Ajker Patrika

পাপনের জায়গায় দায়িত্ব পেলেন সমন্বয়ক আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেক, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৫: ১৯
পাপনের জায়গায় দায়িত্ব পেলেন সমন্বয়ক আসিফ মাহমুদ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। 

ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গত রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের উপদেষ্টারা কে কোন দায়িত্বে থাকছেন, তা আজ এক প্রজ্ঞাপন জারি  করে জানানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসিফের কাঁধে। এর আগে যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন।  

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গত রাতে শপথ নিয়েছেন আসিফ।  শহীদ মিনারে আজ সকালে ভাষা আন্দোলনে  শ্রদ্ধা জানানোর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব।’

আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য শুভকামনা।’ 

বৈষম্যবিরোধী আন্দোলনে সোমবার পতন হয়েছে সরকার। পরের দিনই (মঙ্গলবার) জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। তখন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন পাপন। 

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাতেই বাফুফের সিনিয়র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। ১৬ বছর বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে থাকার পর পদত্যাগ করলেন তিনি।তাতে যেন দেশের ক্রীড়াঙ্গনের বড় পদগুলোতে পদত্যাগের সূচনাও যেন হয়ে গেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত