রানা আব্বাস, ঢাকা
প্রথমে ‘ব্যাংলাদেশ’ বলে নিজেই উচ্চারণটা শুধরে নিলেন, ‘বাংলাদেশ’। আবার জানতে চাইলেন, ‘এখন চিটাগং নয়, চট্টগ্রাম, তাই তো?’ স্থানীয় নামের উচ্চারণ যেন ঠিকঠাক থাকে, শন পোলক সেই চেষ্টা করছেন। মিরপুর টেস্টে ধারাভাষ্যকক্ষে সবচেয়ে বড় নাম তিনি। চার দিনে মিরপুর টেস্ট শেষ হয়ে যাওয়ার পর একটু সময় মিলল প্রোটিয়া কিংবদন্তির কাছ থেকে।
নিজে ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান যদি তাঁর বিদায়ী টেস্টটা মিরপুরে খেলতে পারতেন, তাহলে ধারাভাষ্যকক্ষ থেকেই তিনি দেখতে পারতেন এই সময়ের অন্যতম সেরা এক অলরাউন্ডারের বিদায়। সাকিবের না খেলাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কাই মনে করেন পোলক। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘সাকিবের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সে ভালো ব্যাটিং করতে পারে। তার বাঁ হাতের ঘূর্ণিও বেশ কার্যকরী। জানি না নেপথ্যে কী আছে (সাকিবের না থাকার বিষয়ে)। আমি আসলে এসব জানতেও আগ্রহী নই।’
পোলকের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর চোখে এই সময়ে সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নের উত্তর দিতে পোলককে বেশ ভাবতেই হলো, ‘কঠিন প্রশ্ন। আমি (রবিচন্দ্রন) অশ্বিনের রেকর্ড দেখেছি। সে একজন স্পিনার বলে এই না যে তাকে অলরাউন্ডার হিসেবে ধরা যাবে না। বেন স্টোকসের কথা বলতে পারেন। অনেক অলরাউন্ডারই আছে। যে সংখ্যায় এখন টি-টোয়েন্টি খেলতে হয়, সে ক্ষেত্রে সে (স্টোকস) কিছুটা আড়ালে চলে যায়। কেউ যদি কয়েক ওভার বোলিং করে আর বেশ কয়েকটি বাউন্ডারি মারে, তাহলে সেও অলরাউন্ডার হয়ে যাচ্ছে। আমার মনে হয়, জেনুইন অলরাউন্ডার বলতে এর চেয়ে বেশি বোঝায়। স্টোকস—নিজের সেরা বোলিং আর ব্যাটিংয়ের দিনে আপনাকে টেস্ট জেতাবে। বোলিংয়ে অবশ্যই অশ্বিন অনেক ভালো। এমনকি ব্যাটিংয়েও সে কয়েকটা সেঞ্চুরি পেয়েছে। আমার মনে হয় এরাই এ তালিকায় থাকবে।’
তাহলে সাকিব আল হাসানকে নিয়ে পোলকের মূল্যায়ন কী? ‘তার পারফরম্যান্সের ব্যাপারে আমি বিস্তারিত বলতে পারব না। আপনাদের মতো তাকে তো অত দেখিনি। তবে সব সময়ই তার প্রশংসা করেছি। দক্ষিণ আফ্রিকায় সবশেষ সফরে সে আসেনি। সেই সিরিজটা সে মিস করেছে (২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিল না)। এখানে তাকে খেলতে দেখতে চেয়েছিলাম। দুর্ভাগ্য, সেটা হয়নি। তবে ব্যাটিংয়ে বিভিন্ন পজিশনে খেলেছে। দলকে নেতৃত্ব দিয়েছে বারবার। ব্যাটিং-বোলিংয়ে অবশ্যই তার দারুণ অবদান রয়েছে। আমার চোখে সে অসাধারণ’—সাকিবকে এভাবেই বর্ণনা করেছেন পোলক।
(শন পোলকের পুরো সাক্ষাৎকার পড়ুন আগামীকালের আজকের পত্রিকার খেলা পাতায়)
প্রথমে ‘ব্যাংলাদেশ’ বলে নিজেই উচ্চারণটা শুধরে নিলেন, ‘বাংলাদেশ’। আবার জানতে চাইলেন, ‘এখন চিটাগং নয়, চট্টগ্রাম, তাই তো?’ স্থানীয় নামের উচ্চারণ যেন ঠিকঠাক থাকে, শন পোলক সেই চেষ্টা করছেন। মিরপুর টেস্টে ধারাভাষ্যকক্ষে সবচেয়ে বড় নাম তিনি। চার দিনে মিরপুর টেস্ট শেষ হয়ে যাওয়ার পর একটু সময় মিলল প্রোটিয়া কিংবদন্তির কাছ থেকে।
নিজে ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান যদি তাঁর বিদায়ী টেস্টটা মিরপুরে খেলতে পারতেন, তাহলে ধারাভাষ্যকক্ষ থেকেই তিনি দেখতে পারতেন এই সময়ের অন্যতম সেরা এক অলরাউন্ডারের বিদায়। সাকিবের না খেলাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কাই মনে করেন পোলক। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘সাকিবের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সে ভালো ব্যাটিং করতে পারে। তার বাঁ হাতের ঘূর্ণিও বেশ কার্যকরী। জানি না নেপথ্যে কী আছে (সাকিবের না থাকার বিষয়ে)। আমি আসলে এসব জানতেও আগ্রহী নই।’
পোলকের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর চোখে এই সময়ে সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নের উত্তর দিতে পোলককে বেশ ভাবতেই হলো, ‘কঠিন প্রশ্ন। আমি (রবিচন্দ্রন) অশ্বিনের রেকর্ড দেখেছি। সে একজন স্পিনার বলে এই না যে তাকে অলরাউন্ডার হিসেবে ধরা যাবে না। বেন স্টোকসের কথা বলতে পারেন। অনেক অলরাউন্ডারই আছে। যে সংখ্যায় এখন টি-টোয়েন্টি খেলতে হয়, সে ক্ষেত্রে সে (স্টোকস) কিছুটা আড়ালে চলে যায়। কেউ যদি কয়েক ওভার বোলিং করে আর বেশ কয়েকটি বাউন্ডারি মারে, তাহলে সেও অলরাউন্ডার হয়ে যাচ্ছে। আমার মনে হয়, জেনুইন অলরাউন্ডার বলতে এর চেয়ে বেশি বোঝায়। স্টোকস—নিজের সেরা বোলিং আর ব্যাটিংয়ের দিনে আপনাকে টেস্ট জেতাবে। বোলিংয়ে অবশ্যই অশ্বিন অনেক ভালো। এমনকি ব্যাটিংয়েও সে কয়েকটা সেঞ্চুরি পেয়েছে। আমার মনে হয় এরাই এ তালিকায় থাকবে।’
তাহলে সাকিব আল হাসানকে নিয়ে পোলকের মূল্যায়ন কী? ‘তার পারফরম্যান্সের ব্যাপারে আমি বিস্তারিত বলতে পারব না। আপনাদের মতো তাকে তো অত দেখিনি। তবে সব সময়ই তার প্রশংসা করেছি। দক্ষিণ আফ্রিকায় সবশেষ সফরে সে আসেনি। সেই সিরিজটা সে মিস করেছে (২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিল না)। এখানে তাকে খেলতে দেখতে চেয়েছিলাম। দুর্ভাগ্য, সেটা হয়নি। তবে ব্যাটিংয়ে বিভিন্ন পজিশনে খেলেছে। দলকে নেতৃত্ব দিয়েছে বারবার। ব্যাটিং-বোলিংয়ে অবশ্যই তার দারুণ অবদান রয়েছে। আমার চোখে সে অসাধারণ’—সাকিবকে এভাবেই বর্ণনা করেছেন পোলক।
(শন পোলকের পুরো সাক্ষাৎকার পড়ুন আগামীকালের আজকের পত্রিকার খেলা পাতায়)
লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আর যদি হেরে যায় ‘যদি-কিন্তু’র দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের...
১৪ মিনিট আগেপাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে একটাই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। সে লক্ষ্য, বিশ্বকাপ নিশ্চিত করা। টানা তিন ম্যাচ জিতে সে লক্ষ্যের খুব কাছে চলে এলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বেড়েছে দলের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ পাকিস্তান, যারা তাদের আগের ম্যাচেই...
৩৯ মিনিট আগে৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১৩ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১৩ ঘণ্টা আগে