নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হার্টে রিং বসাতে হয়েছিল তামিম ইকবালের। গত ২৪ মার্চ বিকেএসপিতে ম্যাচ খেলতে নামার আগে হার্ট অ্যাটাক হয় দেশসেরা ওপেনারের। দেশে চিকিৎসা নেওয়ার পর পুরোপুরি সুস্থ হতে তাঁকে পরবর্তী ধাপ হিসেবে শরীরের পূর্ণ চেকআপ করাতে হয়। এ জন্য গত সপ্তাহে সিঙ্গাপুরে যান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
চিকিৎসা শেষে আজ সকালেই দেশে ফিরে দুপুরেই মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম। নিজের ব্যক্তিগত গাড়িতে বিসিবি কার্যালয়ে আসেন ও বাঁহাতি ওপনার। সে সময় বেশ চনমনে দেখাচ্ছিল তাঁকে।
মিরপুরে মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ—আবাহনী ও মোহামেডানের মধ্যকার ঐতিহ্যবাহী লড়াই। মাঠে এসে উপস্থিত হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মোহামেডান ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করতেই এসেছেন তামিম। অসুস্থ হওয়ার আগে তিনি দলটির অধিনায়ক ছিলেন।
তবে একটি সূত্রে জানা গেছে, আজকে তামিমের মিরপুরে আগমনের মূল উদ্দেশ্য একান্তই চিকিৎসা সংক্রান্ত। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর সঙ্গে দেখা করতেই এসেছেন তিনি। সিঙ্গাপুরে করা মেডিকেল চেকআপের রিপোর্টগুলো দেখাতে এবং ভবিষ্যতের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই তাঁর এই বিসিবিতে যাওয়া।
তামিমের পরিবারের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক বার্তা। দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তামিমের সব রিপোর্ট ভালো এসেছে। সিঙ্গাপুরে চিকিৎসকেরা সন্তুষ্ট। আপনারা ওর জন্য দোয়া করবেন।’
হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হার্টে রিং বসাতে হয়েছিল তামিম ইকবালের। গত ২৪ মার্চ বিকেএসপিতে ম্যাচ খেলতে নামার আগে হার্ট অ্যাটাক হয় দেশসেরা ওপেনারের। দেশে চিকিৎসা নেওয়ার পর পুরোপুরি সুস্থ হতে তাঁকে পরবর্তী ধাপ হিসেবে শরীরের পূর্ণ চেকআপ করাতে হয়। এ জন্য গত সপ্তাহে সিঙ্গাপুরে যান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
চিকিৎসা শেষে আজ সকালেই দেশে ফিরে দুপুরেই মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম। নিজের ব্যক্তিগত গাড়িতে বিসিবি কার্যালয়ে আসেন ও বাঁহাতি ওপনার। সে সময় বেশ চনমনে দেখাচ্ছিল তাঁকে।
মিরপুরে মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ—আবাহনী ও মোহামেডানের মধ্যকার ঐতিহ্যবাহী লড়াই। মাঠে এসে উপস্থিত হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মোহামেডান ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করতেই এসেছেন তামিম। অসুস্থ হওয়ার আগে তিনি দলটির অধিনায়ক ছিলেন।
তবে একটি সূত্রে জানা গেছে, আজকে তামিমের মিরপুরে আগমনের মূল উদ্দেশ্য একান্তই চিকিৎসা সংক্রান্ত। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর সঙ্গে দেখা করতেই এসেছেন তিনি। সিঙ্গাপুরে করা মেডিকেল চেকআপের রিপোর্টগুলো দেখাতে এবং ভবিষ্যতের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই তাঁর এই বিসিবিতে যাওয়া।
তামিমের পরিবারের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক বার্তা। দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তামিমের সব রিপোর্ট ভালো এসেছে। সিঙ্গাপুরে চিকিৎসকেরা সন্তুষ্ট। আপনারা ওর জন্য দোয়া করবেন।’
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৭ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৯ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৯ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে