Ajker Patrika

অলিম্পিকে রুপা জিতে ফিরলেন ক্রিকেটে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪
অলিম্পিকে রুপা জিতে ফিরলেন ক্রিকেটে

অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। জিতেছেন রুপাও। এর পাঁচ বছর পরে এবার ক্রিকেটের ২২ গজে ফিরলেন সুনেট ভিলওয়েন। দক্ষিণ আফ্রিকান এই নারী অ্যাথলেটের গল্পটা এমনই। অনন্য প্রতিভার অধিকারী সুনেট ক্রিকেট খেলেছেন আগেও। পরে অ্যাথলেটিকসে নাম লেখান।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়ে আবারও ২২ গজে ফিরলেন সুনেট। টাইটান্স লেডিসদের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। টাইটান্স দলের পক্ষ থেকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

দেশের জার্সিতে এখন পর্যন্ত ১ টেস্ট ও ১৭ ওয়ানডে খেলেছেন সুনেট। ১ টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন ৮৮ রান। আর ওয়ানডেতে ১৯৮ রান করার পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট। ২০১৬ সালে রিও অলিম্পিকে দেশের হয়ে জ্যাভলিনে রুপা জিতেছিলেন সুনেট। 

অলিম্পিকসহ দেশের হয়ে চারটি কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছেন সুনেট। সেখানে দুটি সোনা, একটি রুপা এবং একটি ব্রোঞ্জ জিতেছেন। ২০১১ ও ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি একটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত