Ajker Patrika

দ্বিতীয় ইনিংসে ভারতের বিপরীত দৃশ্য

 ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২: ৪৪
Thumbnail image
রাহুল-জয়সওয়ালের ব্যাটে ছুটছে ভারত। ছবি: এএফপি

আগের দিনের ছন্দ আজ দ্বিতীয় দিনও ধরে রেখেছে ভারত। জসপ্রীত বুমরা-হারশিত রানার তোপে ১০৪ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংও যেন বদলে গেল।

প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে চা বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান তুলেছে ভারত। যশস্বী জয়সওয়াল ৪২ ও ৩৪ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল। তাদের লিড দাঁড়াল ১৩০।

তার আগে ৭ উইকেটে ৬৭ রান থেকে আজ আবারও প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের দ্বিতীয় ওভারেই বুমরার বলে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স কেরি (২১)। ৭০ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর হারশিত নেন শেষ দুই উইকেট। ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা নাথান লায়নক ফেরান ৫ রানে।

১০ম উইকেটে জশ হেজেলউড ও স্টার্ক ২৫ রান যোগ করেন। দুজনে ভালোই ভুগিয়েছেন ভারতের বোলারদের। এ জন্য খেলেছেন ১১০ বল। স্টার্ক ১১২ বলে ২৬ রানে আউট হলে ১০৪ রানে থামে অজিদের প্রথম ইনিংস।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে পুরোটা ছিল পেসারদের দাপট। দুই দলের পেসাররাই নিয়েছেন ২০ উইকেট। আগের দিনই উইকেট পড়ল ১৭টি। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথম দিনে এত বেশি উইকেটের পতন এই প্রথম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত