Ajker Patrika

জয়টাও পেল না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২৩: ৩৪
জয়টাও পেল না পাকিস্তান

শিরোপা ধরে রাখার মিশনে বিশ্বকাপ খেলতে নেমেছিল ইংল্যান্ড। সেটা তো পারেনি উল্টো নিজেদের ইতিহাসে বাজে পারফরম্যান্স করেছে তারা। আজ আবার শেষ ম্যাচে পাকিস্তানেরও বিদায় নিশ্চিত করেছে তারা। 

পাকিস্তানকে ৯৩ রানে হারিয়ে দেওয়ার আগেই অবশ্য বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের সম্ভাবনা শেষ করে দিয়েছে ইংলিশরা। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে। পরে ৩৩৮ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষের জয়ের আশাও শেষ করে দিয়েছে জস বাটলারের দল। 

সেমিতে খেলতে হলে ৩৩৮ রানের লক্ষ্যটা ৪০ বলে করতে হতো পাকিস্তানকে। প্রতি বলে ছক্কা মারলেও সেটা সম্ভব নয়। এমন সমীকরণে হৃদয়ে ভেঙে যাওয়া পাকিস্তান পরে ম্যাচেও জয় পায়নি। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। 

আবদুল্লাহ শফিককে ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডেভিড উইলি। নিজের দ্বিতীয় ওভার করতে এসে ফেরান আরেক ওপেনার ফখর জামানকেও। বিশ্বকাপ শেষেই অবসর নেওয়ার ঘোষণা দেওয়া বাঁহাতি পেসার পরে ওয়ানডেতে ১০০ উইকেট নিয়েছেন আগা সালমানকে আউট করে। 

 ১০ রানে ২ উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি এই জুটি। ৩৮ রানে বাবর আউট হলে তাঁদের ৫১ রানের জুটি ভেঙে যায়। 

অধিনায়ক আউট হওয়ার পর সৌদ শাকিলকে নিয়ে চতুর্থ উইকেটে ৩৯ রানের আরেকটি ছোট জুটি গড়েন রিজওয়ান। তবে এবার ৩৬ রানে নিজে আউট হয়ে সতীর্থকে একা রেখে যান উইকেটরক্ষক ব্যাটার। কিছুক্ষণ পর অবশ্য ২৯ রানে শাকিলও ফিরে যান। 

শেষ পর্যন্ত পাকিস্তান দুইশ পেরোনো যে স্কোর পায় সেটি আগা সালমানের সৌজন্যে। ছয়ে নেমে সতীর্থদের আসা-যাওয়া দেখা সালমান ৫১ রানের ইনিংস খেলেন। ৮ম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ৬ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। 

২৪৪ রানে অলআউট হওয়ার আগে অবশ্য পাকিস্তানের হারের ব্যবধান আরেকটু কমান তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ। বিশেষ করে শেষ উইকেটে ওয়াসিম ও হারিস ৫৩ রানের জুটি গড়ে। ১৬ রানে ওয়াসিম অপরাজিত থাকলেও অন্য দুজন দুটি পঁচিশোর্ধ্ব ইনিংস খেলেছেন। শাহিনের ২৫ রানের বিপরীতে ৩৫ রানে আউট হন হারিস। পাকিস্তান ২৪৪ রানে আউট হওয়ায় ৯৩ রানের জয় পায় ইংল্যান্ড। ক্যারিয়ারে শেষ ওয়ানডেতে ৫৬ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার উইলি। 

এর আগে ইডেন গার্ডেনসে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ৩৩৭ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। পাকিস্তানকে বড় লক্ষ্য দিলেও ইংল্যান্ডের কোনো ব্যাটারই সেঞ্চুরি করতে পারেননি। ফিফটি করেছেন তিন ব্যাটার—জনি বেয়ারস্টো, জো রুট ও বেন স্টোকস। সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন ৮৪ রান করা স্টোকস। আর বেয়ারস্টোর ৫৯ রানের বিপরীতে ৬০ রানে আউট হয়েছেন রুট। ৬৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার পেসার হারিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত