Ajker Patrika

চার আফগান ক্রিকেটার দেশে ফেরার অনুরোধে সাড়া দিচ্ছেন না

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৩
চার আফগান ক্রিকেটার দেশে ফেরার অনুরোধে সাড়া দিচ্ছেন না

ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান যুব দল। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর দলের সঙ্গে দেশে ফিরে আসেননি দলের চার ক্রিকেটার। 

এই চার ক্রিকেটার থেকে গেছেন ইংল্যান্ডে। তাদের ভিসার মেয়াদ শেষ হবে মঙ্গলবার। এদিকে তাঁদের দেশে ফেরার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্ত এখন পর্যন্ত তারা সেই বার্তায় সাড়া দেননি। 

আফগানিস্তানের সাবেক ক্রিকেটার রঈস আহমাদজাই চার ক্রিকেটারকে দেশে ফিরে আসার কথা বলেছেন। রঈস বলেন, ‘ওরা আমার বার্তা পেয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। আমি ওদের বলেছি যে আফগানিস্তানের ওদের প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের সময় আমরা যা উৎসাহ পেয়েছি, তা অকল্পনীয়। কখনো দেশের জন্য তুমি এমন কিছু করবে যে, তোমার জীবনের জন্য তা স্মরণীয় হয়ে থাকবে।’ 

এর আগে গত রোববার সকালে অ্যান্টিগা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে অবতরণ করে আফগানিস্তান ক্রিকেট দল। সেখান থেকে নিজ দেশে ফিরে আসার কথা পুরো দলের। কিন্তু সোমবার কাবুল বিমানবন্দরে যখন আফগান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বরণ করতে যায় তখন জানা যায় চার ক্রিকেটারের দেশে না ফেরার কথা। 

ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি ট্রানজিট ভিসার মাধ্যমে ৪৮ ঘণ্টা সেই দেশে থাকতে পারেন। তালেবান সরকার আফগানিস্তানের শাসন নিজেদের হাতে নেওয়ার পর থেকে এক লাখের বেশি মানুষ সেই দেশ ছেড়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক    
ড্যারিল মিচেলের ফিফটিতে এক ম্যাচ আগেই সিরিজ জিতল নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো
ড্যারিল মিচেলের ফিফটিতে এক ম্যাচ আগেই সিরিজ জিতল নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

৫০ ওভার তো দূরে থাক, ওয়ানডেতে এখন ইংল্যান্ডের জন্য ৪০ ওভার ব্যাটিং করাই চ্যালেঞ্জিং। নিউজিল্যান্ডে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়েই দ্রুত গুটিয়ে গেছে ইংলিশরা। ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে কিউইরা।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে এ সপ্তাহের রোববার প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ৪ উইকেটে জিতলেও বাকি ছিল ৮০ বল। কিউইদের সামনে সেদিন লক্ষ্য ছিল ২২৪ রানের। আজ হ্যামিল্টনের সেডন পার্কে দ্বিতীয় ওয়ানডেতে আগের চেয়ে ৪৮ রানের কম লক্ষ্য পেয়েছে কিউইরা। স্বাগতিকেরা ১০১ বল হাতে রেখে ৫ উইকেটের আয়েশি জয় পেয়েছে।

১৭৬ রানের লক্ষ্যে নেমে রানের খাতা খোলার আগেই ভেঙে যায় নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ইনিংসের চতুর্থ বলে কিউই ওপেনার উইল ইয়াংকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জফরা আর্চার। তিন নম্বরে নেমে কেইন উইলিয়ামসন খেলতে থাকেন ঠান্ডা মাথায়। আরেক ওপেনার রাচীন রবীন্দ্রকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৭ বলে ৪২ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ১২তম ওভারের পঞ্চম বলে উইলিয়ামসনকে বোল্ড করে জুটি ভাঙেন জেমি ওভারটন। ৩৯ বলে ৩ চারে ২১ রান করেন উইলিয়ামসন।

টপ অর্ডারের দুই ব্যাটার ফেরার পর চারে নামেন ড্যারিল মিচেল। তৃতীয় উইকেটে ৫৯ বলে ৬৩ রানের জুটি গড়তে অবদান রাখেন রাচীন ও মিচেল। ২২তম ওভারের চতুর্থ বলে রাচীনকে ফিরিয়ে জুটি ভাঙেন জফরা আর্চার। ৫৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন রাচীন। বাঁহাতি এই ওপেনার আউট হওয়ার পর নিউজিল্যান্ডের ইনিংসে ছোটখাটো ধস নামে। ২১.২ ওভারে যেখানে কিউইদের স্কোর ছিল ২ উইকেটে ১০৫ রান, মুহূর্তেই সেটা ২৮ ওভারে ৫ উইকেটে ১১৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা।

ছোটখাটো ধস নামলেও পরে আর কোনো বিপদ হয়নি নিউজিল্যান্ডের ইনিংসে। ষষ্ঠ উইকেটে ৩২ বলে ৫৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার। অধিনায়ক স্যান্টনার ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তুলির শেষ আচড়টা দিয়েছেন ড্যারিল মিচেল। ৩৪তম ওভারের প্রথম বলে জেমি ওভারটনকে লেগ সাইডে ঘোরাতে চেয়েছিলেন মিচেল। তবে আউটসাইড এজ হয়ে সেটা থার্ড ম্যান এলাকা দিয়ে চার হয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান মিচেল করেছেন। ৫৯ বলের ইনিংসে ৬ চার ও ২ ছক্কা মেরেছেন। ইংল্যান্ডের আর্চার ১০ ওভারে ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট। চার ওভার মেডেন দিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন ওভারটন ও আদিল রশিদ।

হ্যামিল্টনে আজ দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাটিং পাওয়া ইংল্যান্ড ৩৬ ওভারে ১৭৫ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেছেন ওভারটন। ২৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার ও ২ ছক্কা। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ৮ ওভারে ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৩৫.২ ওভারে ২২৩ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ২২৪ রান করেছিল কিউইরা। ম্যাচ হারলেও ১০১ বলে ১৩৫ রানের ইনিংস খেলে ব্রুক জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি জিততে হবে বাংলাদেশকে। ছবি: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি জিততে হবে বাংলাদেশকে। ছবি: বিসিবি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পরশু প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৬ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। সিরিজ জিততে এখন বাংলাদেশের শেষ দুই ম্যাচ জিততে হবে। চট্টগ্রামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি। এদিকে হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে শেষের পর্যায়ে। অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। মেয়েদের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

সন্ধ্যা ৬টা

সরাসরি

টি স্পোর্টস, নাগরিক টিভি

দ্বিতীয় ওয়ানডে

নিউজিল্যান্ড-ইংল্যান্ড

সকাল ৭টা

সরাসরি

সনি টেন ১

প্রথম টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত

বেলা ২টা ১৫ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ২

নারী ওয়ানডে বিশ্বকাপ

প্রথম সেমিফাইনাল

ভারত-অস্ট্রেলিয়া

বেলা ৩টা ৩০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস ১

টেনিস খেলা সরাসরি

প্যারিস মাস্টার্স

রাত ৯টা

সরাসরি

সনি টেন ৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিপিএলের দলগুলোর নাম ঠিক করে দেবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১২: ৩৬
বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঠিক করে দেবে।  ছবি: সংগৃহীত
বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঠিক করে দেবে। ছবি: সংগৃহীত

ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুনস, দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস—১১ বছরে এক ঢাকাই খেলেছে পাঁচটি ভিন্ন নামে। ঢাকার মতো ভিন্ন ভিন্ন নামে খেলেছে বরিশাল ও সিলেটও। ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের সঙ্গে সঙ্গে নাম বদলানোটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর থেকে এমন কিছু হবে না।

সবশেষ বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজিত হলেও ২০২৬ বিপিএল শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে এরই মধ্যে যেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা বেজে গেছে। কারা খেলবে আর কারা খেলবে না, সেটা নিয়ে শোনা যাচ্ছে নানা আলাপ আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএল সম্পর্কে গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকে অনেক নামে দল চেয়েছেন। যেমন আপনি বললেন ফরচুন বরিশাল। এখানে তিনি আরেক নামে চেয়েছেন। এই নামগুলো বোর্ড ঠিক করে দেবে। এটাকে আমরা ট্রেডমার্ক করে দেব যাতে করে এই নাম চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না। তিনি যখন দলটা নেবেন, এই নামেই নিতে হবে।’ শাখাওয়াত বিসিবির মার্কেটিং এন্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও আছেন।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ৫ দল নিয়ে আয়োজনের কথা জানিয়েছিল বিসিবি। বিপিএলের দল পেতে গতকাল ১১ প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। তাদের মধ্যে ঢাকা, কুমিল্লা, খুলনা, রংপুর, নোয়াখালী, বরিশাল ও সিলেটের জন্য একটি করে প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আর রাজশাহী ও চট্টগ্রামের জন্য আগ্রহ প্রকাশ করেছে দুটি করে প্রতিষ্ঠান। তবে শাখাওয়াত উদাহরণ হিসেবে যে ফরচুন বরিশালের কথা বলেছেন, তারা থাকছে না ২০২৬ বিপিএলে। তামিম ইকবালের নেতৃত্বে এই ফ্র্যাঞ্চাইজি ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার বিপিএল জিতেছিল।

আগ্রহ দেখানো ১০ প্রতিষ্ঠান

চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ঢাকা ক্যাপিটালস

ট্রায়াঙ্গাল সার্ভিসেস লিমিটেড চট্টগ্রাম

এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড চট্টগ্রাম

ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ কুমিল্লা ফাইটার্স

টগি স্পোর্টস লিমিটেড রংপুর রাইডার্স

বাংলামার্ক লিমিটেড নোয়াখালী

মাইন্ডট্রি এন্ড রূপসী কংক্রিট খুলনা

আকাশবাড়ি হলিডেজ এন্ড রিসোর্ট বরিশাল

দেশ ট্রাভেলস রাজশাহী

নাবিল গ্রুপ অব ইন্ডাসট্রিজ রাজশাহী

জে এম স্পোর্টস এন্ড এন্টারটেইমেন্ট সিলেট

আরও পড়ুন:

বিপিএলে নেই তামিমের ফরচুন বরিশাল, আগ্রহী ১০ প্রতিষ্ঠান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রোনালদো কোথায়, আল নাসরের বিদায়ঘণ্টা বাজাল ১০ জনের আল ইত্তিহাদ

ক্রীড়া ডেস্ক    
একাধিক সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এক্স
একাধিক সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এক্স

ক্রিস্টিয়ানো রোনালদো দেখালেন তিনি ‘মেশিন’ নন। রক্ত-মাংসে গড়া এক মানুষ। গোলের পর গোল করে তিনি গড়ে চলেছিলেন রেকর্ড। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করেও তিনি দলকে বাঁচিয়েছিলেন অনেকবার। কিন্তু গত রাতে নকআউট পর্বের মাচে তিনি ছিলেন নিজের ছায়া হয়েই।

আল আওয়াল পার্কে গত রাতে কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে আল নাসর খেলেছে আল ইত্তিহাদের বিপক্ষে। এই ম্যাচে রোনালদো পুরো ৯০ মিনিট খেললেও কোনো গোল তিনি করতে পারেনি। ছিল না কোনো অ্যাসিস্টও। উল্টো একাধিক সুযোগ নষ্ট করেছেন। উপরন্তু প্রতিপক্ষ আল ইত্তিহাদ দ্বিতীয়ার্ধের পরই ১০ জনের দলে পরিণত হয়। খেলোয়াড় কমে গেলেও তারা মনোবল হারায়নি। আল নাসরকে ২-১ গোলে হারিয়ে কিংস কাপ থেকে বিদায়ঘণ্টা বাজিয়ে দিল আল ইত্তিহাদ। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। সেখানে দেখা গেছে, আল নাসরের ফুটবলাররা এক জায়গায় জড়ো হয়েছেন। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আমরা সব সময় একসঙ্গে থাকব ও একত্রে চলব।’

কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে গত রাতে ১৫ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় আল ইত্তিহাদ। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আল নাসরের। ৩০ মিনিটের সময় অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের থ্রু বল প্রথমে রিসিভ করেন রোনালদো। বাঁ পাশ থেকে ঢুকে ক্রস করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের শট আল ইত্তিহাদের ডিফেন্ডারের গায়ে লেগে ঘুরে গেলে গ্যাব্রিয়েলের সামনে পড়ে। গ্যাব্রিয়েল সহজেই লক্ষ্যভেদ করে সমতায় ফিরিয়েছেন আল নাসরকে।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এগিয়ে যায় আল ইত্তিহাদ। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার হুসেম আওয়ার। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৪ মিনিট পর আল ইত্তিহাদের খেলোয়াড়ের সংখ্যা কমে যায়। ৪৯ মিনিটে আল নাসর ফরোয়ার্ড আয়মান ইয়াহিয়াকে বাজে চ্যালেঞ্জ করে লাল কার্ড দেখেন আল ইত্তিহাদ ডিফেন্ডার আহমেদ আল জুলায়দান।

আল ইত্তিহাদ ১০ জনের দলে পরিণত হওয়ার পর শুধু রোনালদোর সুযোগ মিসের মহড়া। ৫৩ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদো এরপর ৭৪ মিনিটে ফ্রি কিক নিয়ে সেটা আল ইত্তিহাদের গোলপোস্টের অনেক ওপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন। একেবারে শেষ মুহূর্তে আল নাসরকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৯৫ মিনিটে ফ্রি কিকে শটটা তেমন জোরালো ছিল না রোনালদোর। আল ইত্তিহাদের গোলপোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায় সেটা। আল নাসরেরও বিদায় হয়ে যায় কিংস কাপের শেষ ষোলোতেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত