Ajker Patrika

ম্যাক্সওয়েলের বিয়েতে নাচলেন কোহলিরা

ম্যাক্সওয়েলের বিয়েতে নাচলেন কোহলিরা

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই ভারতীয় নারী ভিনি রমনকে বিয়ে করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিয়ের এক মাস পেরিয়ে যাওয়ার পর গতকাল বুধবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী অলরাউন্ডার। তাঁর বিয়ের পার্টিতে হাজির হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রায় সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ। 

অনুষ্ঠানে বিরাট কোহলিদের নাচতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে পার্টিতে কোহলিদের নাচের সেসব ছবি পোস্ট করেছে বেঙ্গালুরু। ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে সপরিবারে যোগ দিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি ও টপ অর্ডার ব্যাটার কোহলিসহ অন্যরা। 

ম্যাক্সওয়েলের বিয়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ ও সতীর্থরা। ছবি: সংগৃহীত২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড মঞ্চে ভিনির সঙ্গে পরিচয় হয় ম্যাক্সওয়েলের। খুব দ্রুতই তাঁরা একে অপরের কাছাকাছি চলে আসেন। পরের বছরই বাগদান সারেন ম্যাক্সি। ওই সময় বিয়ে করার কথা থাকলেও করোনা মহামারির কারণে পরিকল্পনা পিছিয়ে যায়। এ বছরের শুরুতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। 

ভিনির জন্ম ভারতের তামিল পরিবারে। যদিও তিনি থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ভিনি পেশায় একজন ফার্মাসিস্ট। অল্প সময়ের ব্যবধানে ম্যাক্সওয়েলের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায় তাঁর। বাগদান সেরে ভক্তদের সুখবরটা দিয়েছেন ম্যাক্সি। ওই সময়ে অভিনন্দনের জোয়ারে ভাসেন তাঁরা। অপেক্ষা ছিল তাদের বিবাহ পরবর্তী পার্টি এবং মধুচন্দ্রিমা নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত