Ajker Patrika

ভারতে নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ইংল্যান্ডেই

ক্রীড়া ডেস্ক    
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গত মাসে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। ছবি: আইসিসি
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গত মাসে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। ছবি: আইসিসি

প্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আদলে একসময় হতো চ্যাম্পিয়নস লিগ টি–টোয়েন্টি। তবে ২০১৪ সালের পর তা চলে যায় হিমাগারে। অবশেষে ফের আলোর মুখ দেখতে যাচ্ছে টুর্নামেন্টটি। আগামী বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে তা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।

নতুন চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো ক্রিকেটাররা কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, তা নির্ধারণ করা। কারণ, অনেকেই এখন বছরে দুই থেকে পাঁচটি ভিন্ন লিগে খেলে থাকেন। নতুন লিগের আর্থিক বণ্টন কীভাবে হবে সেটাও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতার পাশাপাশি আয়োজক হিসেবেও ভূমিকা রাখতে পারে সৌদি আরব। ২০০৮ সালে প্রথমবার মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়নস লিগ।

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে আইসিসির সভায়। বর্তমানে হাতেগোনা কয়েকটি দেশই টেস্ট ক্রিকেট থেকে আয় করে। এখন পর্যন্ত টেস্ট স্ট্যাটাস পেয়েছে ১২টি দল। টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা সীমিত করে দেওয়ার ব্যাপারে নতুন এক ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে রয়েছেন ক্রিকে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, এবং আইসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা। বছরের শেষ দিকে আইসিসি বোর্ডের কাছে সুপারিশ করবে এই কমিটি।

আফগান বংশোদ্ভূত নারী ক্রিকেটারদের উন্নয়নে নতুন কর্মসূচি হাতে নিয়েছে আইসিসি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কাঠামোবদ্ধ সহায়তায় উন্নতমানের প্রশিক্ষণ দিয়ে ঘরোয়া পর্যায়ে ও আইসিসির গুরুত্বপূর্ণ বৈশ্বিক টুর্নামেন্টে যুক্ত থাকার ব্যবস্থা করে দেওয়া। এর মধ্যে রয়েছে এবছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ ও আগামী বছর ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপও।

এদিকে আইসিসির নতুন সহযোগী দেশ হিসেবে যুক্ত হয়েছে তিমোর-লেস্তে ও জাম্বিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত