Ajker Patrika

আইপিএলে কোটি টাকা দামের সুবিচার করলেন যে ক্রিকেটাররা

আপডেট : ২৭ মে ২০২৩, ১৬: ১৬
আইপিএলে কোটি টাকা দামের সুবিচার করলেন যে ক্রিকেটাররা

আইপিএল তো বটেই, টুর্নামেন্টের নিলামের প্রতিও অনেকেরই থাকে আগ্রহ। কোন খেলোয়াড়কে কত দামে কেনা হচ্ছে, তাতে যেন পাখির চোখ করে রাখেন অনেকে। শুধু তাই নয়, তাঁদের পারফরম্যান্স নিয়েও হয় নানা রকম আলোচনা। ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে যেমন সামাজিক মাধ্যমে ট্রল হয়, তেমনি দুর্দান্ত খেলা ক্রিকেটারদের নিয়েও হয় প্রশংসা।

২০২৩ আইপিএলেও রয়েছে এমন গল্প। কোটি টাকা দিয়ে কেনার পরও যেমন অনেকে ব্যর্থ হয়েছেন, তেমনি কোনো কোনো ক্রিকেটার দামের চেয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলে তাঁদের দামের প্রতি দারুণ সুবিচার করেছেন।

দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কোটি টাকার পারফরম্যান্স করা বেশ কজন ক্রিকেটার।

প্রথমবার আইপিএল খেলতে এসেই সেঞ্চুরি করলেন ক্যামেরন গ্রিনক্যামেরন গ্রিন (মুম্বাই ইন্ডিয়ানস): এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেলেন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএলে প্রথমবার খেলতে এসেই মনে রাখার মতো পারফর্ম করলেন গ্রিন। মুম্বাইয়ের জার্সিতে ১৬ ম্যাচে ৫০.২২ গড় ও ১৬০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৫২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ১১ নম্বরে। করেছেন ১ সেঞ্চুরি ও ২ ফিফটি। আইপিএলে ‘বাঁচা-মরার ম্যাচে’ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৯.৫০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।

২০২৩ আইপিএলে সেঞ্চুরি করেছেন হেনরিখ ক্লাসেননিকোলাস পুরান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস): গত বছর সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন নিকোলাস পুরান। হায়দরাবাদ থেকে এবার ১৬ কোটি রুপিতে পুরানকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২৯.৮৩ গড়ে ৩৫৮ রানের পরিসংখ্যান দেখে তাঁর পুরোটা বোঝা যাবে না। ঝোড়ো ব্যাটিং করে দলের জয়ে অবদান কীভাবে রাখতে হয়, তা-ই যেন দেখালেন তিনি। ১৭২.৯৫ স্ট্রাইক ব্যাটিং করেছেন। ২৬টি করে চার ও ছক্কা মেরেছেন। র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে ১৫ বলে ফিফটি করেছেন। আইপিএল ইতিহাসে তা যৌথভাবে তৃতীয় দ্রুততম।

১৫ বলে ফিফটি করেছেন নিকোলাস পুরানহেনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ): এবারের আইপিএলে ৫ কোটি ২৫ লাখ রুপিতে ক্লাসেনকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট তালিকার তলানিতে থেকে দল টুর্নামেন্ট শেষ করলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। ১২ ম্যাচে ৪৯.৭৮ গড়ে ও ১৭৭.০৮ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৮ রান। দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫১ বলে করেছেন ১০৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত