Ajker Patrika

বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ বললেন শাহিন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭: ২৯
বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ বললেন শাহিন

করাচিতে কাল ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে একটু ভিন্ন স্বরে অভিনন্দন জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। মজা করে পাকিস্তানের দুই ওপেনারকে ‘স্বার্থপর’ বলেছেন তিনি। 

টুইটারে শাহিন লিখেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় এসেছে। এত স্বার্থপর! ঠিকমতো খেললে ১৫ ওভারের মধ্যে খেলা শেষ হওয়ার কথা। শেষ ওভার পর্যন্ত লাগল। চলুন আন্দোলন করি, নাকি! এমন পাকিস্তান দলকে নিয়ে সত্যিই গর্বিত।’ 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান ওপেনিংয়ে ২০৩ রানের জুটি গড়ে তিন বল হাতে রেখে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে সর্বোচ্চ রানের তাড়া। এমনকি রান তাড়ায় বাবর-রিজওয়ান জুটি নিজেদেরই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। ২০২১ সালে তাঁরা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৯৭ রানের জুটি গড়েছিলেন। 

এই জুটি সম্পর্কে শহীদ আফ্রিদির টুইট, ‘কী সুন্দরভাবে খেলাটা শেষ করল! বাবর-রিজওয়ানসহ পুরো পাকিস্তানের জন্য স্মরণীয় রান তাড়া এটা। তোমাদের মতো সেরাদের কেউ থামিয়ে রাখতে পারবে না।’ 

এই ম্যাচে সেঞ্চুরি করা ইনিংসে বাবর দুটি অনন্য রেকর্ডও গড়েছেন। প্রথম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটো সেঞ্চুরির মালিক হলেন তিনি। আর তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন পাকিস্তানি ব্যাটার। 

পাকিস্তানি অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে মাইকেল ভনের টুইট, ‘বাবর আজমের খেলা দেখতে সত্যিই ভালো লাগে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত