Ajker Patrika

সৌম্যর সমস্যা ধরতে পারছেন না হাথুরুও 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২: ০৫
Thumbnail image

ফর্মহীনতায় বাংলাদেশ জাতীয় দলে গত কয়েক বছর সৌম্য সরকার আছেন আসা-যাওয়ার মধ্যে। যতটুকু সুয়োগ পান, পারেন না তাঁর সদ্ব্যবহার করতেও। ব্যর্থতার পাল্লা ধারাবাহিকভাবে ভারী হচ্ছে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের সমস্যা বুঝতে পারছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

সৌম্য তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ দুই ম্যাচই খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২৩ বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশ যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে, সেই সিরিজে এক ম্যাচ ব্যাটিং করে ডাক মেরেছেন। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সুযোগ হেলায় হারানোর পর তিনি আবারও সুযোগ পেলেন নিউজিল্যান্ড সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণের সিরিজেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ডাক পেয়েছেন তিনি। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে সিরিজের প্রথম ওয়ানডের আগে সৌম্যর ব্যাটিং অনুশীলন পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছিল হাথুরুকে। তবে আসল খেলাতেই যে ব্যর্থ সৌম্য। রান বিলিয়ে, ডাক মেরে বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটেই যে সৌম্য ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তা কিন্তু নয়। বিপিএল, ইমার্জিং টিমস এশিয়া কাপ, ঢাকা প্রিমিয়ার লিগ-কোথাও পারছেন না আশানুরূপ পারফরম্যান্স করতে। এক ম্যাচ ভালো খেলেন তো এরপর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন।

সৌম্য সরকারের ব্যাটিং অনুশীলন পর্যবেক্ষণ করছিলেন চন্ডিকা হাথুরুসিংহেঅন্যদিকে চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক মাসেরও বেশি সময়। সাকিবের মতো অলরাউন্ডার না থাকায় সৌম্যকে দিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানান হাথুরুসিংহে। নেলসনে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে আজ সাংবাদিকদের হাথুরু বলেন, ‘সৌম্যর গত ৫ ম্যাচ নিয়ে বলতে পারি না।

এবার এসে ওকে এই কয়দিনই যা দেখলাম। সৌম্যর সমস্যা কী জানি না। সে ঘরোয়া ক্রিকেটে রান করছে। আমাদের এমন কাউকে দরকার যে ব্যাটিং বোলিং দুইটাই করতে পারে। কারণ সাকিব এখানে নেই। ১৫-১৭ বছর ধরে সাকিবে অভ্যস্ত বাংলাদেশ দল। ওকে (সাকিব) ছাড়া দল সাজাতে অনেক কষ্ট হয়। একাদশের জন্য তাই সৌম্য আমাদের অলরাউন্ডারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

হাথুরু আরও বলেন, ‘সাকিব যা করে সৌম্য তো তা করতে পারবে না। তবে আমরা আশা করি সে ব্যাটিং বোলিংয়ে অবদান রাখবে। আমরা তাকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চাই যে দুই বিভাগেই অবদান রাখতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত