Ajker Patrika

ফর্মে ফিরতে কোহলিকে সাহস জোগালেন বাবর

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১১: ৫০
ফর্মে ফিরতে কোহলিকে সাহস জোগালেন বাবর

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবর আজম। আর বিরাট কোহলির ক্ষেত্রে ঠিক এর বিপরীত ছবি। নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে জায়গা হয়নি। এই খারাপ সময় কাটিয়ে উঠে ফর্মে ফিরতে এবার কোহলিকে মনোবল জোগালেন বাবর আজম।

এমনিতেই রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা স্থিতিশীল নয়। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে। তবে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের যে কমতি নেই, সেটিই বোঝা গেল কোহলিকে উদ্দেশ্য করে বাবরের টুইটে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। শক্ত থেকো।’ 

লম্বা সময় ধরে রানের খরায় ভুগছেন কোহলি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একটিতে করেছেন ১১, অন্যটিতে ১। এমন পারফরম্যান্সের পর অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটিকে দল থেকে বাদ বলে ধরে নেওয়া যেত। তবে খেলোয়াড়টির নাম কোহলি বলেই যত বিতণ্ডা।

এদিকে খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়িয়ে তাঁকে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজার তাগিদ দিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘তার সংখ্যার দিকে তাকান, সে যা অর্জন করেছে, তা সামর্থ্য ও যোগ্যতা ছাড়া সম্ভব হতো না। তার কঠিন সময় যাচ্ছে, সেটা সে জানে। সে একজন অসাধারণ খেলোয়াড়। নিজের মান অনুযায়ী সে যে ভালো করছে না, এটা তার জানা আছে। তাকে সফল হওয়ার পথ খুঁজে নিতে হবে, যেভাবে সে ১২-১৩ বছর ছিল। একমাত্র বিরাটই (কোহলি) সেটা করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত