Ajker Patrika

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক কোথায়

ক্রীড়া ডেস্ক    
কামিন্স-হেডের কেউই নেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। ছবি: এএফপি
কামিন্স-হেডের কেউই নেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। ছবি: এএফপি

দরজায় কড়া নাড়ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া সীমিত ওভারের সিরিজ। এমন পরিস্থিতিতে অনেকটা তড়িঘড়ি করেই টি-টোয়েন্টি সিরিজের দল দিল অস্ট্রেলিয়া। এতটাই তাড়াহুড়ো যে অজিরা দল ঘোষণা করল অধিনায়ক ছাড়া।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৩ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনদের মতো তারকাদের কাউকে নেওয়া হয়নি এই সিরিজে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলকে মার্শ নেতৃত্ব দিলেও এবার তিনি থাকছেন না পিতৃত্বাকালীন ছুটির কারণে। একই কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই হেডও। কামিন্সের মতো খেলোয়াড় না থাকায় অধিনায়কের নামটা তাই জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মেরুদণ্ডের চোট থাকায় গ্রিন আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা শেষ হবে ১৮ নভেম্বর। এই সিরিজ শেষ হতে না হতেই ২২ নভেম্বর পার্থে শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দুটি সিরিজ পরপর হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া বেশি প্রাধান্য দিয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফিকে। সেকারণে পাকিস্তান সিরিজে স্টার্ক, কামিন্স, গ্রিনদের মতো খেলোয়াড়কে রাখা হয়নি।

উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, ওপেনার ম্যাথু শর্ট-এই তিন ক্রিকেটারের যেকোনো একজনকে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হতে পারে বলে জানিয়েছে সিএ। এছাড়া তারকা অলরাউন্ডার গ্রেন ম্যাক্সওয়েলের নামও শোনা যাচ্ছে। ইংলিশ, জাম্পা, শর্ট, ম্যাক্সওয়েল-যিনিই নেতৃত্ব পান না কেন, তিনিই হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। এর আগে অস্ট্রেলিয়া দলকে এই সংস্করণে ১৩ ক্রিকেটার নেতৃত্ব দিয়েছেন।

সিএ-এর প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, অধিনায়কের ব্যাপারে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। বেইলি বলেন, ‘আমার মতে অনেক ক্রিকেটারই দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। কয়েক জনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগেই রয়েছে। আমরা এ ব্যাপারে কাজ করব।’

হ্যাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন, নাথান এলিস-এই তিন ক্রিকেটার ফিরছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন অস্ট্রেলিয়ার এই ৩ পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের চেনানোর আরও একটি সুযোগ তাঁরা (বার্টলেট, জনসন, এলিস) পেয়েছেন বলে জানিয়েছেন সিএ-এর প্রধান নির্বাচক বেইলি। প্রধান নির্বাচক তাঁদের সামর্থ্য নিয়ে যথেষ্ট আশাবাদী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে নেতৃত্বশূন্য ছিল পাকিস্তান ক্রিকেট দল। কারণ সাদা বলের ক্রিকেটের অধিনায়ক বাবর আজম এ মাসের শুরুতেই নেতৃত্ব ছেড়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেই।

১৪ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ১৬ ও ১৮ নভেম্বর সিডনি ও হোবার্টে হবে।

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল

শন অ্যাবট, হ্যাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেনসার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত