাই, নাঈমুর রহমান দুর্জয়, পরিচালক শেখ সোহেল ভাই ও আমাদের প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন। আমরা দুদিনের মধ্যে সকল ক্লাবের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে বসব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত