নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সামনে এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের। লম্বা একটা ফাঁকা সময়। সময়টা ভালোভাবে কাজে লাগাতে চায় বিসিবি। এর মধ্যেই হবে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ২৯ জুলাই শুরু হচ্ছে এই ক্যাম্প।
ক্যাম্পের জন্য কদিনের মধ্যে ২৭-২৮ জনের স্কোয়াড প্রস্তুত করে জানাবে বিসিবি। কিন্তু দেড় মাসের ছুটিতে থাকা অধিনায়ক তামিম ইকবাল ক্যাম্পে থাকবেন কি না এবং বাদ পড়া অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে এবারও ফেরানো হবে কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
নান্নু অবশ্য জানিয়েছেন, তামিমের ব্যাপারটি মেডিকেল বিভাগের রিপোর্টের ওপর নির্ভর করছে। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক বলেছেন, ‘মেডিকেল বিভাগ আমাদের আপডেটটা দেবে (কোমর ও পিটে ব্যথা)। এটা এই মুহূর্তে বলা আমাদের জন্য খুবই কঠিন। মেডিকেল বিভাগ আমাদের আপডেট দিলে তখন বলতে পারব।’
মার্চে ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। যদিও বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। তাঁকে বিশ্রামে দিয়ে অন্য অপশনগুলো পরীক্ষা করছেন তাঁরা। এবার মাহমুদউল্লাহর বিশ্রাম শেষ হচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তর নান্নু অস্পষ্টই রেখে দিলেন। তিনি বলেছেন, ‘এটা এভাবে এখন আমি বলতে পারব না। আমরা ফাইনাল স্কোয়াডটা করে নিই। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব। করার পরে তারপর আমরা আপডেট দিতে পারব।’
সিলেট থেকে ফিরেই মিরপুরে নির্বাচকদের সঙ্গে মিটিং করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে সামনের বিশ্বকাপ, এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনেক বিষয় আলোচনা হয়েছে। নান্নু বলেছেন, ‘ক্যাম্পের একটা রুটিন আলোচনা হয়েছে। সব ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিরিজ একটা শেষ করলাম আফগানিস্তানের সঙ্গে। সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে। নিউজিল্যান্ড সিরিজ আছে মাঝখানে। সবকিছু মিলিয়ে ২৯ তারিখ থেকে যে কন্ডিশনিং ক্যাম্প হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ঢাকায় হবে (কন্ডিশনিং ক্যাম্প)।’
ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সামনে এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের। লম্বা একটা ফাঁকা সময়। সময়টা ভালোভাবে কাজে লাগাতে চায় বিসিবি। এর মধ্যেই হবে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ২৯ জুলাই শুরু হচ্ছে এই ক্যাম্প।
ক্যাম্পের জন্য কদিনের মধ্যে ২৭-২৮ জনের স্কোয়াড প্রস্তুত করে জানাবে বিসিবি। কিন্তু দেড় মাসের ছুটিতে থাকা অধিনায়ক তামিম ইকবাল ক্যাম্পে থাকবেন কি না এবং বাদ পড়া অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে এবারও ফেরানো হবে কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
নান্নু অবশ্য জানিয়েছেন, তামিমের ব্যাপারটি মেডিকেল বিভাগের রিপোর্টের ওপর নির্ভর করছে। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক বলেছেন, ‘মেডিকেল বিভাগ আমাদের আপডেটটা দেবে (কোমর ও পিটে ব্যথা)। এটা এই মুহূর্তে বলা আমাদের জন্য খুবই কঠিন। মেডিকেল বিভাগ আমাদের আপডেট দিলে তখন বলতে পারব।’
মার্চে ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। যদিও বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়নি। তাঁকে বিশ্রামে দিয়ে অন্য অপশনগুলো পরীক্ষা করছেন তাঁরা। এবার মাহমুদউল্লাহর বিশ্রাম শেষ হচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তর নান্নু অস্পষ্টই রেখে দিলেন। তিনি বলেছেন, ‘এটা এভাবে এখন আমি বলতে পারব না। আমরা ফাইনাল স্কোয়াডটা করে নিই। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব। করার পরে তারপর আমরা আপডেট দিতে পারব।’
সিলেট থেকে ফিরেই মিরপুরে নির্বাচকদের সঙ্গে মিটিং করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে সামনের বিশ্বকাপ, এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনেক বিষয় আলোচনা হয়েছে। নান্নু বলেছেন, ‘ক্যাম্পের একটা রুটিন আলোচনা হয়েছে। সব ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিরিজ একটা শেষ করলাম আফগানিস্তানের সঙ্গে। সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে। নিউজিল্যান্ড সিরিজ আছে মাঝখানে। সবকিছু মিলিয়ে ২৯ তারিখ থেকে যে কন্ডিশনিং ক্যাম্প হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ঢাকায় হবে (কন্ডিশনিং ক্যাম্প)।’
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৮ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে