Ajker Patrika

দুর্দান্ত খেলেও গিল-শামির মতো যাঁরা দুর্ভাগা

আপডেট : ৩১ মে ২০২৩, ১০: ২১
দুর্দান্ত খেলেও গিল-শামির মতো যাঁরা দুর্ভাগা

নিজেদের হতভাগা ভাবতেই পারেন শুভমান গিল ও মোহাম্মদ শামি। আইপিএলে নিজেরা দুর্দান্ত ব্যাটিং-বোলিং করেও দলকে জেতাতে পারলেন না। অথচ দুজনই নিজেদের ক্যাটাগরিতে সেরা হয়েছেন।

দলীয় খেলায় এটা অবশ্য নিয়মিত চিত্রই। টুর্নামেন্টে নিজে সেরা হলেও দলীয়ভাবে চ্যাম্পিয়নের স্বাদ পান না অনেকেই। তেমনি গিল-শামিরাই যে এটার প্রথম ভুক্তভোগী এমনটা নয়। মোট ১৬ বারের এই টুর্নামেন্টে আরও অনেকে আছেন যাঁরা ব্যাটিং-বোলিংয়ে সেরা হয়েও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি।

এবারের টুর্নামেন্টে ১৭ ইনিংসে ৫৯.৩৩ গড়ে ৮৯০ রান করেছেন গিল। ৪ ফিফটির বিপরীতে ৩ সেঞ্চুরিও করেছেন উদীয়মান এই ব্যাটার। শেষ ৫ ইনিংসের ৩টিকে সেঞ্চুরিতে পরিণত করে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। ১৫৭.৮০ স্ট্রাইকরেটও ছিল ঈর্ষণীয়। ফাইনালেও ২০ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার। অবিশ্বাস্য পারফরম্যান্সে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতলেও শিরোপা জিততে পারেননি তিনি।

গিলের মতোই বোলিংয়ে সেরা হয়ে পার্পল ক্যাপ জিতেছেন তাঁর সতীর্থ শামি। ১৭ ইনিংসে টুর্নামেন্টে সর্বোচ্চ ২৮ উইকেট নিয়েছেন ভারতের অভিজ্ঞ এই পেসার। কিন্তু টুর্নামেন্ট শেষে ব্যক্তিগত পুরস্কারে সান্ত্বনা পেতে হলো তাঁকেও। গতকাল আহমেদাবাদে শেষ বলে নাটকীয়ভাবে চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হারায় তাঁদের সাফল্যকে পূর্ণতা দিতে পারেননি গুজরাট টাইটানসে। 

সতীর্থের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গিল-শামির মতো দলকে চ্যাম্পিয়ন করতে না পারার ঘটনা আরও ৩টি রয়েছে। ২০২২ আইপিএলে রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটার জস বাটলার ও যুজবেন্দ্র চাহাল ব্যাটিং-বোলিংয়ে সেরা হয়েছিলেন। কিন্তু গুজরাট টাইটানসের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় রাজস্থানের কাজে আসেনি তাঁদের সেরাটা। 

ব্যাটিং-বোলিংয়ে সেরা হয়েও দলকে শিরোপা এনে দিতে না পারার শুরুটা করেছিলেন মাইকেল হাসি ও ডোয়াইন ব্রাভো। ২০১৩ সংস্করণে ব্যাটিংয়ে হাসি ও বোলিংয়ে ব্রাভো অরেঞ্জ ও পার্পল ক্যাপ জিতেছিলেন। কিন্তু দলীয়ভাবে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার দুজনে ভূমিকা বদলে দলের ব্যাটিং-বোলিং কোচ হয়ে শিরোপার স্বাদ নিলেন। হাসি অবশ্য ব্রাভোর আগেই এমন স্বাদ পেয়েছেন।

টুর্নামেন্টে দ্বিতীয়বার এমন নজির গড়েছিলেন ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমার। দুজনে ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে টুর্নামেন্টে সেরা ব্যাটার ও বোলার হলেও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। হাসি-ব্রাভোর মতো এবারও ওয়ার্নার-ভুবির হাসি কেড়ে নিয়েছিলেন মুম্বাই। 

এত গেল একই দলের হয়ে টুর্নামেন্টে সেরা ব্যাটার ও বোলারদের চ্যাম্পিয়ন না হওয়ার হতাশার কাহিনি। দুটি ভিন্ন দলের হয়ে সেরা ব্যাটার-বোলার হওয়ার পরও দলীয়ভাবে ব্যর্থ হওয়ার কাহিনি রয়েছে অনেক। এখন পর্যন্ত দুটি টুর্নামেন্টের সেরা ব্যাটার তাঁর দলকে চ্যাম্পিয়ন করতে পেরেছেন। সে দুজন হচ্ছেন ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্সের রবিন উথাপ্পা এবং ২০২১ সালের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়। 

অন্যদিকে তিনবার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিরা নিজেদের দলকে চ্যাম্পিয়ন করতে পেরেছেন। তাঁরা হচ্ছেন আইপিএলের প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের সোহেল তানভীর, দ্বিতীয় মৌসুমের ডেকান চার্জাসের আরপি সিং (রুদ্র প্রতাপ সিং) ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। তাঁদের বাইরে সেরা ব্যাটার-বোলাররা দলকে আর কখনো চ্যাম্পিয়ন করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত