Ajker Patrika

সিঙ্গাপুর থেকে ফিরেই মাঠে এলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিঙ্গাপুর থেকে ফিরেই মিরপুরে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর থেকে ফিরেই মিরপুরে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হার্টে রিং বসাতে হয়েছিল তামিম ইকবালের। গত ২৪ মার্চ বিকেএসপিতে ম্যাচ খেলতে নামার আগে হার্ট অ্যাটাক হয় দেশসেরা ওপেনারের। দেশে চিকিৎসা নেওয়ার পর পুরোপুরি সুস্থ হতে তাঁকে পরবর্তী ধাপ হিসেবে শরীরের পূর্ণ চেকআপ করাতে হয়। এ জন্য গত সপ্তাহে সিঙ্গাপুরে যান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

চিকিৎসা শেষে আজ সকালেই দেশে ফিরে দুপুরেই মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম। নিজের ব্যক্তিগত গাড়িতে বিসিবি কার্যালয়ে আসেন ও বাঁহাতি ওপনার। সে সময় বেশ চনমনে দেখাচ্ছিল তাঁকে।

মিরপুরে মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ—আবাহনী ও মোহামেডানের মধ্যকার ঐতিহ্যবাহী লড়াই। মাঠে এসে উপস্থিত হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মোহামেডান ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা করতেই এসেছেন তামিম। অসুস্থ হওয়ার আগে তিনি দলটির অধিনায়ক ছিলেন।

তবে একটি সূত্রে জানা গেছে, আজকে তামিমের মিরপুরে আগমনের মূল উদ্দেশ্য একান্তই চিকিৎসা সংক্রান্ত। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর সঙ্গে দেখা করতেই এসেছেন তিনি। সিঙ্গাপুরে করা মেডিকেল চেকআপের রিপোর্টগুলো দেখাতে এবং ভবিষ্যতের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই তাঁর এই বিসিবিতে যাওয়া।

তামিমের পরিবারের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক বার্তা। দুপুরে বিসিবিতে সংবাদমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তামিমের সব রিপোর্ট ভালো এসেছে। সিঙ্গাপুরে চিকিৎসকেরা সন্তুষ্ট। আপনারা ওর জন্য দোয়া করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত