নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ বোর্ড সভা বসছে আগামীকাল বুধবার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তাঁর পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ সভায়।
বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
বিসিবি সূত্র থেকে জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এতে বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালকেরা অংশ নেবেন বলে জানানো হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেবেন। বোর্ড সভাপতির অনুমতি নিয়েই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সভা ডেকেছেন।
তবে আরেক সুত্র জানায়, বোর্ড সভা যুব ও ক্রীড়া পরিষদে হতে পারে। যার কারণে সভা কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
সরকার পতন আন্দোলনের পর থেকে বিসিবির প্রভাবশালী পরিচালকদের অনেকে বিসিবিতে আসছেন না। সূত্র থেকে জানা গেছে, অনেকে বিদেশে অবস্থান করছেন। যার কারণে আগামীকালের সভায় তাঁরা কীভাবে যুক্ত হবেন সেটি নিয়ে থাকছে ধোঁয়াশা।
পাপনের বিদেশে থাকার কথা জানা গেলেও এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, নিশ্চিত করা যায়নি। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে আছেন। এক সূত্র জানিয়েছেন, পাপন লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি।
এদিকে, বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্য কিংবা অন্তত ১৬ থেকে ১৭ জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনোই সুযোগ নেই। অন্তত ৯ জন পরিচালক থাকলে বোর্ড মিটিংয়ের জন্য কোরাম করা যাবে। এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত ৯ জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে।
এর আগে যুব ও ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির কাউন্সিলর ও পরিচালক জালাল ইউনুসকে পরিচালক পদ থেকে সরে যেতে বলায় তিনি পদত্যাগ করেন। তবে এ পরিষদের কোটায় আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগের কথা বলা হলেও তিনি এখনও পদত্যাগ করেননি। তবে তিনি আগামীকালের বোর্ড সভায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ বোর্ড সভা বসছে আগামীকাল বুধবার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তাঁর পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ সভায়।
বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
বিসিবি সূত্র থেকে জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এতে বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালকেরা অংশ নেবেন বলে জানানো হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেবেন। বোর্ড সভাপতির অনুমতি নিয়েই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সভা ডেকেছেন।
তবে আরেক সুত্র জানায়, বোর্ড সভা যুব ও ক্রীড়া পরিষদে হতে পারে। যার কারণে সভা কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
সরকার পতন আন্দোলনের পর থেকে বিসিবির প্রভাবশালী পরিচালকদের অনেকে বিসিবিতে আসছেন না। সূত্র থেকে জানা গেছে, অনেকে বিদেশে অবস্থান করছেন। যার কারণে আগামীকালের সভায় তাঁরা কীভাবে যুক্ত হবেন সেটি নিয়ে থাকছে ধোঁয়াশা।
পাপনের বিদেশে থাকার কথা জানা গেলেও এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, নিশ্চিত করা যায়নি। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে আছেন। এক সূত্র জানিয়েছেন, পাপন লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি।
এদিকে, বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্য কিংবা অন্তত ১৬ থেকে ১৭ জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনোই সুযোগ নেই। অন্তত ৯ জন পরিচালক থাকলে বোর্ড মিটিংয়ের জন্য কোরাম করা যাবে। এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত ৯ জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে।
এর আগে যুব ও ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির কাউন্সিলর ও পরিচালক জালাল ইউনুসকে পরিচালক পদ থেকে সরে যেতে বলায় তিনি পদত্যাগ করেন। তবে এ পরিষদের কোটায় আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগের কথা বলা হলেও তিনি এখনও পদত্যাগ করেননি। তবে তিনি আগামীকালের বোর্ড সভায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে