পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় গতকাল সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য সিরিজে টিকে থাকার ম্যাচ। কিন্তু অস্ট্রেলিয়া ১৪৭ রান করার পরও পাকিস্তান ম্যাচটা হেরে গেছে ১৩ রানে। এক ম্যাচ আগেই যে সিরিজ খুইয়েছে, তাতে দায়টা পাকিস্তানের ব্যাটারদের। প্রথম ১০ ওভারে ৪ উইকেটে করেছে ৪৪ রান। মেরেছে কেবল ১ বাউন্ডারি। সিরিজ হেরে যাওয়া পাকিস্তানকে নিয়ে শ্রেষাত্মক মন্তব্য করতে বিন্দুমাত্র দেরি করেননি শেহজাদ। ৩২ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল লিখেছেন, ‘প্রথম ১০ ওভারে কোনো বাউন্ডারি নেই। এভাবে ম্যাচ জয়ের চিন্তা করছেন? আমরা অতীতেই আটকে আছি। বর্তমান অস্ট্রেলিয়া দলের সঙ্গে লজ্জাজনক পারফর্ম করল পাকিস্তান।’
No boundaries in the first 10 overs and you think about winning a game? We are still stuck in the past. Embarrassing performance by Pakistan against the current Australian side. Some fight by youngsters, Irfan & Usman. In the bowling department by Sufiyan and Haris. 16 on 26,…
— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) November 16, 2024
১৪৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে নেমেও আশানুরূপ খেলতে পারেননি। ২৬ বলে ১ চারে ১৬ রানের ইনিংসকে চাইলে ওয়ানডে, এমনকি টেস্টও বলা যেতে পারে। আরেক ওপেনার বাবর আজম করেছেন ৩ রান। তিনে নেমে সাহিবজাদা ফারহান করেছেন ৫ রান। চারে নেমে উসমান খান ৩৮ বলে ৫২ রান করলেও সেটা পাকিস্তানের জয়ের জন্য যে যথেষ্ট ছিল না, ম্যাচ শেষেই বোঝা গেছে।
রিজওয়ানের সমালোচনার পাশাপাশি পাকিস্তানের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন চান শেহজাদ। এক্সে তিনি লিখেছেন, ‘২৬ বলে ১৬ রান। অধিনায়ক হিসেবে রিজওয়ান তুমি এটা করতে পারো না। আমাদের টপ অর্ডারে পরিবর্তন দরকার। এই পাকিস্তান দলে বোলারদের জন্য কাজটা কঠিন। আরও একটা ম্যাচ হারল পাকিস্তান।’ হোবার্টে আগামীকাল বেলা ২টায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।
২২ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছে এবার। সেটাও এসেছে রিজওয়ানের নেতৃত্বে। তাও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারের পর ২-১ ব্যবধানে জিতল পাকিস্তানিরা।
পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় গতকাল সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য সিরিজে টিকে থাকার ম্যাচ। কিন্তু অস্ট্রেলিয়া ১৪৭ রান করার পরও পাকিস্তান ম্যাচটা হেরে গেছে ১৩ রানে। এক ম্যাচ আগেই যে সিরিজ খুইয়েছে, তাতে দায়টা পাকিস্তানের ব্যাটারদের। প্রথম ১০ ওভারে ৪ উইকেটে করেছে ৪৪ রান। মেরেছে কেবল ১ বাউন্ডারি। সিরিজ হেরে যাওয়া পাকিস্তানকে নিয়ে শ্রেষাত্মক মন্তব্য করতে বিন্দুমাত্র দেরি করেননি শেহজাদ। ৩২ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল লিখেছেন, ‘প্রথম ১০ ওভারে কোনো বাউন্ডারি নেই। এভাবে ম্যাচ জয়ের চিন্তা করছেন? আমরা অতীতেই আটকে আছি। বর্তমান অস্ট্রেলিয়া দলের সঙ্গে লজ্জাজনক পারফর্ম করল পাকিস্তান।’
No boundaries in the first 10 overs and you think about winning a game? We are still stuck in the past. Embarrassing performance by Pakistan against the current Australian side. Some fight by youngsters, Irfan & Usman. In the bowling department by Sufiyan and Haris. 16 on 26,…
— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) November 16, 2024
১৪৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে নেমেও আশানুরূপ খেলতে পারেননি। ২৬ বলে ১ চারে ১৬ রানের ইনিংসকে চাইলে ওয়ানডে, এমনকি টেস্টও বলা যেতে পারে। আরেক ওপেনার বাবর আজম করেছেন ৩ রান। তিনে নেমে সাহিবজাদা ফারহান করেছেন ৫ রান। চারে নেমে উসমান খান ৩৮ বলে ৫২ রান করলেও সেটা পাকিস্তানের জয়ের জন্য যে যথেষ্ট ছিল না, ম্যাচ শেষেই বোঝা গেছে।
রিজওয়ানের সমালোচনার পাশাপাশি পাকিস্তানের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন চান শেহজাদ। এক্সে তিনি লিখেছেন, ‘২৬ বলে ১৬ রান। অধিনায়ক হিসেবে রিজওয়ান তুমি এটা করতে পারো না। আমাদের টপ অর্ডারে পরিবর্তন দরকার। এই পাকিস্তান দলে বোলারদের জন্য কাজটা কঠিন। আরও একটা ম্যাচ হারল পাকিস্তান।’ হোবার্টে আগামীকাল বেলা ২টায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।
২২ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছে এবার। সেটাও এসেছে রিজওয়ানের নেতৃত্বে। তাও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারের পর ২-১ ব্যবধানে জিতল পাকিস্তানিরা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ
৪৩ মিনিট আগে১৩ বছরের এক ছেলে করন। গরিব অনাথ আশ্রমে থাকা এই বালকের একটি স্বপ্ন হচ্ছে বড় ক্রিকেটার হওয়া। দৈবভাবে কপিল দেবের একটি ব্যাট হাতে পায় করন। সেই ব্যাটেই ঝড় তোলে সে। মাত্র ১৩ বছর বয়সেই ৩ ইনিংসে ভারতের হয়ে করনের ব্যাটে আসে ৩৩৮ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭০ রানও করেন করন। এটা ছিল বলিউডের ‘চেইন কুলি কি মেইন কুলি’
১ ঘণ্টা আগেসকাল থেকে চা বিরতি পর্যন্ত আজ সাবলীলভাবেই এগোতে থাকে বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে এসে এলোমেলো হয়ে যায় তারা। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম—প্রত্যেকেই উইকেট উপহার দিয়ে এসেছেন জিম্বাবুয়েকে।
১ ঘণ্টা আগেএকই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারে
২ ঘণ্টা আগে