Ajker Patrika

২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে উড়াল দিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১২: ২২
পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিলেন রিশাদ হোসেন ও লিটন দাস। ছবি: ফেসবুক
পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিলেন রিশাদ হোসেন ও লিটন দাস। ছবি: ফেসবুক

১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে দুই ক্রিকেটার পাকিস্তানে এরই মধ্যে উড়াল দিলেন। রিশাদ হোসেনের রওনা দেওয়ার ২৪ ঘণ্টা না পার হতেই লিটন দাস রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশে।

বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় রিশাদ উড়াল দিয়েছেন পাকিস্তানের উদ্দেশে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের পর আজ সকালে পাকিস্তানের পথ ধরলেন লিটন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর একটি সেলফি বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৪৪ মিনিটে পোস্ট করেন লিটন। তিনি ক্যাপশন দিয়েছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’

লিটন, রিশাদ, নাহিদ রানা—বাংলাদেশের এই তিন ক্রিকেটার এবারের পিএসএলে দল পেয়েছেন। এ বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফট থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। আর পেশোয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ। পাকিস্তানগামী বিমানে উঠে ছবি তুলে রিশাদ বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পোস্ট করেন। ২২ বছর বয়সী এই লেগস্পিনার লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।’

পিএসএল খেলতে বাংলাদেশের তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের এনওসি দেওয়ার কথা ২৭ মার্চ আজকের পত্রিকাকে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। লিটন, রিশাদ পুরো পিএসএলের এনওসি দেওয়া হলেও নাহিদ রানা আংশিক মৌসুম খেলার অনুমতি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন নাহিদ রানা। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত