Ajker Patrika

ছেলেকে দেখালেন সাকিব–শিশির

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৮: ০৬
ছেলেকে দেখালেন সাকিব–শিশির

সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে তাঁদের পুত্র সন্তান এসেছে গত ১৬ মার্চ। তখন ভক্তদের শুধু ছেলের নামটাই জানিয়েছিলেন সাকিব। সাকিব–শিশির আজ ছেলেকে ‘পরিচয়’ করে দিলেন ভক্তদের সঙ্গেও। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট আইজাহর মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পোলো শার্ট।

ফেসবুকে পেজে ছেলের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার লিখেছেন, ‘আমার ছেলে আইজাহ, আপনারা ওর জন্য দোয়া করবেন।’ তার আগে শিশিরও ছেলের ছবি ফেসবুকে লিখেছেন, ‘সবার সঙ্গে আইজাহকে পরিচয় করিয়ে দিচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন।’

সাকিব–শিশিরের এক সঙ্গে পথ চলার শুরু ২০১২ সালের ১২ ডিসেম্বর। ২০১৫ সালের ৮ নভেম্বর তাঁদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল আসে দ্বিতীয় সন্তান ইরাম হাসান। এই বছরের ১৬ মার্চ দুই কন্যা সন্তানের পর পুত্র সন্তানের বাবা-মা হন সাকিব শিশির দম্পতি।

তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে আছেন শিশির। সাকিব এই মুহূর্তে ব্যস্ত বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত