Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষেও সুযোগ কম স্টোকসের 

বাংলাদেশের বিপক্ষেও সুযোগ কম স্টোকসের 

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বেন স্টোকসকে পায়নি ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নরা সেই ম্যাচে হেরেছে ৯ উইকেটে বড় ব্যবধানে। এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও স্টোকসকে না পাওয়ার শঙ্কা ইংলিশদের। 

নিতম্বের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি স্টোকসের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে গত ১০ দিনের মধ্যে আজ প্রথমবারের মতো ধর্মশালার নেটে হালকা বোলিং করেছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। করেছেন হালকা অনুশীলন। 

তবে অনুশীলনে ফিরলেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি স্টোকসকে। আবার ধর্মশালার বাজে আউটফিল্ড নিয়ে প্রশ্ন থাকায় বাংলাদেশ ম্যাচেও স্টোকসকে বিশ্রাম রেখে ঝুঁকিমুক্ত থাকতে চাইবে ইংল্যান্ড। 

হিমালয়ের কোল ঘেঁষে ধর্মশালা স্টেডিয়াম বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম হলেও এই স্টেডিয়ামের আউটফিল্ড বেশ রকম প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় হাঁটুতে চোট পান আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। অল্পের জন্য বড় চোট থেকে রক্ষা পাওয়ায় মাঠকেই দোষ দিয়েছিলেন আফগান কোচ জোনাথন ট্রট। গত ফেব্রুয়ারিতে বাজে আউটফিল্ডের কারণে সরিয়ে নেওয়া হয় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আজ আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি ও পিচ বিষয়ক উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসন মাঠকর্মীদের সঙ্গে মিলে পরিদর্শন করেছেন ধর্মশালার মাঠ। 

ঝুঁকি থাকায় ইংল্যান্ড দল অনুশীলনের সময় এড়িয়ে গেছে মাঠ। অধিকাংশ অনুশীলন করেছে নেটে। চোটের মধ্যে থাকা স্টোকসকে নিয়ে তাই ঝুঁকি না নেওয়ার সম্ভাবনাই বেশি ইংল্যান্ডের। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের নায়ককে ছাড়াই একাদশ হতে পারে বাংলাদেশের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত