সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে তাঁদের পুত্র সন্তান এসেছে গত ১৬ মার্চ। তখন ভক্তদের শুধু ছেলের নামটাই জানিয়েছিলেন সাকিব। সাকিব–শিশির আজ ছেলেকে ‘পরিচয়’ করে দিলেন ভক্তদের সঙ্গেও। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট আইজাহর মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পোলো শার্ট।
ফেসবুকে পেজে ছেলের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার লিখেছেন, ‘আমার ছেলে আইজাহ, আপনারা ওর জন্য দোয়া করবেন।’ তার আগে শিশিরও ছেলের ছবি ফেসবুকে লিখেছেন, ‘সবার সঙ্গে আইজাহকে পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন।’
সাকিব–শিশিরের এক সঙ্গে পথ চলার শুরু ২০১২ সালের ১২ ডিসেম্বর। ২০১৫ সালের ৮ নভেম্বর তাঁদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল আসে দ্বিতীয় সন্তান ইরাম হাসান। এই বছরের ১৬ মার্চ দুই কন্যা সন্তানের পর পুত্র সন্তানের বাবা-মা হন সাকিব শিশির দম্পতি।
তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে আছেন শিশির। সাকিব এই মুহূর্তে ব্যস্ত বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে।
সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে তাঁদের পুত্র সন্তান এসেছে গত ১৬ মার্চ। তখন ভক্তদের শুধু ছেলের নামটাই জানিয়েছিলেন সাকিব। সাকিব–শিশির আজ ছেলেকে ‘পরিচয়’ করে দিলেন ভক্তদের সঙ্গেও। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট আইজাহর মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পোলো শার্ট।
ফেসবুকে পেজে ছেলের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার লিখেছেন, ‘আমার ছেলে আইজাহ, আপনারা ওর জন্য দোয়া করবেন।’ তার আগে শিশিরও ছেলের ছবি ফেসবুকে লিখেছেন, ‘সবার সঙ্গে আইজাহকে পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন।’
সাকিব–শিশিরের এক সঙ্গে পথ চলার শুরু ২০১২ সালের ১২ ডিসেম্বর। ২০১৫ সালের ৮ নভেম্বর তাঁদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল আসে দ্বিতীয় সন্তান ইরাম হাসান। এই বছরের ১৬ মার্চ দুই কন্যা সন্তানের পর পুত্র সন্তানের বাবা-মা হন সাকিব শিশির দম্পতি।
তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে আছেন শিশির। সাকিব এই মুহূর্তে ব্যস্ত বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
১০ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৩ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে