Ajker Patrika

শুরুর ধাক্কার পর ইংল্যান্ডের মান বাঁচিয়েছেন বেয়ারস্টো

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ০৪
শুরুর ধাক্কার পর ইংল্যান্ডের মান বাঁচিয়েছেন বেয়ারস্টো

অ্যাশেজের ভরাডুবির পর টেস্ট দল ঢেলে সাজিয়েছে ইংল্যান্ড । বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসন-জস বাটলারদের মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্ট দিয়েই নতুন শুরু চেয়েছিল ইংলিশরা। কিন্তু শুরুতেই গড়বড়।

৪৮ রান তুলতেই নেই চার টপ অর্ডার। প্রথম দিন শেষে অবশ্য  মান বাঁচে জনি বেয়ারস্টোর ব্যাটে। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮।  বেয়ারস্টোর অপরাজিত সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।

অ্যান্টিগায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। টেস্ট অভিষেকটা ভালো হলো না ওপেনার অ্যালেক্স লিসের। ইনিংসের তৃতীয় ওভারেই ব্যক্তিগত ৪ রানে কেমার রোচের বলে এলবিডব্লু হন। আরেক ওপেনার জ্যাক ক্রলি ৮ রান করে জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। 

দুই ওপেনারের ব্যর্থতায় দ্রুত ফিরেছেন জো রুটও। ইংলিশ অধিনায়ক ১৩ রান করে রোচের বলে বোল্ড হন। আর ড্যান লরেন্স ২০ রান করে হোল্ডারের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিলে ৪৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড । এরপর বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে বেন স্টোকস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই জুটিও  দলকে বেশি দূর  এগিয়ে নিতে পারেনি। ব্যক্তিগত ৩৬ রান করে সিলসের বলে বোল্ড হয়ে  ফেরেন স্টোকস। 

এবার বেন ফোকসকে  নিয়ে দলকে এগিয়ে নেন বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটের জুটিতে দুজন যোগ করেন ৯৯ রান। ফোকস ৪২ রান করে হোল্ডারের বলে এলবিডব্লিউ হন। স্টোকস, ফোকসের পর বেয়ারস্টো জুটি বাঁধেন ওকসকে নিয়ে। সপ্তম উইকেটে ৫৪ রান যোগ করে দিন শেষ করেন এই জুটি। ১০৯ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত