অ্যাশেজের ভরাডুবির পর টেস্ট দল ঢেলে সাজিয়েছে ইংল্যান্ড । বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসন-জস বাটলারদের মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্ট দিয়েই নতুন শুরু চেয়েছিল ইংলিশরা। কিন্তু শুরুতেই গড়বড়।
৪৮ রান তুলতেই নেই চার টপ অর্ডার। প্রথম দিন শেষে অবশ্য মান বাঁচে জনি বেয়ারস্টোর ব্যাটে। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮। বেয়ারস্টোর অপরাজিত সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।
অ্যান্টিগায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। টেস্ট অভিষেকটা ভালো হলো না ওপেনার অ্যালেক্স লিসের। ইনিংসের তৃতীয় ওভারেই ব্যক্তিগত ৪ রানে কেমার রোচের বলে এলবিডব্লু হন। আরেক ওপেনার জ্যাক ক্রলি ৮ রান করে জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
দুই ওপেনারের ব্যর্থতায় দ্রুত ফিরেছেন জো রুটও। ইংলিশ অধিনায়ক ১৩ রান করে রোচের বলে বোল্ড হন। আর ড্যান লরেন্স ২০ রান করে হোল্ডারের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিলে ৪৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড । এরপর বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে বেন স্টোকস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই জুটিও দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেনি। ব্যক্তিগত ৩৬ রান করে সিলসের বলে বোল্ড হয়ে ফেরেন স্টোকস।
এবার বেন ফোকসকে নিয়ে দলকে এগিয়ে নেন বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটের জুটিতে দুজন যোগ করেন ৯৯ রান। ফোকস ৪২ রান করে হোল্ডারের বলে এলবিডব্লিউ হন। স্টোকস, ফোকসের পর বেয়ারস্টো জুটি বাঁধেন ওকসকে নিয়ে। সপ্তম উইকেটে ৫৪ রান যোগ করে দিন শেষ করেন এই জুটি। ১০৯ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো।
অ্যাশেজের ভরাডুবির পর টেস্ট দল ঢেলে সাজিয়েছে ইংল্যান্ড । বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসন-জস বাটলারদের মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্ট দিয়েই নতুন শুরু চেয়েছিল ইংলিশরা। কিন্তু শুরুতেই গড়বড়।
৪৮ রান তুলতেই নেই চার টপ অর্ডার। প্রথম দিন শেষে অবশ্য মান বাঁচে জনি বেয়ারস্টোর ব্যাটে। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮। বেয়ারস্টোর অপরাজিত সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।
অ্যান্টিগায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। টেস্ট অভিষেকটা ভালো হলো না ওপেনার অ্যালেক্স লিসের। ইনিংসের তৃতীয় ওভারেই ব্যক্তিগত ৪ রানে কেমার রোচের বলে এলবিডব্লু হন। আরেক ওপেনার জ্যাক ক্রলি ৮ রান করে জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
দুই ওপেনারের ব্যর্থতায় দ্রুত ফিরেছেন জো রুটও। ইংলিশ অধিনায়ক ১৩ রান করে রোচের বলে বোল্ড হন। আর ড্যান লরেন্স ২০ রান করে হোল্ডারের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিলে ৪৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড । এরপর বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে বেন স্টোকস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই জুটিও দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেনি। ব্যক্তিগত ৩৬ রান করে সিলসের বলে বোল্ড হয়ে ফেরেন স্টোকস।
এবার বেন ফোকসকে নিয়ে দলকে এগিয়ে নেন বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটের জুটিতে দুজন যোগ করেন ৯৯ রান। ফোকস ৪২ রান করে হোল্ডারের বলে এলবিডব্লিউ হন। স্টোকস, ফোকসের পর বেয়ারস্টো জুটি বাঁধেন ওকসকে নিয়ে। সপ্তম উইকেটে ৫৪ রান যোগ করে দিন শেষ করেন এই জুটি। ১০৯ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো।
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
৬ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
৬ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
৭ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
৭ ঘণ্টা আগে