দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসম্ভব কিছু করার লক্ষ্যে আজ খেলতে নেমেছে আফগানিস্তান। প্রতিপক্ষকে কমপক্ষে ৪৩৮ রানে হারাতে হবে তাদের। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ৫ উইকেটের জয়ে এমন সমীকরণে মুখে পড়ে আফগানরা।
আর পরে ব্যাটিং করলে কোনো সুযোগই থাকত না সেমিফাইনালে যাওয়ার। আজ টস জিতে তাই নির্দ্বিধায় ব্যাটিং নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। তবে ব্যাটিং নিলেই কি হবে ৪৩৮ রানের জয় পেতে হলে তো বড় সংগ্রহ করতে হবে তাদের। সেই চাপেই যেন আজ পিষ্ট হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও রশিদ খানরা।
আহমেদাবাদে ব্যাটিংয়ে নেমে ৪৩৮ রানে জয় তো দূরে থাক আড়াই শ রানই করতে পারেনি আফগানরা। শেষ বলে অলআউট হয় ২৪৪ রানে। দেখে শুনে শুরুটা করেছিলেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন দুজনে। ২৫ রানে গুরবাজ আউট হওয়ার পরেই যেন তাদের সামান্যটুকু আশাও মিইয়ে যায়।
দলীয় ৪১ রানে গুরবাজ আউট হওয়ার পরের ওভারেই বিদায় নেন আফগানদের হয়ে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান ইব্রাহিম। ১৫ রানে আউট হন তিনি। দলীয় খাতায় ৪ রান যোগ হওয়ার পর বিদায় নেন অধিনায়ক শহীদিও। ২ রানে মহারাজের শিকার হন তিনি।
৪৫ রানে ৩ উইকেট হারানোর পর আফগানদের হাল ধরেন রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাই। ৪৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার ভিত্তি তৈরি করছিল তাঁরা। তবে তাঁদের জুটিকে আর বড় হতে দেননি লুঙ্গি এনগিদি। ২৬ রান রহমত আউট হওয়ার পরেই একের পর এক উইকেট হারায় আফগানিস্তান।
এরপরেও যে ২৪৪ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান তার পুরো কৃতিত্বই ওমরাজাইয়ের। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে দলকে এই সংগ্রহ এনে দেন তিনি। তবে ৩ রানের আক্ষেপ তাঁর থেকেই যাবে। কেননা বলের অভাবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে পারেননি তিনি। শেষ বল আফগানরা অলআউট হওয়ার সময় ৯৭ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ৭ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের সেরা বোলার জেরাল্ড কোয়েৎজি।
আফগানরা ২৪৪ রানে অলআউট হওয়ার মধ্যে দিয়ে প্রথমবার তাদের সেমিতে খেলার স্বপ্নও শেষ হয়েছে। এতে করে কিউইদের পথের এক কাঁটা দূর হয়েছে। যদিও সমীকরণ অনুযায়ী আগেই সেমিতে এক পা দিয়ে রেখেছে তারা। তবে এবার কাগজে কলমে কেন উইলিয়ামসনের দল শেষ চারে পা রাখবে। বাকি থাকবে তখন শুধু পাকিস্তান। তবে পাকিস্তানের পথও কণ্টকময়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসম্ভব কিছু করার লক্ষ্যে আজ খেলতে নেমেছে আফগানিস্তান। প্রতিপক্ষকে কমপক্ষে ৪৩৮ রানে হারাতে হবে তাদের। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ৫ উইকেটের জয়ে এমন সমীকরণে মুখে পড়ে আফগানরা।
আর পরে ব্যাটিং করলে কোনো সুযোগই থাকত না সেমিফাইনালে যাওয়ার। আজ টস জিতে তাই নির্দ্বিধায় ব্যাটিং নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। তবে ব্যাটিং নিলেই কি হবে ৪৩৮ রানের জয় পেতে হলে তো বড় সংগ্রহ করতে হবে তাদের। সেই চাপেই যেন আজ পিষ্ট হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও রশিদ খানরা।
আহমেদাবাদে ব্যাটিংয়ে নেমে ৪৩৮ রানে জয় তো দূরে থাক আড়াই শ রানই করতে পারেনি আফগানরা। শেষ বলে অলআউট হয় ২৪৪ রানে। দেখে শুনে শুরুটা করেছিলেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন দুজনে। ২৫ রানে গুরবাজ আউট হওয়ার পরেই যেন তাদের সামান্যটুকু আশাও মিইয়ে যায়।
দলীয় ৪১ রানে গুরবাজ আউট হওয়ার পরের ওভারেই বিদায় নেন আফগানদের হয়ে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান ইব্রাহিম। ১৫ রানে আউট হন তিনি। দলীয় খাতায় ৪ রান যোগ হওয়ার পর বিদায় নেন অধিনায়ক শহীদিও। ২ রানে মহারাজের শিকার হন তিনি।
৪৫ রানে ৩ উইকেট হারানোর পর আফগানদের হাল ধরেন রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাই। ৪৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার ভিত্তি তৈরি করছিল তাঁরা। তবে তাঁদের জুটিকে আর বড় হতে দেননি লুঙ্গি এনগিদি। ২৬ রান রহমত আউট হওয়ার পরেই একের পর এক উইকেট হারায় আফগানিস্তান।
এরপরেও যে ২৪৪ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান তার পুরো কৃতিত্বই ওমরাজাইয়ের। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে দলকে এই সংগ্রহ এনে দেন তিনি। তবে ৩ রানের আক্ষেপ তাঁর থেকেই যাবে। কেননা বলের অভাবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে পারেননি তিনি। শেষ বল আফগানরা অলআউট হওয়ার সময় ৯৭ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ৭ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের সেরা বোলার জেরাল্ড কোয়েৎজি।
আফগানরা ২৪৪ রানে অলআউট হওয়ার মধ্যে দিয়ে প্রথমবার তাদের সেমিতে খেলার স্বপ্নও শেষ হয়েছে। এতে করে কিউইদের পথের এক কাঁটা দূর হয়েছে। যদিও সমীকরণ অনুযায়ী আগেই সেমিতে এক পা দিয়ে রেখেছে তারা। তবে এবার কাগজে কলমে কেন উইলিয়ামসনের দল শেষ চারে পা রাখবে। বাকি থাকবে তখন শুধু পাকিস্তান। তবে পাকিস্তানের পথও কণ্টকময়।
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
১৯ মিনিট আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে