আইপিএল তো বটেই, টুর্নামেন্টের নিলামের প্রতিও অনেকেরই থাকে আগ্রহ। কোন খেলোয়াড়কে কত দামে কেনা হচ্ছে, তাতে যেন পাখির চোখ করে রাখেন অনেকে। শুধু তাই নয়, তাঁদের পারফরম্যান্স নিয়েও হয় নানা রকম আলোচনা। ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে যেমন সামাজিক মাধ্যমে ট্রল হয়, তেমনি দুর্দান্ত খেলা ক্রিকেটারদের নিয়েও হয় প্রশংসা।
২০২৩ আইপিএলেও রয়েছে এমন গল্প। কোটি টাকা দিয়ে কেনার পরও যেমন অনেকে ব্যর্থ হয়েছেন, তেমনি কোনো কোনো ক্রিকেটার দামের চেয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলে তাঁদের দামের প্রতি দারুণ সুবিচার করেছেন।
দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কোটি টাকার পারফরম্যান্স করা বেশ কজন ক্রিকেটার।
ক্যামেরন গ্রিন (মুম্বাই ইন্ডিয়ানস): এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেলেন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএলে প্রথমবার খেলতে এসেই মনে রাখার মতো পারফর্ম করলেন গ্রিন। মুম্বাইয়ের জার্সিতে ১৬ ম্যাচে ৫০.২২ গড় ও ১৬০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৫২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ১১ নম্বরে। করেছেন ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। আইপিএলে ‘বাঁচা-মরার ম্যাচে’ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৯.৫০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
নিকোলাস পুরান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস): গত বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন নিকোলাস পুরান। হায়দরাবাদ থেকে এবার ১৬ কোটি রুপিতে পুরানকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২৯.৮৩ গড়ে ৩৫৮ রানের পরিসংখ্যান দেখে তাঁর পুরোটা বোঝা যাবে না। ঝোড়ো ব্যাটিং করে দলের জয়ে অবদান কীভাবে রাখতে হয়, তা-ই যেন দেখালেন তিনি। ১৭২.৯৫ স্ট্রাইক ব্যাটিং করেছেন। ২৬টি করে চার ও ছক্কা মেরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে ১৫ বলে ফিফটি করেছেন। আইপিএল ইতিহাসে তা যৌথভাবে তৃতীয় দ্রুততম।
হেনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ): এবারের আইপিএলে ৫ কোটি ২৫ লাখ রুপিতে ক্লাসেনকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট তালিকার তলানিতে থেকে দল টুর্নামেন্ট শেষ করলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। ১২ ম্যাচে ৪৯.৭৮ গড়ে ও ১৭৭.০৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান। দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫১ বলে করেছেন ১০৪ রান।
আইপিএল তো বটেই, টুর্নামেন্টের নিলামের প্রতিও অনেকেরই থাকে আগ্রহ। কোন খেলোয়াড়কে কত দামে কেনা হচ্ছে, তাতে যেন পাখির চোখ করে রাখেন অনেকে। শুধু তাই নয়, তাঁদের পারফরম্যান্স নিয়েও হয় নানা রকম আলোচনা। ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে যেমন সামাজিক মাধ্যমে ট্রল হয়, তেমনি দুর্দান্ত খেলা ক্রিকেটারদের নিয়েও হয় প্রশংসা।
২০২৩ আইপিএলেও রয়েছে এমন গল্প। কোটি টাকা দিয়ে কেনার পরও যেমন অনেকে ব্যর্থ হয়েছেন, তেমনি কোনো কোনো ক্রিকেটার দামের চেয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলে তাঁদের দামের প্রতি দারুণ সুবিচার করেছেন।
দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কোটি টাকার পারফরম্যান্স করা বেশ কজন ক্রিকেটার।
ক্যামেরন গ্রিন (মুম্বাই ইন্ডিয়ানস): এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেলেন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএলে প্রথমবার খেলতে এসেই মনে রাখার মতো পারফর্ম করলেন গ্রিন। মুম্বাইয়ের জার্সিতে ১৬ ম্যাচে ৫০.২২ গড় ও ১৬০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৫২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ১১ নম্বরে। করেছেন ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। আইপিএলে ‘বাঁচা-মরার ম্যাচে’ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৯.৫০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
নিকোলাস পুরান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস): গত বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন নিকোলাস পুরান। হায়দরাবাদ থেকে এবার ১৬ কোটি রুপিতে পুরানকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২৯.৮৩ গড়ে ৩৫৮ রানের পরিসংখ্যান দেখে তাঁর পুরোটা বোঝা যাবে না। ঝোড়ো ব্যাটিং করে দলের জয়ে অবদান কীভাবে রাখতে হয়, তা-ই যেন দেখালেন তিনি। ১৭২.৯৫ স্ট্রাইক ব্যাটিং করেছেন। ২৬টি করে চার ও ছক্কা মেরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে ১৫ বলে ফিফটি করেছেন। আইপিএল ইতিহাসে তা যৌথভাবে তৃতীয় দ্রুততম।
হেনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ): এবারের আইপিএলে ৫ কোটি ২৫ লাখ রুপিতে ক্লাসেনকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট তালিকার তলানিতে থেকে দল টুর্নামেন্ট শেষ করলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। ১২ ম্যাচে ৪৯.৭৮ গড়ে ও ১৭৭.০৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান। দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫১ বলে করেছেন ১০৪ রান।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৯ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
১১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১২ ঘণ্টা আগে