Ajker Patrika

মাহমুদউল্লাহর ব্যাপারে কিছুই বলতে পারলেন না নান্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহমুদউল্লাহর ব্যাপারে কিছুই বলতে পারলেন না নান্নু

ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সামনে এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের। লম্বা একটা ফাঁকা সময়। সময়টা ভালোভাবে কাজে লাগাতে চায় বিসিবি। এর মধ্যেই হবে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ২৯ জুলাই শুরু হচ্ছে এই ক্যাম্প। 

ক্যাম্পের জন্য কদিনের মধ্যে ২৭-২৮ জনের স্কোয়াড প্রস্তুত করে জানাবে বিসিবি। কিন্তু দেড় মাসের ছুটিতে থাকা অধিনায়ক তামিম ইকবাল ক্যাম্পে থাকবেন কি না এবং বাদ পড়া অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে এবারও ফেরানো হবে কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে। 

নান্নু অবশ্য জানিয়েছেন, তামিমের ব্যাপারটি মেডিকেল বিভাগের রিপোর্টের ওপর নির্ভর করছে। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক বলেছেন, ‘মেডিকেল বিভাগ আমাদের আপডেটটা দেবে (কোমর ও পিটে ব্যথা)। এটা এই মুহূর্তে বলা আমাদের জন্য খুবই কঠিন। মেডিকেল বিভাগ আমাদের আপডেট দিলে তখন বলতে পারব।’ 

মার্চে ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। যদিও বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। তাঁকে বিশ্রামে দিয়ে অন্য অপশনগুলো পরীক্ষা করছেন তাঁরা। এবার মাহমুদউল্লাহর বিশ্রাম শেষ হচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তর নান্নু অস্পষ্টই রেখে দিলেন। তিনি বলেছেন, ‘এটা এভাবে এখন আমি বলতে পারব না। আমরা ফাইনাল স্কোয়াডটা করে নিই। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব। করার পরে তারপর আমরা আপডেট দিতে পারব।’ 

সিলেট থেকে ফিরেই মিরপুরে নির্বাচকদের সঙ্গে মিটিং করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে সামনের বিশ্বকাপ, এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনেক বিষয় আলোচনা হয়েছে। নান্নু বলেছেন, ‘ক্যাম্পের একটা রুটিন আলোচনা হয়েছে। সব ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিরিজ একটা শেষ করলাম আফগানিস্তানের সঙ্গে। সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে। নিউজিল্যান্ড সিরিজ আছে মাঝখানে। সবকিছু মিলিয়ে ২৯ তারিখ থেকে যে কন্ডিশনিং ক্যাম্প হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ঢাকায় হবে (কন্ডিশনিং ক্যাম্প)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত