Ajker Patrika

মোস্তাফিজ-পাতিরানাকে হারানোর পর দুর্দান্ত জয় পেল চেন্নাই 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৪, ২১: ৪৫
Thumbnail image

২০২৪ আইপিএল অভিযান মোস্তাফিজুর রহমানের শেষ হয়েছে ১ মে। চেন্নাই সুপার কিংসের হয়ে জার্সিতে দারুণ খেলেছেন তিনি। ছন্দে থাকা আরেক পেসার মাথিসা পাতিরানাকেও হারিয়েছে চেন্নাই। তাঁদের (মোস্তাফিজ ও পাতিরানা) হারানোর পর আজ প্রথম ম্যাচ খেলতে নেমে হেসেখেলে জিতেছে চেন্নাই। 

প্লে অফে টিকে থাকতে হলে চেন্নাইয়ের জয়ের কোনো বিকল্প নেই। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ চেন্নাই খেলেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে ‘প্রতিশোধ’ নিল চেন্নাই। তাতে পয়েন্ট তালিকায় পাঁচ থেকে তিনে উঠে এল চেন্নাই। ১১ ম্যাচে ৬ জয়ে দলটির পয়েন্ট এখন ১২। রুতুরাজ গায়কোয়াড়ের দলের নেট রানরেট +০.৭০০। শীর্ষ দুইয়ে থাকা রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৬ ও ১৪। ৮ পয়েন্টে পয়েন্ট তালিকার আট নম্বরে পাঞ্জাব। 

টস হেরে প্রথমে ব্যাটিং পায় চেন্নাই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের রানরেট নেমে যায় ৮-এরও নিচে। সেখান থেকে শেষের দিকে জাদেজার ঝড়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। পাঞ্জাবের রাহুল চাহার, হার্শাল প্যাটেল তিনটি করে উইকেট  নিয়েছেন। রাহুল ও হার্শাল রান খরচ করেছেন ২৩ ও ২৪। দুজনেই চার ওভার করে বোলিং করেছেন। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত