ক্রীড়া ডেস্ক
ক্রিস গেইল—নামটি সামনে এলে ভক্তদের কল্পনার ক্যানভাসে হয়তো ভেসে ওঠে বড় বড় সব সীমানা ছাড়া ছক্কার ফুলঝুরি। আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন ক্যারিবিয়ান দানব। প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আগের মতো দেখা যায় না। বয়সের সঙ্গে যশ একসময় লোপ পেতে থাকে। ক্রিস গেইল কি সেই তালিকায় চলে গেছেন? ব্যাটে নেই সেই আগের গতি।
গতকাল লেস্টার ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্প ৫ উইকেটে হেরেছে ভারতের কাছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে সবচেয়ে কম পয়েন্ট উইন্ডিজের। ৫ ম্যাচ খেলে ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে তারা। বিদায়ও নিয়েছে। কিরন পোলার্ড, ড্যুয়েন স্মিথ, লেন্ডি সিমন্স, ড্যুয়েন ব্রাভোর মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালারা, তবু ওয়েস্ট ইন্ডিজ খুঁজে পেল না আলো।
গত বছরও একই টুর্নামেন্টে ছক্কার ফুলঝুরি ছোটান গেইল। এবার পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন ৫৮ রান, এ জন্য খেলেছেন ৫৩ বল।। গেইলের পাঁচ ইনিংস—৯, ৫, ২১, ২১ ও ২। কিছুটা বেমানান যেন ছিল—গেইলের ছক্কা বৃষ্টি না দেখা। টুর্নামেন্টে শুধু একটি ছক্কা মেরেছেন। গেইল নিজেকে বলেছিলেন ‘ইউনিভার্স বস’। টি-টোয়েন্টিতে এ কথার সঙ্গে দ্বিমত করার মানুষ হয়তো কমই পাওয়া যাবে।
স্বীকৃত ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের রান ১৪ হাজার ৫৬২ রান। এত রান তো আর কারও নেই। ছক্কা মেরেছেন ১ হাজার ৫৬টি। তাঁর চেয়ে বেশি আর কারও নেই। চার মেরেছেন ১ হাজার ১৩২টি। চারের প্রায় কাছাকাছি ছক্কার সংখ্যা। কিন্তু সেই গেইলকে এবার আগের রূপে দেখা যায়নি। চুল-দাড়ি সাদা হতে থাকলেও গেইলের পেশির জোর গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে দেখা গিয়েছিল আগের মতোই। কিন্তু ৪৬ ছুঁই ছুঁই গেইল এক বছর পরেই যেন ঠিক অচেনা। বয়সের ভারে যেন নুয়ে পড়ছে তাঁর ব্যাট। ইউনিভার্স বসের রুদ্র রূপ দেখা ভক্ত-সমর্থকেরা নিশ্চয় এমন অচেনা রূপে দেখতে চান না!
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনালে কাল বার্মিংহামে ভারত-পাকিস্তানের লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ক্রিস গেইল—নামটি সামনে এলে ভক্তদের কল্পনার ক্যানভাসে হয়তো ভেসে ওঠে বড় বড় সব সীমানা ছাড়া ছক্কার ফুলঝুরি। আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন ক্যারিবিয়ান দানব। প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আগের মতো দেখা যায় না। বয়সের সঙ্গে যশ একসময় লোপ পেতে থাকে। ক্রিস গেইল কি সেই তালিকায় চলে গেছেন? ব্যাটে নেই সেই আগের গতি।
গতকাল লেস্টার ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্প ৫ উইকেটে হেরেছে ভারতের কাছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে সবচেয়ে কম পয়েন্ট উইন্ডিজের। ৫ ম্যাচ খেলে ১টি জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে তারা। বিদায়ও নিয়েছে। কিরন পোলার্ড, ড্যুয়েন স্মিথ, লেন্ডি সিমন্স, ড্যুয়েন ব্রাভোর মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালারা, তবু ওয়েস্ট ইন্ডিজ খুঁজে পেল না আলো।
গত বছরও একই টুর্নামেন্টে ছক্কার ফুলঝুরি ছোটান গেইল। এবার পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন ৫৮ রান, এ জন্য খেলেছেন ৫৩ বল।। গেইলের পাঁচ ইনিংস—৯, ৫, ২১, ২১ ও ২। কিছুটা বেমানান যেন ছিল—গেইলের ছক্কা বৃষ্টি না দেখা। টুর্নামেন্টে শুধু একটি ছক্কা মেরেছেন। গেইল নিজেকে বলেছিলেন ‘ইউনিভার্স বস’। টি-টোয়েন্টিতে এ কথার সঙ্গে দ্বিমত করার মানুষ হয়তো কমই পাওয়া যাবে।
স্বীকৃত ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের রান ১৪ হাজার ৫৬২ রান। এত রান তো আর কারও নেই। ছক্কা মেরেছেন ১ হাজার ৫৬টি। তাঁর চেয়ে বেশি আর কারও নেই। চার মেরেছেন ১ হাজার ১৩২টি। চারের প্রায় কাছাকাছি ছক্কার সংখ্যা। কিন্তু সেই গেইলকে এবার আগের রূপে দেখা যায়নি। চুল-দাড়ি সাদা হতে থাকলেও গেইলের পেশির জোর গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে দেখা গিয়েছিল আগের মতোই। কিন্তু ৪৬ ছুঁই ছুঁই গেইল এক বছর পরেই যেন ঠিক অচেনা। বয়সের ভারে যেন নুয়ে পড়ছে তাঁর ব্যাট। ইউনিভার্স বসের রুদ্র রূপ দেখা ভক্ত-সমর্থকেরা নিশ্চয় এমন অচেনা রূপে দেখতে চান না!
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনালে কাল বার্মিংহামে ভারত-পাকিস্তানের লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৩৪ মিনিট আগেচীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
১ ঘণ্টা আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৫ ঘণ্টা আগে