Ajker Patrika

নেতৃত্বহীন কোহলির প্রথম ম্যাচে ভারতের হার

নেতৃত্বহীন কোহলির প্রথম ম্যাচে ভারতের হার

ওয়ানডেতে অধিনায়কত্ব ছাড়তে চাননি বিরাট কোহলি। কিন্তু সাদা বলে এক অধিনায়ক নীতিতে চলতে চাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে সরিয়ে নেতৃত্ব দেয় রোহিত শর্মাকে। এর জেরে সম্প্রতি টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। নেতৃত্বহীন কোহলির প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি ভারতের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩১ রানে হেরেছে ভারত। 

পার্লে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভালো শুরু করেও ৮ উইকেটে ২৬৫ রানের বেশি করতে পারেনি ভারত। 

ব্যাটিংয়ে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬ রান করে আউট হন ইয়ানেমান মালান। দলীয় ৫৮ রানে ফিরে যান কুইন্টন ডি ককও (২৭)। ৪ রানের বেশি করতে পারেননি এইডেন মার্করামও। এরপর অবশ্য দারুণ এক জুটিতে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নেন তেম্বা বাভুমা ও ফন ডার দুসেন। এ দুজন মিলে গড়েন ২০৪ রানের অসাধারণ এক জুটি। সেঞ্চুরি তুলে নেন দুজনই। বাভুমা ১১০ রান করে আউট হলেও, ১২৯ রানে অপরাজিত থাকেন দুসেন। ভারতের হয়ে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। 

জবাবে শেখর ধাওয়ান (৭৯), বিরাট কোহলি (৫১) ও শার্দুল ঠাকুরের (৫০ *) ফিফটির পরও ২৬৫ রানের বেশি করতে পারেনি ভারত। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান দুসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত