Ajker Patrika

কাছাকাছি গিয়েও জিততে না পারার আক্ষেপ নিগারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ২১: ৪০
কাছাকাছি গিয়েও জিততে না পারার আক্ষেপ নিগারের

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। তবে কাছাকাছি গিয়ে একাধিক ম্যাচ না হারলে বিশ্বকাপটা আরও রঙিন হতে পারত বাংলাদেশের জন্য। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে সেই সম্ভাবনাকে আর বাস্তবতায় রূপ দিতে পারেননি তাঁরা। ৫ উইকেটে হেরে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

ম্যাচ শেষে তাই হতাশার কথাই জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার। বলেছেন, অভিজ্ঞতার জন্যই জয়গুলো হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সংবাদ সম্মেলনে নিজেদের পারফরম্যান্স নিয়ে তৃপ্ত কি না, জানতে চাইলে নিগার বলেন, ‘অবশ্যই তৃপ্ত না। কারণ আমরা আমাদের পারফরম্যান্স বিবেচনা করে ভেবেছিলাম, এখান থেকে তিন-চারটা ম্যাচ জিতে যাব। সেটা কিন্তু সম্ভবও হয়েছিল। আমরা অনেক কাছাকাছি গিয়ে ম্যাচগুলো হেরেছি।’ 

‘আমি বলব, অভিজ্ঞতার অভাবের কারণে এটা হয়েছে। তৃপ্ত হতে পারিনি কারণ এটা তৃপ্ত হওয়ার মতো পরিস্থিতি আসলে না। দল হিসেবে আমরা হয়তো আরও ভালো ব্যাটিং করতে পারতাম।’ যোগ করেন নিগার। 

তবে এখান থেকে আরও অনেক দূর যেতে চান জানিয়ে নিগার বলেন, ‘তবে এখনো আমার মনে হয়, আমাদের এখনো অনেক লম্বা সময় আছে, অনেক পথ পাড়ি দেওয়ার আছে। অনেক দূর যেতে হবে। এখানে যা ইতিবাচক তা হলো, বোলাররা ভালো করেছে বা ব্যক্তিগত ভালো পারফরম্যান্স আছে। এটা ধরে রাখতে পারলে ভবিষ্যতে দল ভালো জায়গায় যেতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত