নিজস্ব প্রতিবেদক
ঢাকা: একজন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪ টি। আরেকজনের অভিজ্ঞতা ১টি ম্যাচ খেলার। সেই ইমরান উজ্জামান ও শামীম হোসেনই এই বৃষ্টিস্নাত দিনের ঠাণ্ডা আবহাওয়ায়ও আজ ঘাম বের করলেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে দুই তরুণের ব্যাটিংয়েই উড়ে গেছে সাকিবের মোহামেডান। ২২ রানে হেরে এ নিয়ে টানা দুই ম্যাচে হার দেখল লিগের ‘হেভিওয়েট’ দল মোহামেডান।
সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ৯০ মিনিট পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৬ ওভারে। বৃষ্টি দেখেই কিনা মোডামেডান অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ে পাঠান প্রাইম দোলেশ্বরকে। সাকিবের সিদ্ধান্তকে ‘ভুল’ প্রমাণ করে শুরু থেকেই ঝড় তোলেন প্রাইম দোলেশ্বরের দুই ওপেনার। উইকেটকিপার ব্যাটসম্যান ইমরান লিগের শুরু থেকেই ওপেনিংয়ে নামছেন। আজ তাঁর সঙ্গে নামিয়ে দেওয়া হলো এর মধ্যেই হার্ড হিটার হিসেবে পরিচিত পেয়ে যাওয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শামীম হোসেনকে। দুজনে ৩.৫ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৬৮ রান। ১৪ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে ইমরান আউট হলেও শামীম ছিলেন অবিচল। ইরফানের চেয়ে ঝড় তোলায় কিছুটা পিছিয়ে থাকা শামীম অপরাজিত ছিলেন ১৬ বলে ২৯ রানে।
ঝড়টা বেশি বয়ে গেছে সাকিব ও তাসকিনের ওপর দিয়ে। মোহামেডানের হয়ে প্রথম ওভারটা করেন তাসকিন। ওই ওভারেই দুই ছক্কা ও এক চারে দিয়েছেন ১৮ রান। সেই ঝড় থামাতে দ্বিতীয় ওভারেই সাকিব আসলেও কোনো লাভ হলো না। সাকিবের ওভারেও দুই ছক্কা, ১ চারে আসে ১৭ রান। পরে চতুর্থ ওভারে সাকিব বোলিংয়ে এসে ইমরানকে ফেরালেও ওই ওভারেও দেন ১০ রান। দুই তরুণের ঝড়ে নির্ধারিত ৬ ওভারেই ৭৮ রান তোলে প্রাইম দোলেশ্বর।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় মোহামেডান। লিগে প্রথমবারের মতো খেলতে নামা শফিউল ইসলাম ইনিংসের শুরুর প্রথম তিন বলেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও শুভাগত হোমকে ফেরালে ধুঁকতে থাকে মোহামেডান। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। সাকিব চেষ্টা করলেও (১৪ বলে ২২) সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না মোহামেডানের। ২২ রানে হেরে টানা দ্বিতীয় হার দেখল মোহামেডান।
ঢাকা: একজন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪ টি। আরেকজনের অভিজ্ঞতা ১টি ম্যাচ খেলার। সেই ইমরান উজ্জামান ও শামীম হোসেনই এই বৃষ্টিস্নাত দিনের ঠাণ্ডা আবহাওয়ায়ও আজ ঘাম বের করলেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে দুই তরুণের ব্যাটিংয়েই উড়ে গেছে সাকিবের মোহামেডান। ২২ রানে হেরে এ নিয়ে টানা দুই ম্যাচে হার দেখল লিগের ‘হেভিওয়েট’ দল মোহামেডান।
সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ৯০ মিনিট পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৬ ওভারে। বৃষ্টি দেখেই কিনা মোডামেডান অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ে পাঠান প্রাইম দোলেশ্বরকে। সাকিবের সিদ্ধান্তকে ‘ভুল’ প্রমাণ করে শুরু থেকেই ঝড় তোলেন প্রাইম দোলেশ্বরের দুই ওপেনার। উইকেটকিপার ব্যাটসম্যান ইমরান লিগের শুরু থেকেই ওপেনিংয়ে নামছেন। আজ তাঁর সঙ্গে নামিয়ে দেওয়া হলো এর মধ্যেই হার্ড হিটার হিসেবে পরিচিত পেয়ে যাওয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শামীম হোসেনকে। দুজনে ৩.৫ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৬৮ রান। ১৪ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে ইমরান আউট হলেও শামীম ছিলেন অবিচল। ইরফানের চেয়ে ঝড় তোলায় কিছুটা পিছিয়ে থাকা শামীম অপরাজিত ছিলেন ১৬ বলে ২৯ রানে।
ঝড়টা বেশি বয়ে গেছে সাকিব ও তাসকিনের ওপর দিয়ে। মোহামেডানের হয়ে প্রথম ওভারটা করেন তাসকিন। ওই ওভারেই দুই ছক্কা ও এক চারে দিয়েছেন ১৮ রান। সেই ঝড় থামাতে দ্বিতীয় ওভারেই সাকিব আসলেও কোনো লাভ হলো না। সাকিবের ওভারেও দুই ছক্কা, ১ চারে আসে ১৭ রান। পরে চতুর্থ ওভারে সাকিব বোলিংয়ে এসে ইমরানকে ফেরালেও ওই ওভারেও দেন ১০ রান। দুই তরুণের ঝড়ে নির্ধারিত ৬ ওভারেই ৭৮ রান তোলে প্রাইম দোলেশ্বর।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় মোহামেডান। লিগে প্রথমবারের মতো খেলতে নামা শফিউল ইসলাম ইনিংসের শুরুর প্রথম তিন বলেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও শুভাগত হোমকে ফেরালে ধুঁকতে থাকে মোহামেডান। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। সাকিব চেষ্টা করলেও (১৪ বলে ২২) সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না মোহামেডানের। ২২ রানে হেরে টানা দ্বিতীয় হার দেখল মোহামেডান।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
৭ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে