Ajker Patrika

পাপন জানালেন, বিশ্বকাপ দল কবে দেবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৩৭
পাপন জানালেন, বিশ্বকাপ দল কবে দেবেন

আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় আগামীকাল। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। সেই সুযোগটাই নিচ্ছে বাংলাদেশ। চোট সমস্যা থাকায় এখনই বিশ্বকাপের মূল দল দেওয়া যাচ্ছে না।

২৬ কিংবা ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনই যে দিতে হবে, তা না। এখন যেটা দিতে হবে লজিস্টিকসের কারণে। কিন্তু মূল দল দিতে হবে আমি যতটুকু জানি ২৭ তারিখ (সেপ্টেম্বর)। আমরা তখনই আমাদের মূল স্কোয়াড দেব। এখানকারটা দিতে হয় বলে দেওয়া। যদি দেয় তারা (নির্বাচকেরা)। কিন্তু মূল স্কোয়াডটা দিতে পারব ২৬ অথবা ২৭ তারিখ (সেপ্টেম্বর)। তখন সবাই জানবেন।’

আজ দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বসেন পাপন। দুজনের সঙ্গে বৈঠকের পরই মূলত সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। চোট সমস্যার কারণে যে আগামীকাল দল দেওয়া যাচ্ছে না, সেটা জানিয়ে পাপন বলেছেন, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল। আমরা ওই পরিকল্পনার প্রয়োগে যেতে পারিনি। এশিয়া কাপে কথা ছিল তামিম ও লিটন দাস ওপেন করবে। ওরা তো নেই। এখন ১৫ জনের দল পাঠাতে হয়...ওরা এখন পর্যন্ত সুস্থ না। কেউ তো ফিট বলে আমরা খবর পাইনি। ওদের বাদ দিয়ে দল পাঠাব? সেটা তো সম্ভব না। চ্যালেঞ্জটা বুঝতে হবে। ওখানে আছে ১৭ জন। এখানে আছে ৬ জন। এদের প্রত্যেকের সামর্থ্য আছে। এর মধ্যে তামিম ও লিটন ঢুকবে। তাহলে কত হলো ২৫। ওখান থেকে ১০ জন বাদ দেন। কাকে বাদ দেবেন? এটা সহজ না। যারা পারফর্ম করছে, ভালো করছে তাদের বাদ দিয়ে দেব?’

এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দল ঘোষণার আগে কিউইদের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের দেখা হবে জানিয়ে পাপন আরও বলেছেন, ‘তামিম-লিটন দাসের নাম দিলাম ধরেন। তারপর যদি ওরা খেলতে না পারে। ফিট না হয়। তাই বলে দিচ্ছি না তা না, ওদের নামও থাকবে। কিন্তু এটা না। মেইন স্কোয়াড দেব নিউজিল্যান্ড সিরিজটা দেখে। যারা এখানে আছে তারাও সুযোগ পাবে সেখানে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত