নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ বোর্ড সভা বসছে আগামীকাল বুধবার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তাঁর পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ সভায়।
বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
বিসিবি সূত্র থেকে জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এতে বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালকেরা অংশ নেবেন বলে জানানো হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেবেন। বোর্ড সভাপতির অনুমতি নিয়েই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সভা ডেকেছেন।
তবে আরেক সুত্র জানায়, বোর্ড সভা যুব ও ক্রীড়া পরিষদে হতে পারে। যার কারণে সভা কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
সরকার পতন আন্দোলনের পর থেকে বিসিবির প্রভাবশালী পরিচালকদের অনেকে বিসিবিতে আসছেন না। সূত্র থেকে জানা গেছে, অনেকে বিদেশে অবস্থান করছেন। যার কারণে আগামীকালের সভায় তাঁরা কীভাবে যুক্ত হবেন সেটি নিয়ে থাকছে ধোঁয়াশা।
পাপনের বিদেশে থাকার কথা জানা গেলেও এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, নিশ্চিত করা যায়নি। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে আছেন। এক সূত্র জানিয়েছেন, পাপন লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি।
এদিকে, বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্য কিংবা অন্তত ১৬ থেকে ১৭ জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনোই সুযোগ নেই। অন্তত ৯ জন পরিচালক থাকলে বোর্ড মিটিংয়ের জন্য কোরাম করা যাবে। এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত ৯ জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে।
এর আগে যুব ও ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির কাউন্সিলর ও পরিচালক জালাল ইউনুসকে পরিচালক পদ থেকে সরে যেতে বলায় তিনি পদত্যাগ করেন। তবে এ পরিষদের কোটায় আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগের কথা বলা হলেও তিনি এখনও পদত্যাগ করেননি। তবে তিনি আগামীকালের বোর্ড সভায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ বোর্ড সভা বসছে আগামীকাল বুধবার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও তাঁর পরিচালনা পর্ষদের অনেকের পদত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ সভায়।
বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
বিসিবি সূত্র থেকে জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এতে বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালকেরা অংশ নেবেন বলে জানানো হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেবেন। বোর্ড সভাপতির অনুমতি নিয়েই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সভা ডেকেছেন।
তবে আরেক সুত্র জানায়, বোর্ড সভা যুব ও ক্রীড়া পরিষদে হতে পারে। যার কারণে সভা কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
সরকার পতন আন্দোলনের পর থেকে বিসিবির প্রভাবশালী পরিচালকদের অনেকে বিসিবিতে আসছেন না। সূত্র থেকে জানা গেছে, অনেকে বিদেশে অবস্থান করছেন। যার কারণে আগামীকালের সভায় তাঁরা কীভাবে যুক্ত হবেন সেটি নিয়ে থাকছে ধোঁয়াশা।
পাপনের বিদেশে থাকার কথা জানা গেলেও এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, নিশ্চিত করা যায়নি। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে আছেন। এক সূত্র জানিয়েছেন, পাপন লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি বোর্ড সভায় যুক্ত হবেন তিনি।
এদিকে, বর্তমান পরিচালনা পর্ষদের সকল সদস্য কিংবা অন্তত ১৬ থেকে ১৭ জন পরিচালক পদত্যাগ না করলে পুরো বোর্ড ভাঙার কোনোই সুযোগ নেই। অন্তত ৯ জন পরিচালক থাকলে বোর্ড মিটিংয়ের জন্য কোরাম করা যাবে। এর কম পরিচালক থাকলে আর কোরাম করা যাবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত ৯ জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে।
এর আগে যুব ও ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির কাউন্সিলর ও পরিচালক জালাল ইউনুসকে পরিচালক পদ থেকে সরে যেতে বলায় তিনি পদত্যাগ করেন। তবে এ পরিষদের কোটায় আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগের কথা বলা হলেও তিনি এখনও পদত্যাগ করেননি। তবে তিনি আগামীকালের বোর্ড সভায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৬ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে