Ajker Patrika

কৃতিত্ব মোস্তাফিজদেরই দিলেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২৩: ১৭
কৃতিত্ব মোস্তাফিজদেরই  দিলেন মাহমুদউল্লাহ

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২–০তে এগিয়ে মাহমুদউল্লাহর দল। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, ম্যাচ জয়ে সব কৃতিত্ব বোলারদের। 

আগে ব্যাটিং করে ১৪১ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে দুই উইকেট হারালেও শেষ ওভার পর্যন্ত ম্যাচেই ছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত অবশ্য বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটা জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ এই জয়ে বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি, ‘আজকে উইকেটটা ভালো ছিল আগের ম্যাচের তুলনায়। দিনের বেলা আমরা যখন ব্যাটিং করেছি কিছুটা স্পিন ধরেছিল। একটি বাউন্স উঁচু-নিচু হচ্ছিল। কিন্তু ফ্লাড লাইটের আলোতে উইকেটটা আরও ধীরে ধীরে ব্যাটিং সহায়ক হচ্ছিল। বোলাররা দারুণ বোলিং করেছে। এই উইকেট ১৪১ রান ডিফেন্ড করতে পেরেছে। সব কৃতিত্ব তাই বোলারদের।’ 

শুধু বোলার নয়, ব্যাটসম্যানরাও বেশ ভালো ব্যাটিং করেছে। এই ধরনের উইকেটে ব্যাটিং করাটা বেশ কঠিন। বিশেষ করে ওপেনিংয়ে লিটন দাস ও মোহাম্মদ নাঈম দারুণ শুরু এনে দেন। বাংলাদেশের লড়াইয়ের পুঁজির ভিত্তিটা তাঁরাই গড়ে দিয়েছেন। মাহমুদউল্লাহ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সিরিজে এবং এই সিরিজেও নতুন বলে ব্যাটিং করাটা খুবই কঠিন। আমরা যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছি ওদের ওপেনিং জুটি গুলো কিন্তু সফল হয়নি। অমাদের হয়তো একটা ম্যাচে কিছুটা ভালো হয়েছে কিন্তু কয়েকটা ম্যাচে ভালো হয়নি। আজকের যে ইনিংসটা লিটন ও নাঈম খেলেছে এটা দেখার মতো ছিল। যেভাবে তারা গ্যাপ গুলো খুঁজে পেয়েছে এবং রান করেছে সেটা প্রশংসা পাওয়ার যোগ্য।’ 

মাহমুদউল্লাহ রিয়াদ বিশেষ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। পরে ম্যাচে টি–টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন তিনি। এই ম্যাচ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও ম্যাচ জয়ে অবদান রাখতে চান মাহমুদউল্লাহ, ‘আলাদা কোনো পরিকল্পনা নেই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেন দলের জন্য খেলতে পারি। দলের জয়ে অবদান রাখতে পারি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত