ক্রীড়া ডেস্ক
লাহোরে ২০২৫ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি বেশ দারুণভাবেই সেরে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছিল তারা। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বড় ব্যবধানে। দুই জয়ে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ তৃপ্তির হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ও ফারজানা হক পিংকির ফিফটিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রান তোলে তারা। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে মারুফা-রাবেয়া খানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৯.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশর বোলিং আক্রমণের সামনে পাকিস্তান ‘এ’ দলের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও ব্যর্থ হয়েছে। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন দুয়া মজিদ। এ ছাড়া ৭ নম্বরে নেমে ইমান ফাতিমা ১৫ ও আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন উম্মে হানি। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা, রাবেয়া ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে ফারজানার ৮৫ বলে ৫ চারে ৫০, জ্যোতির ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০, দিলারা আক্তারের ১৭ বলে ২৯ রানের সৌজন্যে দুই শ পেরোয় বাংলাদেশ। ২১০ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ উইকেটে নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস ৬৬ রানের অসাধারণ এক জুটি গড়েন। এর মধ্যে ১১ নম্বরে নেমে ৩৪ বলে ৮ চারে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জান্নাতুল। পাকিস্তানের ওয়াহিদা আখতার ও উম্মে হানি ৩টি করে উইকেট নিয়েছেন।
কাল থেকে লাহোরে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ মাঠে নামবে আগামী পরশু। নিজেদের প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল জায়গা করবে বিশ্বকাপের মূল মঞ্চে। ৮ দল নিয়ে হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গা বাছাইপর্ব থেকে নিশ্চিত হবে।
লাহোরে ২০২৫ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি বেশ দারুণভাবেই সেরে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছিল তারা। আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বড় ব্যবধানে। দুই জয়ে মূল লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ তৃপ্তির হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ও ফারজানা হক পিংকির ফিফটিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রান তোলে তারা। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে মারুফা-রাবেয়া খানদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৯.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশর বোলিং আক্রমণের সামনে পাকিস্তান ‘এ’ দলের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতেও ব্যর্থ হয়েছে। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন দুয়া মজিদ। এ ছাড়া ৭ নম্বরে নেমে ইমান ফাতিমা ১৫ ও আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ২৬ রানে অপরাজিত থাকেন উম্মে হানি। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা, রাবেয়া ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন।
তার আগে ব্যাটিংয়ে নেমে ফারজানার ৮৫ বলে ৫ চারে ৫০, জ্যোতির ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০, দিলারা আক্তারের ১৭ বলে ২৯ রানের সৌজন্যে দুই শ পেরোয় বাংলাদেশ। ২১০ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ উইকেটে নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস ৬৬ রানের অসাধারণ এক জুটি গড়েন। এর মধ্যে ১১ নম্বরে নেমে ৩৪ বলে ৮ চারে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জান্নাতুল। পাকিস্তানের ওয়াহিদা আখতার ও উম্মে হানি ৩টি করে উইকেট নিয়েছেন।
কাল থেকে লাহোরে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশ মাঠে নামবে আগামী পরশু। নিজেদের প্রথম ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছয় দলের বাছাইপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল জায়গা করবে বিশ্বকাপের মূল মঞ্চে। ৮ দল নিয়ে হবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ছয়টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গা বাছাইপর্ব থেকে নিশ্চিত হবে।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে