নিজস্ব প্রতিবেক, ঢাকা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।
ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গত রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের উপদেষ্টারা কে কোন দায়িত্বে থাকছেন, তা আজ এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসিফের কাঁধে। এর আগে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গত রাতে শপথ নিয়েছেন আসিফ। শহীদ মিনারে আজ সকালে ভাষা আন্দোলনে শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’
আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য শুভকামনা।’
বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার পতন হয়েছে সরকার। পরের দিনই (মঙ্গলবার) জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তখন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন পাপন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাতেই বাফুফের সিনিয়র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। ১৬ বছর বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।তাতে যেন দেশের ক্রীড়াঙ্গনের বড় পদগুলোতে পদত্যাগের সূচনাও যেন হয়ে গেল।
আরও পড়ুন: বাফুফে থেকে পদত্যাগ সালাম মুর্শেদীর
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।
ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গত রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের উপদেষ্টারা কে কোন দায়িত্বে থাকছেন, তা আজ এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসিফের কাঁধে। এর আগে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গত রাতে শপথ নিয়েছেন আসিফ। শহীদ মিনারে আজ সকালে ভাষা আন্দোলনে শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’
আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য শুভকামনা।’
বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার পতন হয়েছে সরকার। পরের দিনই (মঙ্গলবার) জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তখন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন পাপন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাতেই বাফুফের সিনিয়র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। ১৬ বছর বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।তাতে যেন দেশের ক্রীড়াঙ্গনের বড় পদগুলোতে পদত্যাগের সূচনাও যেন হয়ে গেল।
আরও পড়ুন: বাফুফে থেকে পদত্যাগ সালাম মুর্শেদীর
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
৭ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
২৯ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগেরেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনা এখন নতুন কিছু নয়। কোনো কারণে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে খেলোয়াড়েরা কড়া ভাষায় ম্যাচ কর্মকর্তাদের সমালোচনা করেন। আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘটেছে এমনই এক ঘটনা। তাতে আর্জেন্টাইন ফুটবলাররা ক্ষুব্ধ।
৩ ঘণ্টা আগে