লরা ভলভার্টের অধিনায়ক হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের তিন সংস্করণের স্থায়ী অধিনায়ক হয়েছেন ভলভার্ট। তাঁকে অধিনায়ক করেই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
অভিজ্ঞ মারিজান কাপকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে সিরিজে ফিরছেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই আয়াবোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন ও নাদিনে দি ক্লার্ক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আয়ান্দা লুবি ও এলিজ–মারি মার্কস। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকের আহবায়ক ক্লিনটন ডু প্রিজ বলেন, ‘লরা ভলভার্টকে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের ঘোষণা দিয়ে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল গড়া আমাদের ধারাবাহিক পরিকল্পনার অংশ। চোট ও নারী বিগ ব্যাশ লিগ (ডব্লুবিবিএল) থাকার কারণে কয়েকজন সিনিয়র খেলোয়াড় নেই আমাদের দলে। আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।’
সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলেছেন ভলভার্ট। যার মধ্যে ওয়ানডে খেলেছেন ৮৬টি ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ৮৬ ওয়ানডেতে ৪৫.৬১ গড় ও ৬৮.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২১। ৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটি করেছেন। অন্যদিকে ৫৯ টি-টোয়েন্টিতে ৩২.৮২ গড় ও ১১১.৩৬ স্ট্রাইক রেটে করেন ১৩১৩ রান। ৯ ফিফটি করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এর আগে ৮ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি-সাদা বলের ক্রিকেটে ১৪ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন ভলভার্ট।
৩ ডিসেম্বর বেনোনিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ ডিসেম্বর। দুটোই হবে কিম্বার্লিতে। এরপর ১৬,২০ ও ২৩ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ইস্ট লন্ডন, পচেফষ্ট্রুম ও বেনোনিতে হবে ওয়ানডে তিনটি।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল: লরা ভলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, অ্যানারি ডার্কসেন, মিকি দি রিডার, লারা গুডাল, আয়ান্দা লুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ–মারি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শানগাসে, দেলমি টাকার।
লরা ভলভার্টের অধিনায়ক হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের তিন সংস্করণের স্থায়ী অধিনায়ক হয়েছেন ভলভার্ট। তাঁকে অধিনায়ক করেই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
অভিজ্ঞ মারিজান কাপকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে সিরিজে ফিরছেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই আয়াবোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন ও নাদিনে দি ক্লার্ক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আয়ান্দা লুবি ও এলিজ–মারি মার্কস। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকের আহবায়ক ক্লিনটন ডু প্রিজ বলেন, ‘লরা ভলভার্টকে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের ঘোষণা দিয়ে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল গড়া আমাদের ধারাবাহিক পরিকল্পনার অংশ। চোট ও নারী বিগ ব্যাশ লিগ (ডব্লুবিবিএল) থাকার কারণে কয়েকজন সিনিয়র খেলোয়াড় নেই আমাদের দলে। আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।’
সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলেছেন ভলভার্ট। যার মধ্যে ওয়ানডে খেলেছেন ৮৬টি ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ৮৬ ওয়ানডেতে ৪৫.৬১ গড় ও ৬৮.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২১। ৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটি করেছেন। অন্যদিকে ৫৯ টি-টোয়েন্টিতে ৩২.৮২ গড় ও ১১১.৩৬ স্ট্রাইক রেটে করেন ১৩১৩ রান। ৯ ফিফটি করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এর আগে ৮ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি-সাদা বলের ক্রিকেটে ১৪ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন ভলভার্ট।
৩ ডিসেম্বর বেনোনিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ ডিসেম্বর। দুটোই হবে কিম্বার্লিতে। এরপর ১৬,২০ ও ২৩ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ইস্ট লন্ডন, পচেফষ্ট্রুম ও বেনোনিতে হবে ওয়ানডে তিনটি।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল: লরা ভলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, অ্যানারি ডার্কসেন, মিকি দি রিডার, লারা গুডাল, আয়ান্দা লুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ–মারি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শানগাসে, দেলমি টাকার।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে