ক্রীড়া ডেস্ক
এই বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে দুই ম্যাচে নড়বড়ে নব্বইতে আউট হয়েছিলেন সাব্বির হোসেন। গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৯১ রানে আউট হন এবং গাজী টাইগার্সের বিপক্ষে ২ রানের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। সেই আক্ষেপ নিয়েই শেষ করেছিলেন টুর্নামেন্ট। তবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম ম্যাচেই অসাধারণ সেঞ্চুরির উচ্ছ্বাস করলেন রাজশাহীর এই ওপেনার।
সিলেটে সাব্বিরের ১৩৯ বলে ১৫০ রানের ইনিংসের সৌজন্যে আজ তৃতীয় দিন ৬ উইকেটে ২৮৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে রাজশাহী। ২৩২ রানে এগিয়ে থাকা রাজশাহী সব মিলিয়ে খুলনাকে ছুড়ে দেয় ৫১৬ রানের বিশাল লক্ষ্য। তবে প্রথম ইনিংসে হুড়মুড়িয়ে পড়া খুলনা দ্বিতীয় ইনিংসে ভালোই লড়াই জবাব দিতে শুরু করেছে। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১২০ রান তুলেছে তারা। সৌম্য সরকার ৮০ ও অমিত মজুমদার ৩৭ রানে অপরাজিত আছেন। জিততে তাদের আরও প্রয়োজন ৩৯৬ রান।
আরেক ম্যাচে বরিশালের ফলোঅনে পড়ার দিনে সেঞ্চুরি হাতছাড়ার হতাশায় ডুবলেন ইফতেখার হোসেন। অভিষেকে আশরাফুল ইসলাম সিয়ামের ঘূর্ণিতে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ২১৯ রানে গুটিয়ে গেছে বরিশাল। দলের বিপর্যয়ে ওপেনার ইফতেখার খেলেছেন ৯৮ রানের ইনিংস। ৫ উইকেট নিয়েছেন সিয়াম। ১৮৯ রানে এগিয়ে থেকে ঢাকা মেট্রো আবারও বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়ে ফলোঅন করায় (৩২ /০)।
চট্টগ্রামে ৯ উইকেটে ২৭৩ রানে ইনিংস ঘোষণা করেছে রংপুর। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। ১০৩ রানে অলআউট হয়ে গেছে তারা। খুলনায় মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে (১১৮) প্রথম ইনিংসে ২২৪ রান তুলেছে ঢাকা। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৫২ / ০ রানে দিন পার করেছে সিলেট।
এই বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে দুই ম্যাচে নড়বড়ে নব্বইতে আউট হয়েছিলেন সাব্বির হোসেন। গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৯১ রানে আউট হন এবং গাজী টাইগার্সের বিপক্ষে ২ রানের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। সেই আক্ষেপ নিয়েই শেষ করেছিলেন টুর্নামেন্ট। তবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম ম্যাচেই অসাধারণ সেঞ্চুরির উচ্ছ্বাস করলেন রাজশাহীর এই ওপেনার।
সিলেটে সাব্বিরের ১৩৯ বলে ১৫০ রানের ইনিংসের সৌজন্যে আজ তৃতীয় দিন ৬ উইকেটে ২৮৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে রাজশাহী। ২৩২ রানে এগিয়ে থাকা রাজশাহী সব মিলিয়ে খুলনাকে ছুড়ে দেয় ৫১৬ রানের বিশাল লক্ষ্য। তবে প্রথম ইনিংসে হুড়মুড়িয়ে পড়া খুলনা দ্বিতীয় ইনিংসে ভালোই লড়াই জবাব দিতে শুরু করেছে। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১২০ রান তুলেছে তারা। সৌম্য সরকার ৮০ ও অমিত মজুমদার ৩৭ রানে অপরাজিত আছেন। জিততে তাদের আরও প্রয়োজন ৩৯৬ রান।
আরেক ম্যাচে বরিশালের ফলোঅনে পড়ার দিনে সেঞ্চুরি হাতছাড়ার হতাশায় ডুবলেন ইফতেখার হোসেন। অভিষেকে আশরাফুল ইসলাম সিয়ামের ঘূর্ণিতে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ২১৯ রানে গুটিয়ে গেছে বরিশাল। দলের বিপর্যয়ে ওপেনার ইফতেখার খেলেছেন ৯৮ রানের ইনিংস। ৫ উইকেট নিয়েছেন সিয়াম। ১৮৯ রানে এগিয়ে থেকে ঢাকা মেট্রো আবারও বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়ে ফলোঅন করায় (৩২ /০)।
চট্টগ্রামে ৯ উইকেটে ২৭৩ রানে ইনিংস ঘোষণা করেছে রংপুর। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। ১০৩ রানে অলআউট হয়ে গেছে তারা। খুলনায় মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে (১১৮) প্রথম ইনিংসে ২২৪ রান তুলেছে ঢাকা। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৫২ / ০ রানে দিন পার করেছে সিলেট।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৯ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৫ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে