নিজস্ব প্রতিবেক, ঢাকা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।
ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গত রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের উপদেষ্টারা কে কোন দায়িত্বে থাকছেন, তা আজ এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসিফের কাঁধে। এর আগে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গত রাতে শপথ নিয়েছেন আসিফ। শহীদ মিনারে আজ সকালে ভাষা আন্দোলনে শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’
আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য শুভকামনা।’
বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার পতন হয়েছে সরকার। পরের দিনই (মঙ্গলবার) জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তখন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন পাপন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাতেই বাফুফের সিনিয়র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। ১৬ বছর বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।তাতে যেন দেশের ক্রীড়াঙ্গনের বড় পদগুলোতে পদত্যাগের সূচনাও যেন হয়ে গেল।
আরও পড়ুন: বাফুফে থেকে পদত্যাগ সালাম মুর্শেদীর
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।
ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গত রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের উপদেষ্টারা কে কোন দায়িত্বে থাকছেন, তা আজ এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসিফের কাঁধে। এর আগে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গত রাতে শপথ নিয়েছেন আসিফ। শহীদ মিনারে আজ সকালে ভাষা আন্দোলনে শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’
আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য শুভকামনা।’
বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার পতন হয়েছে সরকার। পরের দিনই (মঙ্গলবার) জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তখন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন পাপন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাতেই বাফুফের সিনিয়র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। ১৬ বছর বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।তাতে যেন দেশের ক্রীড়াঙ্গনের বড় পদগুলোতে পদত্যাগের সূচনাও যেন হয়ে গেল।
আরও পড়ুন: বাফুফে থেকে পদত্যাগ সালাম মুর্শেদীর
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৬ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে