নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় আগামীকাল। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। সেই সুযোগটাই নিচ্ছে বাংলাদেশ। চোট সমস্যা থাকায় এখনই বিশ্বকাপের মূল দল দেওয়া যাচ্ছে না।
২৬ কিংবা ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনই যে দিতে হবে, তা না। এখন যেটা দিতে হবে লজিস্টিকসের কারণে। কিন্তু মূল দল দিতে হবে আমি যতটুকু জানি ২৭ তারিখ (সেপ্টেম্বর)। আমরা তখনই আমাদের মূল স্কোয়াড দেব। এখানকারটা দিতে হয় বলে দেওয়া। যদি দেয় তারা (নির্বাচকেরা)। কিন্তু মূল স্কোয়াডটা দিতে পারব ২৬ অথবা ২৭ তারিখ (সেপ্টেম্বর)। তখন সবাই জানবেন।’
আজ দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বসেন পাপন। দুজনের সঙ্গে বৈঠকের পরই মূলত সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। চোট সমস্যার কারণে যে আগামীকাল দল দেওয়া যাচ্ছে না, সেটা জানিয়ে পাপন বলেছেন, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল। আমরা ওই পরিকল্পনার প্রয়োগে যেতে পারিনি। এশিয়া কাপে কথা ছিল তামিম ও লিটন দাস ওপেন করবে। ওরা তো নেই। এখন ১৫ জনের দল পাঠাতে হয়...ওরা এখন পর্যন্ত সুস্থ না। কেউ তো ফিট বলে আমরা খবর পাইনি। ওদের বাদ দিয়ে দল পাঠাব? সেটা তো সম্ভব না। চ্যালেঞ্জটা বুঝতে হবে। ওখানে আছে ১৭ জন। এখানে আছে ৬ জন। এদের প্রত্যেকের সামর্থ্য আছে। এর মধ্যে তামিম ও লিটন ঢুকবে। তাহলে কত হলো ২৫। ওখান থেকে ১০ জন বাদ দেন। কাকে বাদ দেবেন? এটা সহজ না। যারা পারফর্ম করছে, ভালো করছে তাদের বাদ দিয়ে দেব?’
এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দল ঘোষণার আগে কিউইদের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের দেখা হবে জানিয়ে পাপন আরও বলেছেন, ‘তামিম-লিটন দাসের নাম দিলাম ধরেন। তারপর যদি ওরা খেলতে না পারে। ফিট না হয়। তাই বলে দিচ্ছি না তা না, ওদের নামও থাকবে। কিন্তু এটা না। মেইন স্কোয়াড দেব নিউজিল্যান্ড সিরিজটা দেখে। যারা এখানে আছে তারাও সুযোগ পাবে সেখানে।’
আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় আগামীকাল। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। সেই সুযোগটাই নিচ্ছে বাংলাদেশ। চোট সমস্যা থাকায় এখনই বিশ্বকাপের মূল দল দেওয়া যাচ্ছে না।
২৬ কিংবা ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনই যে দিতে হবে, তা না। এখন যেটা দিতে হবে লজিস্টিকসের কারণে। কিন্তু মূল দল দিতে হবে আমি যতটুকু জানি ২৭ তারিখ (সেপ্টেম্বর)। আমরা তখনই আমাদের মূল স্কোয়াড দেব। এখানকারটা দিতে হয় বলে দেওয়া। যদি দেয় তারা (নির্বাচকেরা)। কিন্তু মূল স্কোয়াডটা দিতে পারব ২৬ অথবা ২৭ তারিখ (সেপ্টেম্বর)। তখন সবাই জানবেন।’
আজ দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বসেন পাপন। দুজনের সঙ্গে বৈঠকের পরই মূলত সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। চোট সমস্যার কারণে যে আগামীকাল দল দেওয়া যাচ্ছে না, সেটা জানিয়ে পাপন বলেছেন, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল। আমরা ওই পরিকল্পনার প্রয়োগে যেতে পারিনি। এশিয়া কাপে কথা ছিল তামিম ও লিটন দাস ওপেন করবে। ওরা তো নেই। এখন ১৫ জনের দল পাঠাতে হয়...ওরা এখন পর্যন্ত সুস্থ না। কেউ তো ফিট বলে আমরা খবর পাইনি। ওদের বাদ দিয়ে দল পাঠাব? সেটা তো সম্ভব না। চ্যালেঞ্জটা বুঝতে হবে। ওখানে আছে ১৭ জন। এখানে আছে ৬ জন। এদের প্রত্যেকের সামর্থ্য আছে। এর মধ্যে তামিম ও লিটন ঢুকবে। তাহলে কত হলো ২৫। ওখান থেকে ১০ জন বাদ দেন। কাকে বাদ দেবেন? এটা সহজ না। যারা পারফর্ম করছে, ভালো করছে তাদের বাদ দিয়ে দেব?’
এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দল ঘোষণার আগে কিউইদের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের দেখা হবে জানিয়ে পাপন আরও বলেছেন, ‘তামিম-লিটন দাসের নাম দিলাম ধরেন। তারপর যদি ওরা খেলতে না পারে। ফিট না হয়। তাই বলে দিচ্ছি না তা না, ওদের নামও থাকবে। কিন্তু এটা না। মেইন স্কোয়াড দেব নিউজিল্যান্ড সিরিজটা দেখে। যারা এখানে আছে তারাও সুযোগ পাবে সেখানে।’
বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
১ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
২ ঘণ্টা আগেশৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেকোনো আভাস ছিল না। হঠাৎ করেই হিউং-মিন সন ঘোষণা দিয়েছেন, এই গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে সন এ ঘোষণা দিয়েছেন।
৩ ঘণ্টা আগে