Ajker Patrika

উইন্ডিজের বিপক্ষে হেরেও চিন্তিত নন দ্রাবিড় 

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২: ০৩
উইন্ডিজের বিপক্ষে হেরেও চিন্তিত নন দ্রাবিড় 

এই তো কদিন আগেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকিট হাতছাড়া করল ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ভারত শুরু করেছিল জয় দিয়ে। ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড ছিল ভারতের। অবশেষে গতকাল ভারতের জয়রথ থামিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবু ভারতের এই পরাজয় নিয়ে চিন্তিত নন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। কোহলি ও রোহিতের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি স্যামসন-অক্ষরের কেউই। স্যামসন করেছেন ৯ রান এবং অক্ষর করেছেন ১ রান। আর টস হেরে প্রথমে ব্যাটিং করা ভারত ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেছেন ইশান কিষান। রান তাড়া করতে নেমে ৩৬.৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তাতে প্রায় চার বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডেতে জিতল উইন্ডিজ। সর্বশেষ ২০১৯-এর ডিসেম্বরে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল ক্যারিবীয়রা।

ভারত বড় ব্যবধানে হারলেও তাতে বিচলিত নন দ্রাবিড়। তিনি বরং ভারতের চোটে পড়ে খেলোয়াড়দের কথা মনে করিয়ে দিয়েছেন। জসপ্রীত বুমরা, ঋষভ পন্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়াররা এখন আছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ)। তাছাড়া আগস্ট-সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ, এরপর অক্টোবরে হবে বিশ্বকাপ। এই দুটো বড় টুর্নামেন্টের আগে অন্যান্যদের বাজিয়ে দেখতে চান দ্রাবিড়। ম্যাচ শেষে ভারতের প্রধান কোচ বলেন, ‘এমন সিরিজ যেখানে মাত্র ২-৩ ম্যাচ বাকি আছে এশিয়া কাপের আগে, আমাদের মনে হয়েছে যে রোহিত ও কোহলিকে খেলালে খুব একটা লাভ হতো না। এনসিএতে এমনিতে চোটে পড়া বেশ কয়েকজন খেলোয়াড় আছে ও তাদের নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আমরা তাই অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলাম। কঠিন পরিস্থিতিতে তারা কেমন খেলে, সেটাই দেখতে চেয়েছি।’

ওয়েস্ট ইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়। পরশু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। ১৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে উইন্ডিজের। ২০০৬ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে ক্যারিবীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত