Ajker Patrika

প্রথম ম্যাচে খেলবেন সৌম্য, আভাস মাহমুদউল্লাহর

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২: ৪৬
প্রথম ম্যাচে খেলবেন সৌম্য, আভাস মাহমুদউল্লাহর

টি-টোয়েন্টি সংস্করণে টানা তিন সিরিজ জয়ের স্মৃতি নিয়ে আগামীকাল বিশ্বকাপ অভিযানে নামবে বাংলাদেশ দল। এর আগে অবশ্য আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে হেরেছে মুশফিকুর রহিম-লিটন দাসরা। দলের দুই ব্যর্থতায় একটি ইতিবাচক ছিল সৌম্য সরকারের পারফরম্যান্স। 

ঘরের মাঠে রান খরায় ভোগা সৌম্য প্রস্তুতি ম্যাচে বড় ইনিংস না খেলতে পারলেও মূল পর্বে ভালো করার আশা জাগিয়েছে। কাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে লিটনের সঙ্গে সৌম্যকে দেখা না গেলেও একাদশে তিনি থাকবেন-আজ সংবাদ সম্মেলনে সেই আভাসই দিলেন মাহমুদউল্লাহ, ‘সৌম্য দুটি প্রস্তুতি ম্যাচে খুব ভালো ব্যাট করেছে। বোলিংও ভালো করছে। এখন নির্ভর করছে দলের সমন্বয় কেমন হবে তার ওপর। ওপেন করার ক্ষেত্রে সে (সৌম্য) বিবেচনায় আছে। কিংবা তিন নম্বরেও ব্যাট করতে পারে। সম্ভবত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে যে দল খেলেছে, সেটা ধরেই আমরা এগোব।’ 

উইকেটের সহায়তা পেলে বাংলাদেশ দলের অন্যতম ‘স্ট্রোকমেকার’ সৌম্য ও লিটন। পাওয়ার হিটিংয়ের চেয়ে তারা বুদ্ধি খাটিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতেই বেশি কার্যকরী। সংবাদ সম্মেলনেও এই প্রসঙ্গে বলতে গিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলরা পাওয়ার হিটার। কিন্তু উইলিয়ামসনকে কি পাওয়ার হিটার বলা যাবে? সে খুবই স্কিলফুল হিটার ও খুব দক্ষ ব্যাটার। আমরাও স্কিল হিটিংয়ের বিষয়টাকে এগিয়ে রাখতে চাইব। আমি মনে করি, দল হিসেবে আমাদের সেটা করার সামর্থ্য আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত