Ajker Patrika

কোহলিদের প্রধান কোচ হলেন সঞ্জয় বাঙ্গার

কোহলিদের প্রধান কোচ হলেন সঞ্জয় বাঙ্গার

ভারতীয় কোচিং পদে এসেছে পরিবর্তন। বিশ্বমঞ্চে দলকে সাফল্য এনে দিতে রবি শাস্ত্রীর জায়গায় আনা হয়েছে রাহুল দ্রাবিড়কে। টি–টোয়েন্টিতে ক্যাপ্টেন বিরাট কোহলিও যুগও শেষ হয়ে গেছে। পরিবর্তনের হাওয়া লেগেছে কোহলির আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও (আরসিবি)।

আইপিএলে একটা শিরোপাও এনে দিতে না পারা কোহলি জাতীয় দলের পাশাপাশি আরসিবির অধিনায়কত্বও ছাড়ছেন। এবার কোচিং পদেও আনা হয়েছে পরিবর্তন। দলের ব্যাটিং পরামর্শদাতা সঞ্জয় বাঙ্গারকে আগামী দুই বছরের জন্য প্রধান কোচের পদে উন্নীত করেছে দলটি।

বাঙ্গার, যিনি ফেব্রুয়ারিতে দলের ব্যাটিং পরামর্শক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি এখন মাইক হেসনের কাছ থেকে প্রধান কোচের দায়িত্বটাও বুঝে নেবেন।

হেসন অবশ্য ক্রিকেট পরিচালনা পরিচালক হিসাবেই বেঙ্গালুরুর সঙ্গে ছিলেন। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ান সাইমন ক্যাটিচ পদত্যাগ করার পরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য তাঁকে প্রধান কোচের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

বাঙ্গারকে প্রধান কোচ করার ঘোষণাটাও দিয়েছেন হেসন। আরসিবির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে হেসন বলেছেন, ‘আজ আমরা সঞ্জয় বাঙ্গারকে আগামী দুই বছরের জন্য আরসিবির প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছি।

খেলোয়াড় হিসেবে সেভাবে সাফল্য না পেলেও ব্যাটিং কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন বাঙ্গার। ২০১৪ সালে রবি শাস্ত্রী যখন টিম ডিরেক্টরের দায়িত্ব নেন তখন ভারতের ব্যাটিং কোচ হন বাঙ্গার। বিক্রম রাঠোরের স্থলাভিষিক্ত হওয়ার আগে তিনি ২০১৯ পর্যন্ত কোহলিদের কোচিং করিয়েছেন।

আরসিবিতে নতুন ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে বাঙ্গার বলেছেন, ‘আমি কিছু ব্যতিক্রমী এবং প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি। এই দলটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য তর সইছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত