ঘরের মাঠে ভারতকে ধবলধোলাই করেও কোনো পয়েন্ট পায়নি দক্ষিণ আফ্রিকা। সিরিজটা সুপার লিগের অংশ না হওয়ায় হোয়াইটওয়াশ করে সন্তুষ্ট থাকতে হয় প্রোটিয়াদের। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। সেখানেই কিনা প্রথম ম্যাচে হেরে সিরিজ শুরু করেছে স্বাগতিকেরা। এমনিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় নেই তারা।
জোহানেসবার্গে আজ দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ হাতছাড়া হবে দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ১১ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে প্রোটিয়ারা। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশে অবস্থান করছে টেম্বা বাভুমার দল। সেরা আট দলের মধ্যে থাকতে না পারলে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না দক্ষিণ আফ্রিকা। সে ক্ষেত্রে খেলতে হবে বাছাইপর্ব।
প্রতিটি ম্যাচই তাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার জন্য। কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখতে চান প্রোটিয়া অধিনায়ক বাভুমা। প্রথম ম্যাচ হারের পর তাঁর চিন্তাজুড়ে এখন দ্বিতীয় ম্যাচের ভাবনা। বাভুমা বলেছেন, ‘পয়েন্টের দিক থেকে তাকালে আমি নিশ্চিত নই এটা আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা শুধু জানি, রোববারের ম্যাচটা আমাদের বাঁচামরার লড়াই।’
প্রতিপক্ষ বাংলাদেশ বলে সহজেই পয়েন্ট পাওয়ার নিশ্চয়তা দিতে পারছেন না জানিয়ে বাভুমা আরও বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্ট পেয়ে যাব, এমন নিশ্চয়তা নেই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যেমন খেলতে জানি, সেটা দেখাতে হবে।’
ঘরের মাঠে ভারতকে ধবলধোলাই করেও কোনো পয়েন্ট পায়নি দক্ষিণ আফ্রিকা। সিরিজটা সুপার লিগের অংশ না হওয়ায় হোয়াইটওয়াশ করে সন্তুষ্ট থাকতে হয় প্রোটিয়াদের। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। সেখানেই কিনা প্রথম ম্যাচে হেরে সিরিজ শুরু করেছে স্বাগতিকেরা। এমনিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় নেই তারা।
জোহানেসবার্গে আজ দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ হাতছাড়া হবে দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ১১ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে প্রোটিয়ারা। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশে অবস্থান করছে টেম্বা বাভুমার দল। সেরা আট দলের মধ্যে থাকতে না পারলে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না দক্ষিণ আফ্রিকা। সে ক্ষেত্রে খেলতে হবে বাছাইপর্ব।
প্রতিটি ম্যাচই তাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার জন্য। কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখতে চান প্রোটিয়া অধিনায়ক বাভুমা। প্রথম ম্যাচ হারের পর তাঁর চিন্তাজুড়ে এখন দ্বিতীয় ম্যাচের ভাবনা। বাভুমা বলেছেন, ‘পয়েন্টের দিক থেকে তাকালে আমি নিশ্চিত নই এটা আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা শুধু জানি, রোববারের ম্যাচটা আমাদের বাঁচামরার লড়াই।’
প্রতিপক্ষ বাংলাদেশ বলে সহজেই পয়েন্ট পাওয়ার নিশ্চয়তা দিতে পারছেন না জানিয়ে বাভুমা আরও বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্ট পেয়ে যাব, এমন নিশ্চয়তা নেই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যেমন খেলতে জানি, সেটা দেখাতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২৫ মিনিট আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
২ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৩ ঘণ্টা আগেলঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে